১৯৯২ : অবাক বিশ্বকাপে ইমরানকে উদ্দীপ্ত করেছিলেন মিয়াঁদাদ
১৯৯২ : অবাক বিশ্বকাপে ইমরানকে উদ্দীপ্ত করেছিলেন মিয়াঁদাদ - ছবি : সংগৃহীত
ক্রিকেট ইতিহাসে ১৯৯২ বিশ্বকাপ যেন সত্যিই অবাক করে দিয়েছিল ক্রিকেট ভক্তদের। রঙিন জামা পরে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল দলগুলো। ৪ নয়, ৫ বছর পর আয়োজন করা হয়েছিল বিশ্বকাপ। ওই সবের মাঝে সবচেয়ে অবাক করে দিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ জিতে নেয় ইমরান খানের দল। তবে তা নাকি সম্ভব হতো না একজনকে ছাড়া। কে তিনি?
পাকিস্তানের প্রাক্তন ওপেনার আমির সোহেলের মতে সে বারের জয় সম্ভব হয়েছে জাভেদ মিঁয়াদাদের জন্য। পাকিস্তান দলে সে বার ইমরান, মিঁয়াদাদ ছাড়াও ছিলেন সেলিম মালিক, ইনজামাম উল হক, মুস্তাক আহমেদ, ওয়াসিম আকরাম, রামিজ রাজার মতো ক্রিকেটার। তবে সোহেল বলেন, “আসল অনুপ্রেরণা জুগিয়েছিল মিঁয়াদাদ। ইমরানও মাঝপথে আশা ছেড়ে দিয়েছিল। পুরোপুরি ফিট ছিলেন না ইমরান। দেশে ফিরে যাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু মিঁয়াদাদ তাকে বলতে থাকে যে, তিনি অধিনায়ক, তাকে সামনে থেকে লড়তে হবে।”
ইমরানেরও প্রশংসা করেন সোহেল। তিনি বলেন, 'আমি সেবারের বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ পাইনি। কিছু অনুশীলন ম্যাচ খেলেছিলাম। সেখানে আমার খেলা দেখে ইমরান প্রশংসা করেন। কথা দেন যে আমাকে দলে নেবেন। বলেছিলেন আমি টানা ১০ ম্যাচে শূন্য করলেও ফাইনালে খেলাবেন।'
১৯৯২ ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। ইংল্যান্ডের ওপরেই বাজি ধরেছিলেন বেশিরভাগ মানুষ। তবে সকলকে অবাক করে ট্রফি জিতে নেয় ইমরানরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
‘বুম বুম’ আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করলেন শাহিন
পাকিস্তান জাতীয় দলের তরুণ ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি প্রার্থনা করেছেন যেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি দ্রুত সুস্থ হয়ে যান। তিনি আরো বলেন, ‘পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অবশিষ্ট ম্যাচগুলোতে না খেলার কারণে তিনি তাকে মিস করবেন।’
শাহিন শাহ আফ্রিদি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন লালা। আপনি পাকিস্তানের গর্ব। পিএসএলে আমরা আপনাকে মিস করব।’
পাকিস্তান সুপার লিগের অবশিষ্ট ম্যাচগুলো আবুধাবীতে অনুষ্ঠিত হবে। বিখ্যাত অল-রাউন্ডার খেলোয়ার শহিদ আফ্রিদি ইনজুরির কারণে ছিটকে পড়ায় তাকে ছাড়াই খেলতে হবে মুলতান সুলতানকে।
আবুধাবিতে অনুষ্ঠিতব্য পিএসএল ষষ্ঠ আসরের দ্বিতীয় পর্যায়ের ম্যাচগুলো থেকে শহিদ আফ্রিদি ছিটকে পড়েছেন তার পিঠের ব্যথার কারণে।
সাবেক এ পাকিস্তানি অধিনায়ক করাচিতে অনুশীলন করছিলেন সামনের পিএসএল ষষ্ঠ আসরের ম্যাচগুলোর জন্য। এমন সময়ে তিনি তার পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করেন। পিঠের ব্যথার জন্য তিনি ডাক্তারের শরণাপন্নও হয়েছেন। ডাক্তার তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘যখন আমি পিএসএল ষষ্ঠ আসরের অবশিষ্ট ম্যাচগুলোর জন্য অনুশীলন করছিলাম তখন আমি আমার পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করি। একারণে আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে।
দুর্ভাগ্যবশত, ডাক্তার আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, তাই আমি আমার দল মুলতান সুলতানের হয়ে দুবাইয়ে অনুষ্ঠিতব্য পিএসএল ষষ্ঠ আসরে অংশ নিতে পারছি না।
টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় আমি হতাশ। কিন্তু, মুলতান সুলতান দলের প্রতি আমার শুভ কামনা, সমর্থন ও দোয়া রইল, তারা যেন শিরোপা জিতে।
সূত্র : জিও নিউজ