কোভিড ২৬, ৩২-এর আশঙ্কা!

অন্য এক দিগন্ত ডেস্ক | May 31, 2021 01:23 pm
কোভিড ২৬, ৩২-এর আশঙ্কা!

কোভিড ২৬, ৩২-এর আশঙ্কা! - ছবি সংগৃহীত

 

কোভিড ১৯ প্রথম ছড়িয়েছিল চীনের উহান থেকে। কিন্তু এই ভাইরাসের উৎস কোথায়, সেই বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি চীন। উল্টা তারা দাবি করেছে, তাদের দেশ থেকে করোনা ছড়ায়নি। দ্রুত কোভিড ১৯-এর উৎস খুঁজে না পেলে ভবিষ্যতে কোভিড ২৬ ও কোভিড ৩২-এর আশঙ্কা রয়েছে বলে এ বার সতর্ক করলেন আমেরিকার দুই বিশেষজ্ঞ।

ট্রাম্প সরকারের সময় আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর কমিশনার তথা বর্তমানে ফাইজারের বোর্ডের চেয়ারম্যান স্কট গটলিয়েব বলেছেন, উহানের ল্যাবরেটরি থেকে ছড়িয়ে থাকতে পারে এই ভাইরাস। এই দাবি নাকচ করার মতো কোনো তথ্য জানায়নি চীন। এই ঘটনা চিন্তার। অন্য দিকে ‘টেক্সাস চিলড্রেনস হসপিটাল ফর ভ্যাকসিন ডেভেলপমেন্ট’-এর সহ কর্মকর্তা পিটার হটেজের আশঙ্কা, করোনার উৎস না জানতে পারলে ভবিষ্যতে আরো বড় অতিমারির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘‘আমরা কোভিড ১৯ সম্পর্কে সব তথ্য না পেলে কোভিড ২৬ ও কোভিড ৩২-এর মতো অতিমারি সামনের দিনে আসতে পারে।’’

এর মধ্যেই বুধবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তদন্তকারী দলকে নির্দেশ দিয়েছেন কোভিড ১৯-এর উৎস নিয়ে তদন্তের গতি বাড়াতে। আমেরিকার তদন্তকারী সংস্থার অনুমান, স্বাভাবিকভাবে নয়, ‘উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি’ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ৯০ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বাইডেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

উহানের ল্যাবে চলত 'সামরিক গবেষণা', করোনার উৎস নিয়ে জল্পনা বাড়িয়ে দাবি পম্পেওর

এবার চীনের উহান ল্যাব নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও। এদিন তিনি বলেন, 'উহানের ইনস্টিটিউট অফ ভাইরলজিতে অসামরিক বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি চলত সামরিক গবেষণা।' পম্পেওর এহেন মন্তব্যে ফের একবার করোনার উত্স সংক্রান্ত জল্পনা বেড়েছে।

এদিন পম্পেও বলেন, 'আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারি : আমরা জানি যে পিপলস লিবারেশন আর্মি সংক্রান্ত গবেষণা চলত উহানের এই ল্যাবে। চিন সেই গবেষণা সংক্রান্ত তথ্য দিতে অস্বীকার করে। সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও।'

উল্লেখ্য, গত বুধবার ইউএস ইন্টেলিজেন্স এজেন্সিকে করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের নির্দেশ দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা ভাইরাস চীনের কোনো পশু থেকে ছড়িয়েছে নাকি ল্যাবরেটরির দুর্ঘটনা থেকে তা তদন্ত করে সেই রিপোর্ট ৩ মাসের মধ্যে তাকে জানানের নির্দেশ দিয়েছেন।

বাইডেনের কথায়, এজেন্সিগুলি এই মুহূর্তে কোভিড ছড়িয়ে পড়ার উৎস নিয়ে দুই মতে বিভক্ত। কারোর ধারণা এটি ছড়িয়েছে চিনের কোনও পশুর থেকে। আবার কারোর মতে এটি চিনে ঘটা যাওয়া ল্যাবরেটরি দুর্ঘটনার কারণে ছড়িয়েছে। গত এক বছরে এই ভাইরাস বিশ্বের ৩৪ লক্ষের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বাইডেনের এই নির্দেশের বিতর্ক আরও বাড়ার আশঙ্কা। তবে চীন দাবি করেছে এই মহামারীর জন্য তারা কোনো ভাবেই দায়ি নয়। আর আমেরিকার রাজনৈতিক কারণে, বেইজিংকে আক্রমণ করার উদ্দেশ্য এই দাবি করে এসেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

চীনে ফের করোনা সংক্রমণ, গুয়াংঝোউয়ে আংশিক লকডাউনের ঘোষণা সরকারের
নিয়ন্ত্রণে আসার পর ফের করোনায় আক্রান্ত চীনের বহু মানুষ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে, আক্রান্তের সংখ্যা প্রায় কমেই এসেছিল। আক্রান্তের সংখ্যা ফের বাড়ায় চীনের দক্ষিণ শহর গুয়াংঝোউয়ে আংশিক লকডাউনের ঘোষণা করল চীন সরকার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত পাঁচজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাছাড়াও পাঁচজন উপসর্গহীন করোনা আক্রান্তের খোঁজও মিলেছে।
চীনের সেন্ট্রাল টেলিভিশন গুয়াংঝোউ শহরের স্বাস্থ্য কমিশনকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। তারপরেই আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে সমস্ত শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিনোদন কেন্দ্র। ফের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রত্যেককেই ঘরবন্দি থাকার আর্জি জানিয়েছে সরকার। সেই সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে করোনা পরীক্ষার সিদ্ধান্তের ঘোষণাও করা হয়েছে সরকারের তরফ থেকে। করোনা সংক্রমণের হার রুখতে প্রথমবারের চেয়ে কয়েকগুণ বেশি তৎপর হয়ে উঠেছে প্রশাসন। লিওয়ান জেলার বাসিন্দাদের ঘরবন্দি থাকার উপর জোর দিয়েছে সরকার। নির্দেশ দেয়া হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং খাবারের সামগ্রী ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবেন না কেউ।

সূত্র : আজকাল

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us