পাকিস্তানের জাতীয় দলে ফিরছেন আমির?
আমির - ছবি সংগৃহীত
সর্বদাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন মোহম্মদ আমির। ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর, গত ডিসেম্বরে কোচ মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিসের সঙ্গে মতোবিরোধের জেরে আন্তর্জাতিক ক্রিকেটকে সম্পূর্ণভাবে বিদায় জানান বাঁ-হাতি এই ফাস্ট বোলার।
নানা বিতর্কের মাঝেও মাঠে বল হাতে তার দক্ষতা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। সেই কারণেই পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামও বিশ্বকাপের কথা মাথায় রেখে অভিজ্ঞ আমিরকে দলে ফেরানোর ডাক দিয়েছিলেন। তবে এখনও আমির নিজের সিদ্ধান্তে অনড় থাকলেও তাকে দলে ফেরাতে এবার মাঠে নেমে পড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও পাকিস্তান সুপার লিগ-সহ বিভিন্ন টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের দক্ষতা প্রদর্শন করেন আমির। ফের শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগেও করাচি কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাকে। ঘটনাক্রমে বাবর আজমও সেই দলেরই সদস্য। টুর্নামেন্ট চলাকালীন তাই এবার আমিরের সঙ্গে কথা বলে তার সমস্যা বোঝার চেষ্টা করবেন বলেই জানান বাবর।
ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে পাক অধিনায়ক জানান, ‘আমি এখনো তার সঙ্গে এ বিষয়ে (অবসর) কোনো কথা বলিনি। তবে সময় সুযোগ হলেই ওর কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে সে বিষয়ে ওর সঙ্গে আলোচনায় বসব। আমার মতে আমির বিশ্বের সেরা বাঁ-হাতি ফাস্ট বোলারদের একজন এবং ক্রিকেটার হিসাবে আমার ওকে খুবই পছন্দ। আশা করছি ও যেন পিএসএলের দ্বিতীয় ভাগেও আগের মতোই ভালো পারফর্ম করে।’
ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আমিরের মন্তব্যকে অবিবেচক বললেন কানেরিয়া
কিছু দিন আগেই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা বাঁহাতি পেসার মোহম্মদ আমির জানিয়েছিলেন রোহিত বা বিরাটের বিরুদ্ধে বল করা এমন বড় কোনো ব্যাপার নয়। প্রসঙ্গত ২০১৭ সালে চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে আমিরের আগুনে স্পেলে ধরাশায়ী হয়েছিল বিরাটরা। বড় রান তাড়া করতে গিয়ে টপ অর্ডারের গুরুত্বপূর্ণ উইকেটগুলি সেদিন আমির তুলে নেয়ার ফলে টিম ইন্ডিয়া সেদিন জিততে পারেনি। সেই প্রসঙ্গে আমির বলেছিলেন রোহিতের বিরুদ্ধে বল করা খুব সহজ।
এবার এই বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। তিনি আমিরের এই মন্তব্যকে অবিবেচক বললেন। এটা জানাতেও পিছপা হলেন না রাজ্জাক যেমন বুমরাহকে নিয়ে আলটপকা মন্তব্য করেছিল এই মন্তব্যও ঠিক তাই। উল্লেখ্য বুমরাহকে 'শিশু বোলার' বলে আখ্যা দিয়েছিল প্রাক্তন পাকিস্তান অলরাউন্ডার আব্দুর রাজ্জাক।
কানেরিয়ার মতে কোনো কিছু বলার আগে আমিরের সঠিক শব্দ ব্যবহার এবং সঠিক বাক্যচয়ণ করতে শেখাটা খুব জরুরি। তিনি বলেন, 'আমির তুমি খবরের শিরোনামে থাকতে চাইছ সে বিষয়ে কোন সন্দেহ নেই। যখন তোমার অভিষেক হয়েছিল তখন তুমি তোমার খেলার মধ্যে দিয়ে সবার নজর কেড়েছিলে। নতুন বলে দু’দিকেই সুইং করানোর অসাধারণ ক্ষমতা ছিল তোমার। তুমি বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছ। এই ধ্রুব সত্যটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে ভারতীয় ব্যাটসম্যানদের তুমি কী ভাবে সমস্যায় ফেলেছিলে তা আমাদের সকলের জানা। কিন্তু তুমি এখন যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছ সেটা সাধারণত কোনো ম্যাচ বা সিরিজ শুরুর আগে করা হয়ে থাকে। হঠাৎ করে তোমার এমনটা বলার ঠিক মানে খুঁজে পেলাম না। যদি তুমি এমন অবিবেচকের মতন মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকতে চেষ্টা কর তাহলে আর আমার আলাদা করে বলার কিছু নেই।'
সূত্র : হিন্দুস্তান টাইমস