অবিশ্বাস্য বোলিং : পাকিস্তানি ক্রিকেটারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন অশ্বিন

অন্য এক দিগন্ত | May 16, 2021 09:31 pm
অশ্বিন

অশ্বিন - ছবি : সংগৃহীত

 

টেস্ট বিশেষজ্ঞের তকমা পড়ে গিয়েছে অশ্বিনের কপালে। তবে সীমিত ওভারের ক্রিকেটের রোমাঞ্চ যে গ্রাস করে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা স্পিনারকে, সেটা বোঝা গেল আরও একবার।

ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও জাতীয় নির্বাচকরা অশ্বিনকে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটের জন্য বিবেচনা করেন না। যদিও আইপিএলে নিয়মিত মাঠে নামেন অশ্বিন এবং ধারাবাহিকভাবে সফল হন।

এহেন অশ্বিন সোশ্যাল মডিয়ায় ওয়াসিম আকরামের রিভার্স সুইংয়ের পুরনো ভিডিও দেখে যারপরনাই আপ্লুত। তিনি ভিডিওটি শেয়ার করে আকরামকে ‘রিভার্স সুইংয়ের কিং’ বলে সম্বোধন করেন এবং সেই সঙ্গে এখনকার দিনে এমন সুইং চোখে পড়ে না বলে আক্ষেপও করেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের পুরনো ম্যাচের ভিডিওটিতে ইনিংসের ৪৪ ও ৪৬তম ওভারে আকরামকে অনবদ্য রিভার্স সুইংয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করতে দেখা যাচ্ছে। অশ্বিন সেটি টুইটারে শেয়ার করার পর ক্যাপশনে লেখেন, ‘হ্যালো সাদা বল, আজকাল আপনি কোথায় রয়েছেন? ৪৪ ওভারের খেলা চলেছে এবং কিং ওয়াসিম আকরামের হাত থেকে সেরা সব রিভার্স সুইং বেরোচ্ছে।’

আসলে অশ্বিন সাদা বলের ক্রিকেটে এমন বোলিং আজকাল চোখে পড়ে না বলে হতাশা প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।

ম্যাচ গড়াপেটা করে তার মতো ক্রিকেটকে কলুষিত করেননি, সালমান বাটকে নজিরবিহীন আক্রমণ ভনের

লড়াইটা ছিল বিরাট কোহলিকে কেন্দ্র করে। মাঝখান থেকে কোহলি উধাও। সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্ব লেগে গেল মাইকেল ভন ও সালমান বাটের মধ্যে। শুধু দ্বন্দ্ব বলা ভুল হবে, রীতিমতো কাদা ছোঁড়াছুঁড়ি শুরু ইংল্যান্ড ও পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে।

মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় হাওয়া গরম করা কথা বলতে ওস্তাদ। কোহলিদের অস্ট্রেলিয়া সফরের সময় থেকেই টিম ইন্ডিয়াকে নিয়ে নেতিবাচক মন্তব্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভরিয়ে ফেলেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। মাঠের লড়াইয়ে সময়ে সময়ে তাকে বোকা বানিয়েছেন কোহলিরা এবং যার ফলে সোশ্যাল মিডিয়াতেই চরম বিদ্রুপ সহ্য করতে হয়েছে ভনকে।

তবে সালমান বাটের কাছ থেকে অহেতুক খোঁচা হজম করার মুডে ছিলেন না ব্রিটিশ তারকা। তাই অবাঞ্ছিত আক্রমণ ধেয়ে আসতেই কড়া ভাষায় পালটা দিলেন তিনি।

আসলে ভন দাবি করেছিলেন যে, উইলিয়ামসন ভারতীয় ক্রিকেটার হলে, তাকেই সবাই সেরা বলত। কোহলির অনুরাগী বেশি বলেই ওকে সবাই সেরা বলে। ভনের ইঙ্গিত, কোহলি নন, তিন ফর্ম্যাট মিলিয়ে উইলিয়ামসনই সেরা।

সালমান বাট ভনের এমন মন্তব্যের সমালোচনা করেন। তিনি কটাক্ষ ছুঁড়ে দেন যে ওয়ান ডে ক্রিকেটে যার (ভনের) একটাও সেঞ্চুরি নেই, তিনি কিনা বিচার করছেন ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক কোহলিকে।

বাটের এমন মন্তব্য সঙ্গত কারণেই ভালোভাবে নেননি ভন। তিনি ২০১০ সালে সালমান বাটের ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দেন পাক তারকাকে। টুইটারে ভন লেখেন, ‘আমি দেখেছি সালমান বাট আমার সম্পর্কে কী বলেছে। অসুবিধা নেই। নিজের মতামত জানাতেই পারে। তবে ২০১০ সালে ম্যাচ গড়াপেটার সময় ওর ধারণা এমন স্বচ্ছ্ হলে ভালো হতো।’

এখানেই থামেননি ভন। তিনি ফেসবুকেও লেখেন, ‘এটা একেবারেই সত্যি (তার ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি নেই) সালমান, তবে তুমি এটা বলতে ভুলে গিয়েছ যে আমি ম্যাচ গড়াপেটা করিনি বা আমাদের মহান খেলাটাকে অন্যদের মতো কলুষিত করিনি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us