চাচাত বোনকে বিয়ে করতে চলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম!
চাচাত বোনকে বিয়ে করতে চলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম! - ছবি সংগৃহীত
জাতীয় দলে নিজের জায়গা পাকা করাই শুধু নয়, বরং ক্যাপ্টেন্সির ব্যাটনও শক্ত হাতে ধরে নিয়েছেন বাবর আজম। পেশাদার কেরিয়ারে জাঁকিয়ে বসার পর এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী বছরই বিয়ে করতে চলেছেন বাবর।
উপযুক্ত পাত্রী খুঁজে পেতে অবশ্য বিশেষ অসুবিধা হয়নি বাবরের। তিনি বিয়ে করতে চলেছেন নিজের চাচার মেয়েকেই। উভয় পরিবারই এই বিয়েতে সম্মত হয়েছে বলে খবর।
এর আগে বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছিলেন এক পাকিস্তানি তরুণী। তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে, পাক অধিনায়ক তাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন বিয়ে করবেন বলে। পরে তার সঙ্গে সহবাস করেন তারকা ক্রিকেটার। ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েছিলেন বলেও গুরুতর অভিযোগ করেন ওই তরুণী।
বাবরের বিরুদ্ধে এই মর্মে পুলিশে অভিযোগ করেন সংশ্লিষ্ট তরুণী। লাহোরের এক আদালত পাক তারকার বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশও দেয়। পরে মামলা তুলে নেওয়ার জন্য বাবর ওই তরুণীকে হুমকি দিচ্ছেন বলেও শোনা যায়।
কাকতলীয় বিষয় হলো, আগামী বছর বাবরের বিয়ে করতে চলার খবর এমন দিনে সামনে আসে, যার ঠিক আগেই তার সতীর্থ আজহার আলি তাকে বিয়ে করার পরামর্শ দেন। সোশ্যাল মিডিয়ায় আজহার আলি অনুরাগীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানেই এক অনুরাগী জানতে চান যে, বাবরকে কী তিনি কোনো পরামর্শ দিতে চাইবেন? জবাবে আহজার ঠিক এটাই বলেছিলেন যে, ‘এবার বিয়ে করে নে।’
পাকিস্তানের জাতীয় দলে ফিরছেন আমির?
সর্বদাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন মোহম্মদ আমির। ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর, গত ডিসেম্বরে কোচ মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিসের সঙ্গে মতোবিরোধের জেরে আন্তর্জাতিক ক্রিকেটকে সম্পূর্ণভাবে বিদায় জানান বাঁ-হাতি এই ফাস্ট বোলার।
নানা বিতর্কের মাঝেও মাঠে বল হাতে তার দক্ষতা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। সেই কারণেই পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামও বিশ্বকাপের কথা মাথায় রেখে অভিজ্ঞ আমিরকে দলে ফেরানোর ডাক দিয়েছিলেন। তবে এখনও আমির নিজের সিদ্ধান্তে অনড় থাকলেও তাকে দলে ফেরাতে এবার মাঠে নেমে পড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও পাকিস্তান সুপার লিগ-সহ বিভিন্ন টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের দক্ষতা প্রদর্শন করেন আমির। ফের শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগেও করাচি কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাকে। ঘটনাক্রমে বাবর আজমও সেই দলেরই সদস্য। টুর্নামেন্ট চলাকালীন তাই এবার আমিরের সঙ্গে কথা বলে তার সমস্যা বোঝার চেষ্টা করবেন বলেই জানান বাবর।
ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে পাক অধিনায়ক জানান, ‘আমি এখনো তার সঙ্গে এ বিষয়ে (অবসর) কোনো কথা বলিনি। তবে সময় সুযোগ হলেই ওর কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে সে বিষয়ে ওর সঙ্গে আলোচনায় বসব। আমার মতে আমির বিশ্বের সেরা বাঁ-হাতি ফাস্ট বোলারদের একজন এবং ক্রিকেটার হিসাবে আমার ওকে খুবই পছন্দ। আশা করছি ও যেন পিএসএলের দ্বিতীয় ভাগেও আগের মতোই ভালো পারফর্ম করে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস