শোয়েব আখতারের হুমকিতে ভয় পেয়ে গিয়েছিলেন উথাপ্পা!
শোয়েব আখতারের হুমকিতে ভয় পেয়ে গিয়েছিলেন উথাপ্পা! - ছবি : সংগৃহীত
'ফের যদি এমনটা করো, তবে…', শোয়েব আখতারের কাছ থেকে এমন হুমকি পেয়ে তার বিরুদ্ধে আর কখ
নো বাড়তি আগ্রাসন দেখানোর চেষ্টা করেননি রবিন উথাপ্পা।
আসলে টিম ইন্ডিয়ার কক্ষপথ থেকে ছিটকে যাওয়া উথাপ্পা কেরিয়ারের শুরুর দিকেই পাক পেসারকে চটিয়েছিলেন ব্যাটিং করার সময়। ম্যাচের শেষে আখতার উথপ্পার খেলার প্রশংসা করেছিলেন বটে, তবে সঙ্গে এও জানিয়েছিলেন যে, পরের বার ক্রিজ ছেড়ে হেঁটে বেরিয়ে আসতে দেখলে মাথা লক্ষ্য করে বিমার দেবেন।
Wake Up With Sorabh ইউটিউব শো'য়ে উথাপ্পা আলোচনা করছিলেন ২০০৭ সালে পাকিস্তান দলের ভারত সফর নিয়ে। সেই সফরের ওয়ান ডে সিরিজের একটি ঘটনার কথা তুলে ধরেন উথাপ্পা।
উথাপ্পা বলেন, ‘শোয়েব আখতারকে নিয়ে একটা ঘটনার কথা বলতে চাই। গুয়াহাটিতে আমরা একটা ম্যাচ খেলেছিলাম। ম্যাচের শেষ দিকে আমি আর ইরফান ব্যাট করছিলাম। শোয়েব বল করছিল। ২৫ বলে ১২ রানের মতো বাকি ছিল। আমার মনে আছে ও একটা ইয়র্কার বল করে। কোনো রকমে বলটিকে সামলাই। ১৫৪ কিলোমিটারের মতো গতি ছিল বলটার। পরের বলটা লো ফুলটস ছিল এবং আমি চার মারি। পরে যখন জয়ের জন্য ৩-৪ রান দরকার ছিল, তখন ঠিক করি যে, হেঁটে বেরিয়ে গিয়ে শোয়েবকে শট নেব। কতবার আর এমন সুযোগ আসবে। শোয়েব লেনথ বল করে, আমি হেঁটে বেরিয়ে গিয়ে ব্যাট চালাই এবং বল ব্যাটের কানায় লেগে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। আমরা ম্যাচ জিতে যাই।’
পরক্ষণে উথাপ্পা সন্ধান দিলেন আসল ঘটনার। তিনি বলেন, ‘তার পরে আমরা চণ্ডীগড় ও কানপুর হয়ে গোয়ালিয়রে গিয়েছিলাম। আমার মনে আছে, সবাই একসঙ্গে ডিনার করি। পরে কারো একটা ঘরে যাই, যেখানে শোয়েব ভাই উপস্থিত ছিল। ও বলে, রবিন ভালো খেলেছ। আরো একটা কথা, আজ হেঁটে বেরিয়ে এসে শট নিয়েছো। যদি আবার এমনটা করো, আমি নিজেও জানি না কী হতে পারে। হয়ত তোমার মাথা লক্ষ্য করে বিমার উড়ে আসতে পারে।’
উথাপ্পা স্পষ্ট জানান যে তার পর থেকে তিনি আর শোয়েবের বলে হেঁটে বেরিয়ে আসার কথা মাথাতেও আনেননি।
অবিশ্বাস্য বোলিং : পাকিস্তানি ক্রিকেটারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন অশ্বিন
টেস্ট বিশেষজ্ঞের তকমা পড়ে গিয়েছে অশ্বিনের কপালে। তবে সীমিত ওভারের ক্রিকেটের রোমাঞ্চ যে গ্রাস করে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা স্পিনারকে, সেটা বোঝা গেল আরও একবার।
ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও জাতীয় নির্বাচকরা অশ্বিনকে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটের জন্য বিবেচনা করেন না। যদিও আইপিএলে নিয়মিত মাঠে নামেন অশ্বিন এবং ধারাবাহিকভাবে সফল হন।
এহেন অশ্বিন সোশ্যাল মডিয়ায় ওয়াসিম আকরামের রিভার্স সুইংয়ের পুরনো ভিডিও দেখে যারপরনাই আপ্লুত। তিনি ভিডিওটি শেয়ার করে আকরামকে ‘রিভার্স সুইংয়ের কিং’ বলে সম্বোধন করেন এবং সেই সঙ্গে এখনকার দিনে এমন সুইং চোখে পড়ে না বলে আক্ষেপও করেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের পুরনো ম্যাচের ভিডিওটিতে ইনিংসের ৪৪ ও ৪৬তম ওভারে আকরামকে অনবদ্য রিভার্স সুইংয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করতে দেখা যাচ্ছে। অশ্বিন সেটি টুইটারে শেয়ার করার পর ক্যাপশনে লেখেন, ‘হ্যালো সাদা বল, আজকাল আপনি কোথায় রয়েছেন? ৪৪ ওভারের খেলা চলেছে এবং কিং ওয়াসিম আকরামের হাত থেকে সেরা সব রিভার্স সুইং বেরোচ্ছে।’
আসলে অশ্বিন সাদা বলের ক্রিকেটে এমন বোলিং আজকাল চোখে পড়ে না বলে হতাশা প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস