মালিতে অভ্যুত্থানে রাশিয়ার পক্ষে স্লোগান

অন্য এক দিগন্ত ডেস্ক | May 29, 2021 04:26 pm
মালিতে অভ্যুত্থান

মালিতে অভ্যুত্থান - ছবি সংগৃহীত

 

মালির সাংবিধানিক আদালত দেশটির সাম্প্রতিক অভ্যুত্থানের নেতা আসিমি গোইটাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে৷ গত বছর আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন তিনি৷

চলতি সপ্তাহে, মালিতে নতুন করে সামরিক অভ্যুত্থানেরনেতৃত্ব দেন গোইটা৷ অভ্যুত্থানের আগে, তিনি দেশটির উপ-রাষ্ট্রপতি ছিলেন৷

মালির রাজধানী বামাকোতে অবস্থিত সাংবিধানিক আদালত আসিমি গোইটার নাম অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করলে সেই পদের শপথ নেন গোইটা৷

এর আগে, গত বছর আগস্টেতৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন গোইটা৷ সেই সময় প্রেসিডেন্ট হন সদ্য অপসারিত বাহ এন-দাও৷ সোমবার গোইটার নির্দেশে এন-দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওউয়ানে গ্রেপ্তার হন৷

বুধবার গ্রেফতার হওয়া দুই নেতাই পদত্যাগ করেন ও মুক্তি পান৷

শুক্রবার মালির শীর্ষ আদালত জানায় দেশে নেতৃত্বের সর্বোচ্চ আসনে, অর্থাৎ প্রেসিডেন্ট পদে বসবেন গোইটা৷ ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্রের প্রধান' হবেন গোইটা এবং ‘রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়া নিশ্চিত' করবেন তিনি, জানায় আদালত৷

ইকোওয়াসের সাথে গোইটার বিরোধ

এন'দাও ও ওউয়ানের অপসারণ নতুন করে মালির গণতান্ত্রিকীকরণে আঘাত হেনেছে৷ ফেব্রুয়ারিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি৷

গোইটার নেতৃত্বকে ইকোওয়াস বা ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান ষ্টেটস ভালো চোখে দেখছে না৷ ইকোওয়াসের পরামর্শ ছিল গত অভ্যুত্থানের পরেই ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক সরকার গঠনের পক্ষে৷

গত অক্টোবরে ইকোওয়াসের সাথে মালির একটি সমঝোতা হয়৷ সে অনুযায়ী, দেশটিতে কোনোভাবেই উপ-রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দেয়া যাবে না৷

কিন্তু শুক্রবার ইকোওয়াসের সদস্য রাষ্ট্রগুলোর প্রধানদের একটি বৈঠকের পরেই মালির আদালত সিদ্ধান্ত ঘোষণা করে৷

গত কয়েক মাস ধরে মালিতে সামরিক শাসন চলছে৷ এতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে ‘ইসলামিস্ট‘ বিদ্রোহী গোষ্ঠীদের সরানোর প্রক্রিয়া৷

নতুন প্রধানমন্ত্রী

শুক্রবার গোইটা জানান, আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি৷ এই পদে একজন বলিষ্ঠ নেতাকে দেখতে চান বলেও উল্লেখ করেন গোইটা৷

তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি বিভিন্ন গোষ্ঠীর সাথে আলোচনা করবেন।'

এন'দাও ও ওউয়ানের মুক্তিকে সাধুবাদ জানিয়েছে রাশিয়া৷ এছাড়া, দেশটির বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছে রাশিয়া৷

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মালিতে সংহতি ও স্থিতিশীলতার পরিবেশ আনতে আমরা সব রাজনৈতিক গোষ্ঠীদের আলোচনার মাধ্যমে সমাধান বেছে নিতে আহ্বান জানাচ্ছি৷'

মালির পরিস্থিতিকে খতিয়ে দেখছে বলেও জানিয়েছে তারা৷ দেশটির নেতৃত্বকে ইকোওয়াসের সাথে সংঘবদ্ধভাবে কাজে ফেরারও আহ্বান জানিয়েছে রাশিয়া৷

এর আগে, সামরিক বাহিনী ও রাশিয়ার পক্ষের মালির সমর্থকরা মালির রাজপথে অবস্থান নেন ৷ ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান ছাড়াও মিছিলে তারা রাশিয়ার পক্ষে স্লোগান দেন৷

সোভিয়েত যুগ থেকেই আফ্রিকার বিভিন্ন দেশে রাশিয়ার প্রভাব রয়েছে৷ এর আগে, ইকোওয়াস ও আফ্রিকান ইউনিয়নের মতো রাশিয়াও মালিকে আহ্বান জানিয়েছিল ‘গণতান্ত্রিক নির্বাচনের' দিকে হাঁটতে৷

সূত্র : ডয়চে ভেলে

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us