রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে নেতানিয়াহুর!

অন্য এক দিগন্ত | May 06, 2021 12:40 pm
নেতানিয়াহু

নেতানিয়াহু - ছবি : সংগৃহীত

 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার কি শেষ হতে চলেছে? দেশটির রাষ্ট্রপতি বিরোধী দলের নেতা ইয়ের লাপিডকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন বুধবার। এর এর মাধ্যমে নেতানিয়াহুর দীর্ঘ প্রধানমন্ত্রী আমল শেষ হতে পারে। নেতানিয়াহু সরকার গঠনের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি রিউভেন রিভলিন এই সিদ্ধান্ত নিলেন।

করোনাভাইরাসের সময় অবশ্য আশাবাদী হয়ে ওঠেছিলেন নেতানিয়াহু। সারা দেশের মানুষকে খুব অল্প সময়ে করোনা প্রতিষেধক দিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছেন তিনি। কিন্তু নিজের দেশেই সরকার গঠনে ব্যর্থ বেঞ্জামিন নেতানিয়াহু।

১৯৯৬ থেকে ’৯৯ আর ২০০৯ থেকে টানা এতগুলো বছর ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন নেতানিয়াহু। কিন্তু কয়েক বছর ধরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জোরাল হতে থাকে। তিনি বারবার অভিযোগ অস্বীকার করলেও তার রাজনৈতিক ক্যারিয়ারে তার ছাপ স্পষ্ট হতে থাকে। ফলস্বরূপ গত দু’বছরে চার বার ভোট হয়েছে ইসরাইলে। শেষেরটা হয় গত ২৩ মার্চ। নেতানিয়াহুর দল লিকুড পার্টি বেশির ভাগ আসনে জয়ী হলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। জোটের জন্য রাজনৈতিক দলগুলিকে রাজি করিয়ে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের সময় পেয়েছিলেন ৭১ বছরের নেতানিয়াহু। কিন্তু এই ২৮ দিনে বিরোধী দলগুলোকে জোটবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন তিনি এবং তার দল।

দেশের রাষ্ট্রপতি রিউভেন রিভলিনকে সেই বার্তা পৌঁছে দিয়েছেন নেতানিয়াহু। দেশ চালনার ভারও আপাতত রাষ্ট্রপতির হাতেই চলে গিয়েছে নিয়ম মাফিক।

ইসরাইলের সংবাদমাধ্যম দাবি করেছিল, এই চার সপ্তাহে জোট করতে সক্ষম হবেন নেতানিয়াহুর মতো রাজনীতিক। কিন্তু মূলত রক্ষণশীল ইসলামিক র‌্যাম পার্টি ও অতি দক্ষিণপন্থী জিওনিজম জোটকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। র‌্যামের নেতা মনসুর আব্বাস সংখ্যালঘু আরবদের হয়ে অবস্থান ব্যক্ত করলেই নেতানিইয়াহুর পাশে দাঁড়াতে রাজি ছিলেন। কিন্তু ধর্মীয় নেতা বেজালেল স্মটরিখ আব্বাসদের ক্রমাগত সন্ত্রাসবাদী আখ্যা দেন। যার ফলে বেঁকে বসে আব্বাসের দল।

এক সময়ে নেতানিয়াহুর শিষ্য বলা হতো যে নাফতালি বেনেটকে, তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে জোট গড়তে অস্বীকার করেছেন। উল্টে তার প্রাক্তন রাজনৈতিক গুরুকে বাদ দিয়ে ইসরাইলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ডাক দিয়েছেন। পরিস্থিতি এখন এমনই যে নেতানিয়াহুর দীর্ঘ দিনের শত্রুপক্ষের হাতে দেশ শাসনের ভার চলে যেতে পারে।

দেশবাসী যাতে পাঁচ বছর অন্তর ভোট দিয়ে সরাসরি প্রধানমন্ত্রী বাছতে পারেন, তার জন্য নতুন আইন আনার চেষ্টা করেছিল নেতানিয়াহুর লিকুড পার্টি। কিন্তু ওই আইন এখনো তৈরি হয়নি। আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট রিভলিন। সরকার গঠনের আগে ফের ২৮ দিনের জন্য দেশ শাসনের ভার তিনি দিতে পারেন বিরোধী নেতা ইয়ের লাপিডকে। কারণ লিকুডের পরে তার দলই পার্লামেন্টে সর্বোচ্চ আসন পেয়েছে। বেনেটের অধীনে ঐক্যবদ্ধ সরকার গঠনের পক্ষেও যুক্তি তুলে ধরেছেন লাপিড।

রাষ্ট্রপতি জানিয়েছেন, লাপিড এখনো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। তবে তিনি আশাবাদী যে কাজটি তিনি করতে পারবেন। আর তিনি কাজটি করতে পারলে নেতানিয়াহুর পক্ষে ফেরা কঠিন হয়ে যাবে।

সূত্র : আল জাজিরা ও আনন্দবাজার পত্রিকা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us