মেসিকে টপকে গেলেন আলি, সামনে শুধু রোনালদো

অন্য এক দিগন্ত | Jun 04, 2021 02:37 pm
মেসিকে টপকে গেলেন আলি, সামনে শুধু রোনালদো

মেসিকে টপকে গেলেন আলি, সামনে শুধু রোনালদো - ছবি : সংগৃহীত

 

আন্তর্জাতিক গোল সংখ্যার নিরিখে একই সঙ্গে লিওনেল মেসি ও সুনীল ছেত্রীকে পিছনে ফেলে দিলেন আলি মাবখউত। সংযুক্ত আরব আমিরাতের তারকা ফুটবলার মালয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জোড়া গোল করেন। সেই সুবাদে তিনি বর্তমান ফুটবলারদের মধ্যে দেশের জার্সিতে সবথেকে বেশি গোল করার নিরিখে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠিক পিছনে দু'নম্বরে চলে আসেন।

মালয়েশিয়ার বিরুদ্ধে আমিরাতের ৪-০ গোলে ম্যাচ জেতে। ম্যাচের দুই অর্ধে দু'টি গোল করেন তিনি। ১৯ মিনিটে প্রথমবার প্রতিপক্ষের জালে বল জড়াল আলি। ৯০+১ মিনিটে দ্বিতীয়বার গোল করেন তিনি।

জোড়া গোলের সুবাদে আলি মাবখউতের আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়ায় ৭৩। ম্যাচ শুরুর আগে তিনি ৭১টি গোল করে মেসির সঙ্গে একাসনে অবস্থান করছিলেন। এই ম্যাচেই তিনি পিছনে ফেলে দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকেও। ছেত্রীর আন্তর্জাতিক গোল সংখ্যা ৭২। কাতারের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে তিনি গোল করতে ব্যর্থ হন।

মেসি অবশ্য ঠিক তার পরেই চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে একটি গোল করেন। ফলে ৭২টি গোল করে তিনি ছেত্রীকে ধরে ফেলেন। আপাতত ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমান ফুটবলারদের মধ্যে দেশের জার্সিতে গোল করার নিরিখে শীর্ষে রয়েছেন। রোনালদোর আন্তর্জাতিক গোল সংখ্যা ১০৩টি।

গোল করেও আর্জেন্টিনাকে জেতাতে পারলেন না মেসি
বার্সেলোনার হয়ে সারা মরশুমজুড়ে গোল করেছেন। অবশ্য, তবুও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার দেশের জার্সিতেও গোল পেলেন এলএম টেন। তা সত্ত্বেও জয় পেল না আর্জেন্টিনা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস স্যাঞ্জেজ। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।

যদিও চেষ্টায় ত্রুটি রাখেননি লিও। দ্বিতীয়ার্ধে মুহুমুর্হু আক্রমণে চিলিকে ব্যতিব্যস্ত করে রাখেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে চিলির গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো দুর্ভেদ্য হয়ে ওঠেন। বিশেষ করে শেষ ১০ মিনিটে মেসির দু'টি দুরন্ত আক্রমণ প্রতিহত করেন তিনি। তাছাড়া ৮০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেয়া মেসির বাঁকানো ফ্রি-কিক শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে না এলে ম্যাচে জয় তুলে নিতে পারত আর্জেন্টিনা।

ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি উপহার দেন আর্জেন্টিনাকে। ২৪ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।

যদিও খুব বেশিক্ষণ ব্যবধান বজায় রাখতে পারেনি আর্জেন্টিনা। ৩৬ মিনিটে গ্যারি মেদেলের পাস থেকে বল ধরে আর্জেন্টিনার জালে জড়িয়ে দেন স্যাঞ্চেজ। চিলি ম্যাচে ১-১ সমতা ফেরায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেসির ফ্রি-কিক সেভ করেন ব্র্যাভো। বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ১-১। বলাবাহুল্য ম্যাচের বাকি সময়েও কোনো দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে না পারায় চূড়ান্ত স্কোর-লাইনে কোনো বদল হয়নি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us