বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা মেনে নিতে পারবেন না জয়সুরিয়া!
জয়সুরিয়া - ছবি : সংগৃহীত
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এখন হোয়াইটওয়াশ হওয়ার মুখে তারা। শুক্রবারের ম্যাচে বাংলাদেশের জয় মানে শ্রীলঙ্কার হোয়াইটওয়াশ হওয়া।
চলতি ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কার এমন হতাশাজনক পারফর্ম্যান্স মাথা হেঁট করে দিয়েছে দেশটির সাবেক ক্রিকেটার ও সমর্থেকদের। এই অবস্থায় নিয়মরক্ষার শেষ ম্যাচটি জিতে শ্রীলঙ্কাকে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধারের ডাক দিলেন সাবেক অধিনায়ক সনৎ জয়সুরিয়ার।
সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানালেন যে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেয়া তার পক্ষে কঠিন। জয়সুরিয়া এটাও বোঝেন যে বাংলাদেশের হাতে হোয়াইটওয়াশ হতে হলে লজ্জার শেষ থাকবে না। তাই তিনি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন।
জয়সুরিয়া টুইট করেন, ‘একজন সাবেক প্লেয়ার ও ক্যাপ্টেন হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেয়া আমার পক্ষে কঠিন। জাতীর সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেয ম্যাচ লড়াই চালাও।’
এখন দেখার যে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে কিনা শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে সিংহাসনে বাংলাদেশ, আইসিসি সুপার লিগ টেবিলে ভারত রয়েছে আটে
মঙ্গলবার শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে। এই প্রথমবার শ্রীলঙ্কাকে দ্বিপক্ষীয় ওয়ান ডে সিরিজে পরাজিত করেন তামিমরা।
তবে শুধু সিরিজ জয় নিশ্চিত করাই নয়, এই জয়ের সুবাদে বাংলাদেশ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে একলাফে শীর্ষে উঠে আসে। তারা পিছনে ফেলে দেয় ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জয়ের সুবাদে ১০ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। ৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিতে তারা অবস্থান করছিল চার নম্বরে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ থেকে আরও ১০ পয়েন্ট সংগ্রহ করার ফলেই এক নম্বরের সিংহাসন দখল করেন তামিমরা।
৮ ম্যাচে ৫টি জয়সহ বাংলাদেশের সংগ্রহে রয়েছে ৫০ পয়েন্ট। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার খাতায় রয়েছে ৪০ পয়েন্ট করে। নেট রান-রেটের নিরিখে তারা রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে।
নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পকেটে রয়েছে ৩০ পয়েন্ট করে। রান-রেটের হেরফেরের জন্য তারা রয়েছে ক্রমতালিকার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে। ভারত ৬ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে অবস্থান করছে।
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ধাঁচেই আইসিসি শুরু করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ। তফাৎ হল, টেস্ট চ্যাম্পিয়নশিপকে টেস্টের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর নতুন এই সুপার লিগ স্থির করবে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে কারা সরাসরি যোগ্যতা অর্জন করবে। আয়োজক দেশ হওয়ায় ভারতের কাছে অবশ্য সুপার লিগের পয়েন্ট তালিকা বিশেষ গুরুত্ব পাবে না।
ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন বাংলাদেশের দুই তারকা, পিছিয়ে গেলেন বুমরাহ
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে দুরন্ত বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের তারকা স্পিনার মেহেদি হাসান মিরাজ। দু'টি ম্যাচে ৭টি উইকেট নিয়ে আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন মেহেদি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্যপ্রকাশিত বোলারদের তালিকায় তিন ধাপ উন্নতি করেন মেহেদি। তিনি চলে এসেছেন দুই নম্বরে। সুতরাং, মেহেদি হাসান এখন বিশ্বের দু'নম্বর ওয়ান ডে বোলার। তিনি পিছনে ফেলে দিয়েছেন আফগানিস্তানের মুজির উর রহমান, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জসপ্রীত বুমরাহকে। বুমরাহ পিছিয়ে চলে এলেন ৫ নম্বরে।
যথারীতি শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। মুজিব ও হেনরি রয়েছে যথাক্রমে তিন ও চার নম্বরে। বোলারদের প্রথম দশে ঢুকে পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ৮ ধাপ উঠে এসে ৯ নম্বরে অবস্থান করছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি ওয়ান ডে ম্যাচে ৩টি করে মোট ৬টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
ওয়ান ডে ব্যাটসম্যানদের প্রথম দশে অবশ্য কোনও রদবদল হয়নি। বাবর আজম রয়েছেন এক নম্বরে। দুই ও তিন নম্বরে রয়েছেন য়থাক্রমে বিরাট কোহলি ও রোহিত শর্মা। মুশফিকুর রহিম দুই ম্যাচে একটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করার সুবাদে ১৪ নম্বরে উঠে এসেছেন।
অল-রাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন শাকিব। রবীন্দ্র জাদেজা ৯ নম্বর স্থান ধরে রেখেছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস