১৬ বলে ৫৪ রান, ব্যাট হাতে ঝড় তুললেন শাহিদ আফ্রিদি জুনিয়র
১৬ বলে ৫৪ রান, ব্যাট হাতে ঝড় তুললেন শাহিদ আফ্রিদি জুনিয়র - ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া লিগ, ব্যাট হাতে ঝড় তোলা শাহিদ আফ্রিদির কাছে নিতান্ত সাধারণ বিষয়। পাকিস্তানি এই অল-রাউন্ডারের সাথে যদি কারো নামের মিল থাকে, তবে বুমবুম আফ্রিদির মান রাখতেই তাকে অনুকরণ করা তার পক্ষে অনিবার্য। এক্ষেত্রেও ঠিক তাই দেখা গেল। সাবেক পাক অধিনায়কের পদাঙ্ক অনুসরণ করলেন ক্রিকেট বিশ্বের নতুন আবিষ্কার শাহিদ আফ্রিদি।
ইউরোপীয়ান ক্রিকেট সিরিজের টি-১০ লিগে পাক তারকার ঢংয়েই ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন শাহিদ আফ্রিদি (জুনিয়র)। এমএসসি ফ্রাঙ্কফুর্টের হয়ে মাঠে নামেন তিনি। ভিএফবি গেলসেঙ্কির্চেনের বিরুদ্ধে মাত্র ১৬ বলে ৫৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন ফ্রাঙ্কফুর্টের অন্যতম সেরা তারকা। উল্লেখযোগ্য বিষয় হলো, নাম একই হলেও পাকিসতানি তারকার সঙ্গে জার্মানির এই ক্লাব ক্রিকেটারের কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক নেই।
আগ্রাসী ইনিংসে মোট ৫টি চার ও ৫টি ছক্কা মারেন শাহিদ আফ্রিদি জুনিয়র। শেষে আরফান মালিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার দল নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১১৬ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে ভিএফবি গেলসেঙ্কির্চেন ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮০ রানে আটকে যায়। স্বপ্নিল বরহদে ২১ বলে ৩৮ রান করেন। ৩৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে ফ্রাঙ্কফুর্ট।
কোন ক্রিকেটারের জন্য বদলে গিয়েছে ভারতীয় দলের ভাগ্য? জানালেন সাবা করিম
১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। শক্তিশালী দুই প্রতিপক্ষের সেয়ানে সেয়ানে টক্কর দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টেস্ট সিরিজ জিতে ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে।
খাতায় কলমে সবদিকেই মজবুত ভারতীয় দল সাম্প্রতিককালে দারুণ সফলতা লাভ করেছে। দলের এই সাফল্যের পিছনে ঋষভ পন্তের অবদান সবচেয়ে বেশি বলে দাবি করেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক সাবা করিম। পরিসংখ্যানের দিক থেকে পন্ত বর্তমানে ভারতীয় ব্যাটসনম্যানদের সবচেয়ে ভাল ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া সফরে ৬৮.৫০ ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪ গড় নিয়ে যথাক্রমে ২৭৪ ও ২৭০ রান করেন পন্ত। এই দিকেই ইঙ্গিত করে অকপটে পন্তকেই ভারতীয় দলের ভাগ্য পরিবর্তনের কৃতিত্ব দিলেন সাবা করিম।
ইন্ডিয়া নিউজে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘ঋষভ পন্তের দলে প্রবেশ করার পর থেকেই পাঁচ বোলারের সাথে মাঠে নামতে পারে ভারতীয় দল। আমার মতে ভারতের সাফল্যের পিছনে ব্যাট ও উইকেটরক্ষক দুই রোলেই পন্তের সব থেকে বড় ভূমিকা রয়েছে। বিরাট জানে যে ওর দলে পন্তের মতো একজন ব্যাটসম্যান রয়েছে যে দ্রুত গতিতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে সক্ষম, যার ফলে দলে একজন বোলার বেশি খেলাতে পারে ভারত। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস