উত্তরপ্রদেশে কোণঠাসা যোগী, হতে পারে মন্ত্রিসভার রদবদল!

অন্য এক দিগন্ত | Jun 11, 2021 04:12 pm
যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ - ছবি : সংগৃহীত

 

বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই বৈঠকের পর আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসলেন যোগী। মনে করা হচ্ছে, দিল্লিতে এই হাই প্রোফাইল বৈঠকগুলোর পর উত্তরপ্রদেশের মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল আসতে পারে। যোগীর ক্যাবিনেটে সংযুক্ত হতে পারেন সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়া জিতিন প্রসাদ।

জাতীয় রাজনীতিতে তুমুল আলোচনার কারণ, যোগীর দিল্লি সফরের উদ্দেশ্য ঘিরে। বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন জিতিন প্রসাদ। উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা তিনি। তার যোগদানের পর দিন জরুরি তলব করা হয় যোগী আদিত্যনাথকে।

উল্লেখ্য, ২০২২ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ২০১৭ সালে দুই তৃতীয়াংশ ভোট নিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এলেও এর পর বেশ কয়েকটি উপনির্বাচনে হারতে হয় বিজেপিকে। পরে অবশ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ফের ভালো ফল করে বিজেপি। তবে ২০২১ সালের পঞ্চায়েতে ফের পিছিয়ে পড়ে গেরুয়া শিবির। এই আবহে রাজ্যের ১০ শতাংশ ব্রাহ্মণ ভোটের দিকে নজর দিচ্ছে বিজেপি।

করোনা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দেগেছিল বিরোধীরা। তাই এখন থেকেই উত্তর প্রদেশের নির্বাচন নিয়ে বিজেপি কোমর বাঁধতে শুরু করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতারা গিয়ে উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে জিতিনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ, তিনি ব্রাহ্মণ নেতা। উত্তর প্রদেশে ১০ শতাংশ ব্রাহ্মণ ভোট রয়েছে। আর এই ব্রাহ্মণদের একটা বড় অংশ যোগীর বিপক্ষে। তাই কীভাবে জিতিনকে দলের কাজে ব্যবহার করা হবে, সেই সংক্রান্ত ছক কষতেই সম্ভবত যোগীকে তলব করা হয় দিল্লিতে।


এবার মমতার ঘাড়ে দোষ চাপালেন হর্ষ বর্ধন

টিকা নীতি নিয়ে বিতর্ক যেন শেষ হতে চাইছে না। বিগত বেশ কয়েক মাস ধরেই কেন্দ্রের টিকা নীতি নিয়ে ক্রমাগত তোপ দেগে চলেছিল রাজ্যগুলি। সেই আবহে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে টিকা নীতি বদলের কথা জানান। সেই নীতি বদলকে রাজ্যগুলি তাদের জয় বলে দাবি করলেও কেন্দ্রের দাবি, এই নীতি বদল রাজ্যের ব্যর্থতার ফল। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

মুখ্যমন্ত্রীকে তোপ দেগে এদিন হর্ষ বর্ধন প্রশ্ন তোলেন, মমতা কী চান, সেটা নিয়ে তিনি কি নিজে স্পষ্ট? পাশাপাশি বর্ষ বর্ধনের দাবি, মমতার 'অবস্থান' তাঁকে অবাক করেছে। মুখ্যমন্ত্রীর দু’টি চিঠিকে সামনে রেখে মমতাকে তোপ দাগেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

হর্ষ বর্ধন মুখ্যমন্ত্রীর যেই দুটি চিঠি টুইট করেছেন, তার প্রথমটি লেখা গত ফেব্রুয়ারিতে। তাতে মমতা আবেদন জানান, যাতে রাজ্য সরকারগুলিকে নিজস্ব টাকায় টিকা কেনার ছাড়পত্র দেওয়া হয়। পরবর্তীতে সেই দাবি মতোই রাজ্যগুলিকে টিকা কেনার অনুমোদন দেয় কেন্দ্র। তবে পরিস্থিতির অবনতি ঘটলে মোদী ঘোষণা করে জানান, এখন থেকে ফের সমস্ত রাজ্যকে কেন্দ্রই টিকা সরবরাহ করবে।

এরপর এদিন মুখ্যমন্ত্রীকে তোপ দেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, 'রাজ্যগুলিকে টিকা কিনতে দেওয়ার আবেদন জানিয়ে আওয়াজ তোলার ক্ষেত্রে আপনি (পড়ুন : মমতা বন্দ্যোপাধ্যায়) নেতৃত্ব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর স্বার্থে সেই দাবিতে সায় দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারও বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে যাচ্ছিল রাজ্যগুলিকে।'

এরপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরো লেখেন, 'কিন্তু, একটিও ভ্যাকসিনের ডোজ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পর এখন আপনি দোষারোপ করছেন এবং কৃতিত্ব নেয়ার চেষ্টা চালাচ্ছেন। এটি বিশ্বব্যাপী মহামারী, আপনি কৃতিত্ব নিন তাতে আপত্তি নেই। কিন্তু বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচিকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।'

সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us