মমতার জনপ্রিয়তার কাছেই মার খেয়েছে বিজেপি!

অন্য এক দিগন্ত | May 14, 2021 11:40 am
মমতা ও মোদি

মমতা ও মোদি -

 

ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপির এই নির্বাচনী বিপর্যয় কেন?‌ এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সমীক্ষা করে তারা বুঝতে পেরেছে রাজনৈতিক জনপ্রিয়তায় মমতা ব্যানার্জির সম–যোগ্য কোনো মুখ বিজেপি তুলে ধরতে পারেনি। এমনকী নয়াদিল্লি থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহেরা এসেও বাঙালিয়ানায় এঁটে উঠতে পারেননি। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী বিপর্যয়ের পরে এই বিশ্লেষণই উঠে এলো খোদ আরএসএসের মুখপত্রে। যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।

বিজেপির এই ধরাশায়ী অবস্থা নিয়ে রিপোর্ট চেয়েছিলেন খোদ অমিত শাহ। সেখানে যে রিপোর্ট পৌঁছেছে তাতে এই তথ্য নেই। সেখানে নানা যুক্তি, পরিসংখ্যান এবং তৃণমূল কংগ্রেস থেকে নেতা ভাঙানোই কাল হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্ব ও জনপ্রিয়তাকে কৃতিত্বকে স্বীকার করে নিয়েছে আরএসএস। আবার বাছ–বিচার না করে তৃণমূল কংগ্রেস থেকে নেতা ভাঙিয়ে আনার নীতিকেও নির্বাচনী বিপর্যয়ের অন্যতম কারণ হিসাবে তুলে ধরা হয়েছে তাদের বিশ্লেষণে।

তবে বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে তাদের আসন সংখ্যা তিন থেকে বেড়ে ৭৭ হয়েছে। এটা একটা ভালো দিক। অর্থাৎ পশ্চিমবঙ্গে মানুষের এতগুলো ভোট বিজেপি পেয়েছে। এটা অবশ্য বিজেপির দৃষ্টিভঙ্গি। কিন্তু পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন পেয়েছিল। সেই নিরিখে এবারের প্রাপ্তিকে তারা বিপর্যয় বলেই মনে করছে। আর তা খোলাখুলি মুখপত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল প্রকাশের পরে আরএসএসের মুখপত্রে দু’টি নিবন্ধে বলা হয়েছে, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যে বিজেপির মূল লড়াই, ওই দল থেকেই লাগাতার লোক ভাঙিয়ে নিয়ে আসার নীতির ফল ভালো হয়নি। এটা সম্পূর্ণ ‘ব্যাড এক্সপেরিমেন্ট’। আবার যাদের তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে নিয়ে আসা হলো, তাদের দক্ষতা যাচাই করে দেখা হয়নি। বিজেপির এবারের জয়ী ৭৭ জন বিধায়কের মধ্যে তৃণমূল কংগ্রেস, বাম ও কংগ্রেস ছেড়ে আসা মুখ আছেন ৩২ জন। সেক্ষেত্রে সঙ্ঘের মতে, লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোট মাত্র ২% কমেছে।

অন্যদিকে পরিসংখ্যান দিয়ে আরএসএস দেখিয়েছে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে ১২১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল, সেখান থেকে ২০২১ সালে ৭৭ আসনে নেমে আসাকে খারাপ ফল বলেই ধরতে হবে। তাদের মুখপত্রে পশ্চিমবঙ্গের ভোট থেকে বিজেপির মনে রাখা এবং ভুলে যাওয়ার বিষয় প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আরএসএসের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা করা হয়েছে তৃণমূল সুপ্রিমোর। সেখানে বলা হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিশ্মার সঙ্গে বিজেপির রাজ্য নেতারা খাপ খাওয়াতে পারেননি’। তৃণমূল কংগ্রেস খারাপ লোকেদের দল কিন্তু তাদের মাথায় ভালো নেত্রী আছেন— এই ধারণা মানুষের মনে কাজ করেছে। মমতার রাজনৈতিক নেতৃত্ব ও জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দেয়া যায়নি। নরেন্দ্র মোদি–অমিত শাহেরা জনপ্রিয় হলেও বাঙালিয়ানার সঙ্গে মেলেনি!

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us