প্রখর রোদে অসুস্থ হয়ে পড়েছেন, কী করবেন?
প্রখর রোদে অসুস্থ হয়ে পড়েছেন, কী করবেন? - ছবি : সংগৃহীত
সূর্যের ম্যারাথন ইনিংস এখনো চলছে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সকালের দিকে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে বেরলেই গলদঘর্ম অবস্থা। ঘামের সঙ্গে শরীরের পানি তো বেরচ্ছেই, পাশাপাশি বেরিয়ে যাচ্ছে সোডিয়াম, পটাশিয়ামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব খনিজ। এই অবস্থায় প্রথমেই সতর্ক না হলে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। তাই প্রথমেই সচেতন হন।
সমস্যা ও সমাধান
১. মাসল ক্র্যাম্প- রোদে বেরিয়ে পেশিতে টান ধরছে, জিভ শুকিয়ে যাচ্ছে, এই উপসর্গ মাসল ক্র্যাম্পের দিকে ইঙ্গিত করে। পাশাপাশি দুর্বলতা, অবসন্নতাও আসতে পারে। এমন লক্ষণ ফুটে উঠলে প্রথমেই সতর্ক হন।
সমাধান- ছায়ায় গিয়ে বসুন। এরপর এক লিটার পানিতে এক প্যাকেট ওআরএস মিশিয়ে খান। ওআরএস-এর মধ্যে শরীরের দরকারি সব খনিজ উপস্থিত রয়েছে। পাশাপাশি পানিও যাচ্ছে শরীরে। ফলে সমস্যা মেটে। তবে মনে রাখবেন, এমন লক্ষণ দেখা দেয়ার পর খুব বেশি পরিমাণে পানি পান করবেন না। সেক্ষেত্রে সমস্যা আরো বাড়তে পারে। প্রথমে ওআরএস (ORS) শুদ্ধ পানি পান করুন। তারপর শরীর ভালো লাগলে নিজের ইচ্ছেমতো পানি পান করুন। এছাড়া এমন অবস্থায় কোল্ডড্রিংকস বা গ্লুকোজ মেশানো পানিও পান করা উচিত নয়। ওআরএস না মিললে বোতলবন্দি ফ্রুটজ্যুস পান করা যায়। তবে রাস্তার কাটা ফলের ফ্রুট জ্যুস একদমই পান করা চলবে না।
২. হিট এক্সজর্শন- গরমের দাপটে শরীর থেকে খুব বেশি মাত্রায় পানি ও খনিজ বেরিয়ে গেলে এই সমস্যা হয়। এক্ষেত্রে রক্তচাপ অনেকটাই কমে যায়। অবসন্ন লাগে। দুর্বলতা গ্রাস করে।
সমাধান- এক্ষেত্রেও প্রথমেই ছায়ায় গিয়ে বসুন। ভালো হয় পাখা বা এসির হাওয়ায় বসতে পারলে। ঘাড়ে, পিঠে বা গোটা শরীরে ঠাণ্ডা পানি দিন। সঙ্গে ওআরএস পানিতে মিশিয়ে পান করুন।
৩. হিট সিনকোপ- তীব্র গরম থেকে রক্তচাপ অনেকটা কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারেন বা মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন।
সমাধান- এই পরিস্থিতিতে মানুষটিকে প্রথমে ছায়ায় নিয়ে গিয়ে শুইয়ে দিতে হবে। ভালো হয় পাখার হাওয়ায় বা এসি আছে এমন ঘরে শুইয়ে দিতে পারলে। শুইয়ে দিলে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে। জ্ঞান ফেরে। এরপর পরনের পোশাক আলগা করতে হবে। ঠাণ্ডা পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছিয়ে দিতে হবে। পাশাপাশি ওআরএস পানিতে পান করানো দরকার। রোগী একটু সুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, রোগী তিন-চার মিনিটের বেশি সময় ধরে অজ্ঞান থাকলে অবশ্যই তাকে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
৪. হিট স্ট্রোক (Heat Stroke)- গ্রীষ্মের সবথেকে খারাপ সমস্যার নাম হিট স্ট্রোক। এক্ষেত্রে রোগীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা একেবারেই চলে যায়। অজ্ঞান হয়ে যাওয়া, শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাওয়া, গা-হাত-পা শুকনো দেখানো এই সমস্যার উপসর্গ।
সমাধান- রোগীকে অজ্ঞান অবস্থায় ওআরএস পানি পান করাতে যাবেন না। এমনটা করতে গিয়ে শ্বাসনালীতে পানি প্রবেশ করলে প্রাণ নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। বরং কোনো ঝুঁকি না নিয়ে রোগীকে হাসপাতালে আনুন। হাসপাতালে প্রথমেই স্যালাইন দেয়া হয়। পাশাপাশি রোগীর শরীর ঠাণ্ডা করার প্রক্রিয়াও চলে। ঠিক সময়ে ব্যবস্থা নিলে রোগী সুস্থ হয়ে ওঠেন।
কাদের বেশি হয়?
রোদে কাজ করতে হয় বয়স্ক লোকেদের।
রোগ প্রতিরোধ
সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাইরে বেরতে যাবেন না।
একান্তই বাইরে বেরতে হলে রোদের বদলে যতটা সম্ভব ছায়ায় থাকার চেষ্টা করুন।
সুতির ঢিলেঢালা জামাকাপড় পরুন।
সঙ্গে এক বোতল ওআরএস মেশানো পানি রাখুন। বারবার পান করুন।
বাইরে ডাব পেলে খান।
সঙ্গে নিন ছাতা।
যতটা সম্ভব ছাওয়ায় থাকার চেষ্টা করুন।
কোনো সমস্যা হলে অবশই সতর্ক হন।
লেখক : বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ
সূত্র : বর্তমান