ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়, আন্তর্জাতিক ক্রিকেটে দাপট ৫১ লাখ জনসংখ্যার এক দ্বীপদেশের
ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়, আন্তর্জাতিক ক্রিকেটে দাপট ৫১ লাখ জনসংখ্যার এক দ্বীপদেশের - ছবি : সংগৃহীত
ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়, আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাচ্ছে মাত্র ৫১ লাখ জনসংখ্যার এক দ্বীপরাষ্ট্রের। পরিসংখ্যান দিয়ে তাই বোঝাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ছোট্ট একটা তথ্যই প্রমাণ দিচ্ছে তার।
সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড দলগতভাবে যেমন দারুণ ক্রিকেট উপহার দিচ্ছে, ঠিক তেমনই ব্যক্তিগত পারফর্ম্যান্সেও নজর কাড়ছেন বেশ কিছু কিউই তারকা। যার প্রভাব চোখে পড়ছে আইসিসির দলগত ও ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে।
আইসিসির পক্ষ থেকে মঙ্গলবার একটি টুইট করা হয়, যেখানে দেখানো হয়েছে এত অল্প জনসংখ্যার একটা দেশ কীভাবে দাপট দেখাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। এক্ষেত্রে নিউজিল্যান্ডের দলগত ও কয়েকজনের ব্যক্তিগত ব়্যাঙ্কিং তুলে ধরা হয়।
আইসিসি লেখে, ‘ছেলেদের বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল : নিউজিল্যান্ড। ছেলেদের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান : কেন উইলিয়ামসন। ছেলেদের এক নম্বর ওয়ান ডে বোলার : ট্রেন্ট বোল্ট। মেয়েদের এক নম্বর টি-২০ অল-রাউন্ডার : সোফি ডিভাইন। আনুমানিক জনসংখ্যা : ৫১,১২,৩০০।’
নিউজিল্যান্ড বাস্তবিকই সাম্প্রতিক সময়ে সব ফর্ম্যাটেই অত্যন্ত ধারাবাহিক। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে রানার্স হন কেন উইলিয়ামসনরা। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন তারা। খেতাবি লড়াইয়ে নিউজিল্যান্ড মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আইপিএল স্থগিত হওয়ার পর ভারতে ঘোর অনিশ্চয়তায় টি২০ বিশ্বকাপ
আইপিএল স্থগিত করার পর টি২০ বিশ্বকাপ নিয়েও চিন্তা-ভাবনা শুরু করে দিলো ভারতীয় বোর্ড। ৮ দলের আইপিএলেই এতজন করোনা আক্রান্ত হওয়ার পর ১৬ দলের বিশ্বকাপ চিন্তার কারণ হয়ে উঠেছে বোর্ডের।
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া না হলেও টি২০ বিশ্বকাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভারতীয় বোর্ডের কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আলোচনা শুরু করেছে। টি২০ বিশ্বকাপের সূচি এখনো ঘোষণা করা হয়নি।
বিসিসিআই’র এক কর্মকর্তা বলেন, ‘দেশের ৭০ বছরের ইতিহাসে স্বাস্থ্যের এমন অবস্থা হয়নি। শুরু হওয়ার চার সপ্তাহের মধ্যে আইপিএল স্থগিত করে দেয়া প্রমাণ করে বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করার মতো দেশের অবস্থা নেই। নভেম্বরে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ দেখা দিতে পারে দেশে। সেই সময় টি২০ বিশ্বকাপ আয়োজন করা কঠিন হয়ে উঠতে পারে। সেজন্য সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে প্রতিযোগিতা।’
টি২০ বিশ্বকাপ নিয়ে জুন মাসে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা