ভারতে এবার হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ : ভয়াবহ বিপদের শঙ্কা

অন্য এক দিগন্ত | May 20, 2021 08:53 pm
ভারতে এবার হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ

ভারতে এবার হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ - ছবি : সংগৃহীত

 

ভারতে মারাত্মক পর্যায়ে করোনাভাইরাস বিস্তারের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ চিন্তায় ফেলেছে দেশটির চিকিৎসকদের। তার মধ্যে এ বার হাজির হোয়াইট ফাঙ্গাসও। বৃহস্পতিবার খবর পাওয়া গিয়েছে, বিহারে চারজন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের একাংশের দাবি, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ছত্রাকটি।

কেন এই নতুন ছত্রাক আরো বেশি ভয়ের? চিকিৎসকেরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শুধুমাত্র মুখের আশপাশের অঙ্গগুলোতেই হয়। কিন্তু হোয়াইট ফাঙ্গাস খুব দ্রুত অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গ— সমস্ত অঙ্গই অত্যন্ত দ্রুত সংক্রমিত হতে পারে এই ভাইরাসে। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তার পরে অঙ্গগুলিকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক।

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার সম্পর্কে এখনো স্পষ্ট কোনও ধারণা নেই। কিন্তু নানা অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা দেখে বিজ্ঞানীদের আন্দাজ, এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে।

ইতিমধ্যেই যে ৪ জনের শরীরে এই ছত্রাকের সংক্রমণ পাওয়া গেছে, তাদের করোনার যাবতীয় উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি। তার পিছনে হোয়াইট ফাঙ্গাসের কোনও ভূমিকা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞানীদের একাংশের মত, হোয়াইট ফাঙ্গাস গর্ভবতী মহিলা এবং শিশুদের বেশি পরিমাণে আক্রান্ত করতে পারে। তাই অতি দ্রুত এই ছত্রাক সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন তাঁরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


কীভাবে সনাক্ত করতে হবে ব্ল্যাক ফাঙ্গাস?‌ তার পরই বা কী করতে হবে?‌
কোভিডের সঙ্গেই এখন ভয় ধরাচ্ছে কালো ছত্রাকের সংক্রমণ মিউকরমাইকোসিস। কোভিড রোগীদের বহু ক্ষেত্রে মৃত্যুর কারণ হচ্ছে এই রোগ। মহারাষ্ট্রে ইতিমধ্যে ৯০ জন রোগী মারা গিয়েছেন। রাজস্থানে ১০০ জন এতে আক্রান্ত। গেহলট সরকার এই মিউকরমাইকোসিসকে ইতিমধ্যে ‘‌মহামারি’‌ ঘোষণা করেছে। এই রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডও খুলেছে।

এবার এইমস এই মিউকরমাইকোসিস নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশিকা জারি করল।

মিউকরমাইকোসিসে কাদের ভয় বেশি?‌
• যাদের উচ্চমাত্রায় ডায়বেটিস রয়েছে, যেসব ডায়বেটিক রোগীরা স্টেরয়েড বা টসিলিজুমাব নেন, তাদের ভয় বেশি
• ক্যানসারের চিকিৎসা চলছে যাদের
• দীর্ঘদিন স্টেরয়েড নিচ্ছেন
• যেসব কোভিড রোগীরা আইসিইউ–তে ভর্তি ছিলেন, নাকে নল বা মাস্কের মাধ্যমে অক্সিজেন দেয়া হয়েছে।

উপসর্গ কী?‌
• নাক দিয়ে রক্ত বা কালো কিছু পনতে থাকলে
• নাক বন্ধ, মাথা যন্ত্রণা, চোখের চারপাশে ফোলা, ব্যথা, চোখে লালচেভাব, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়া
• মুখে অসাড়ভাব
• মুখ খুলতে বা চেবাতে কষ্ট
• মুখের ভিতর ফোলাভাব বা কালচে দাগছোপ

কী করতে হবে?‌
• দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ
• নিজে থেকে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ খাওয়া যাবে না
• ডায়বেটিস নিয়ন্ত্রণে আনতে হবে
• নিয়মিত ওষুধ খেতে হবে

সূত্র : আজকাল


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us