ভারতের করোনা নিয়ে আরো ভয়াবহ পূর্বাভাস

অন্য এক দিগন্ত | May 05, 2021 09:27 pm
করোনাভাইরাস

করোনাভাইরাস - ছবি : সংগৃহীত

 

আশা নয়, ভারতের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কেবলই আশঙ্কার কথা শোনাচ্ছে দেশ বিদেশের গবেষণা সংস্থাগুলো। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স-এর হিসাব বলছে, কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী ১১ জুলাইয়ের মধ্যে ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা হবে ৪,০৪,০০০। এই পরিসংখ্যান এখনের দ্বিগুণ। আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণা জানাল, জুলাইয়ের শেষ অবধি ১০ লাখ পার হবে মৃত্যু।

বুধবার, মৃত্যুর নিরিখে এ যাবত সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। অত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৮০ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২,২৬,১৮৮। নতুন সংক্রমণের মোট সংখ্যা ৩,৮২,৩১৫। লকডাউন হোক বা টিকাকরণ কিংবা দুটো একসঙ্গে করে যদি এই হার নামানো না যায় তবে আগামী দিন বড়ই ভয়ঙ্কর। করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি ৫,৭৮,০০০ মৃত্যু হয়েছে আমেরিকায়। তাকে টপকাতে কোনো অসুবিধাই হবে না ভারতের।
ব্রাউন ইউনিভার্সিটির ডিন আশিস ঝা বলছেন, আগামী চার থেকে ছয় সপ্তাহ ভারতের জন্য অত্যন্ত কঠিন সময় আসতে চলেছে। ছয় বা আট নয়, দুঃসময়টা চার সপ্তাহের মধ্যে রাখাই চ্যালেঞ্জ। জানিয়েছেন তিনি। তাতে যতটা ভাল হয় আর কী। সোমবার দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, ছত্তিসগড়, মহারাষ্ট্র এবং দিল্লিসহ ডজনখানেক রাজ্যে সংক্রমণের হারে স্থিতাবস্থা এসেছে। তা না কমলেও বাড়ছে না।


করোনার তৃতীয় ঢেউ আসছেই! হুঁশিয়ারি সরকারি পরামর্শদাতা বিজ্ঞানীর
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারতবাসী। এর মধ্যেই কেন্দ্র সরকারের সেরা বৈজ্ঞানিক পরামর্শদাতা জানিয়ে দিলেন, তৃতীয় ঢেউও অবশ্যম্ভাবী। নতুন নতুন স্ট্রেনের মোকাবিলা করতে টিকাগুলোকে ‘আপডেট’ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

চিকিৎসা বিজ্ঞানী তথা ভারত সরকারের পরামর্শদাতা ডঃ কে বিজয়রাঘবন বলেছেন, ‘যে ভাবে দ্রুত হারে ভাইরাস ছড়াচ্ছে, তাতে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। ঠিক কবে তা পরিষ্কার নয় তবে আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। যেসব নজরদারি চলছে তা চালিয়ে যেতে হবে এবং টিকাতেও আপডেট করতে হবে।’

দ্বিতীয় ধাক্কাতেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাঁড়ির হাল হয়েছে। হাসপাতালে শয্যা নেই, রোজই অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে মানুষের। বিদেশ থেকে সাহায্য এলেও পরিস্থিতি শোধরাচ্ছে না। টিকাও প্রয়োজনের তুলনায় কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনোভাবেই কমানো যাচ্ছে না সংক্রমণ। ভারতজুড়ে আংশিক লকডাউন, রাতের কার্ফু জারি করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এর মধ্যে তৃতীয় ঢেউ আসার এই খবর আরো ভয় ধরিয়ে দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, গত সপ্তাহে পৃথিবীর মোট সংক্রমণের ৪৬ শতাংশই ছিল ভারতের এবং এক-চতুর্থাংশ মৃত্যু হয়েছে ভারতে। নরেন্দ্র মোদির সরকার কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ এমন হাওয়া উঠেছে বিভিন্ন মহলে।

সম্প্রতি বুকার পুরস্কার জয়ী নামী অরুন্ধতী রয় লিখেছিলেন, ‘আমাদের সরকারের দরকার ভীষণভাবে, কিন্তু দেশে সরকার নেই।’ মোদিকে উদ্দেশ্য করে অরুন্ধতী এও লেখেন, ‘আপনি সমাধান করতে পারছেন না। শুধু অবস্থা আরো খারাপ করছেন, তাই দয়া করে পদত্যাগ করুন।’

সূত্র : আজকাল

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us