প্রথমবারের মতো কোনো আরব দল যোগ দিচ্ছে ইসরাইলি সরকারে

অন্য এক দিগন্ত | Jun 03, 2021 07:44 am
মনসুর আব্বাস

মনসুর আব্বাস - ছবি : সংগৃহীত

 

ইসরাইলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আরব দল সরকারে যোগ দিতে যাচ্ছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিদায় করার লক্ষ্যে যে জোট সরকার গঠিত হচ্ছে, তার অন্যতম শরিক হতে যাচ্ছে আরব পার্টি রাম।

জোট নেতা ইয়ারি লাপিদের মুখপাত্র বলেন, রামের চেয়ারপারসন মনসুর আব্বাস একটি সমঝোতায় সই করেছেন। এর ফলে ইয়াশ আতিদ দলের চেয়ারপারসন ইয়ার লাপিদ রাষ্ট্রপতিকে জানাতে পেরেছেন যে তিনি সরকার গঠনের মতো সদস্য পেয়েছেন।

মুখপাত্র বলেন, আব্বাস ও লাপিদ ঐক্য সরকার গঠন করতে একমত হয়েছেন।
আব্বাসের অংশগ্রহণের ফলে ইসরাইলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আরব দল সরকারে যোগ দিতে যাচ্ছে।

ইসরাইলে সরকার গঠনে একমত বিরোধী জোট, বিদায়ের পথে নেতানিয়াহু
ইসরাইলে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে তিনি জোট সরকার গঠন করতে সক্ষম। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিয়ান নেতাটিয়াহুর ১২ বছরের শাসনকালের অবসান ঘটতে যাচ্ছে।

ইয়াশ আতিদ পার্টির নেতা লাপিদকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি রুভেন রিভলিন। দুই বছরের কম সময়ের মধ্যে ইসরাইলের চতুর্থবারের মতো নির্বাচনে কোনো দল সরকার গঠনের মতো ভোট না পাওয়ায় দেশটিতে বড় ধরনের সঙ্কট সৃষ্টি হয়।
বুধবার মধ্যরাতের সামান্য আগে টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে লাপিদ বলেন, তিনি সমঝোতার ব্যাপারে রাষ্ট্রপতিকে অবগত করেছেন।

সাবেক টিভি প্রেজেন্টার ও সেক্যুলার মধ্যপন্থী লাপিদ রোববার কট্টর ধর্মীয়-জাতীয়তাবাদী নাফতালি বেনেটের কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন লাভ করেন। এই টেক-মাল্টিমিলিয়নিয়ার ইতোপূর্বে প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

লাপিদ ও বেনেটের মধ্যকার সমঝোতা অনুযায়ী, তারা পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রথম দু'বছর বেনেট প্রধানমন্ত্রী হবেন, পরের দু'বছর লাপিদ থাকবেন ওই দায়িত্বে।
তবে এই সমঝোতা ইসরাইলি পার্লামেন্ট নেসেটে অনুমোদিত হতে হবে। আগামী সাত থেকে ১২ দিনের মধ্যে সেখানে ভোটাভুটি হবে।

ইসরাইলের এই রাজনৈতিক নাটক নেতানিয়াহুর জন্য বেশ বেদনাদায়ক হচ্ছে। তিনি কেবল ক্ষমতাই হারাচ্ছেন না, সেইসাথে অপরাধমূলক তৎপরতা, প্রতারণা, ঘুষ গ্রহণ, আস্থার লঙ্ঘনসহ বেশ কয়েকটি অভিযোগে মামলার মুখেও পড়েছেন।

এত দিন প্রধানমন্ত্রী থাকায় বেশ কিছু সুবিধা নিয়ে এসব মামলার বিচারপ্রক্রিয়া ঠেকিয়ে রাখতে পেরেছেন। এখন প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটলে তা আর পাবেন না।

নেতানিয়াহুর লিকুদ পার্টিই সর্বশেষ নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছিল। কিন্তু তার একসময়ের সহজাত মিত্র বেনেটের কট্টর ডানপন্থী দলটি তাকে সমর্থন না দেয়ায় তিনি সরকার গঠন করতে পারেননি।

সূত্র : আল জাজিরা ও ডেইলি সাবাহ

ইসরাইলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ

ইসরাইলের নতুন প্রেসিডেন্ট হয়েছেন আইজ্যাক হারজোগ। বুধবার তিনি ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ভোটে নির্বাচিত হন। তিনি হলেন দেশটির দ্বিতীয় প্রজন্মের ও সার্বিকভাবে ১১তম প্রেসিডেন্ট। ইসরাইলে প্রধানমন্ত্রী নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই নির্বাচন হলো।

বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হওয়ার এই লড়াইয়ে দেশটির সাবেক প্রধানশিক্ষিকা মিরিয়াম পেরেৎজকে হারিয়েছেন হারজোগ (৬০)। ২০১৪ সালে দেশটির পার্লামেন্টের আলঙ্কারিক প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন রিউভেন রিভলিন।

হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরাইলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরাইলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র : জেরুসালেম পোস্ট


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us