নন্দীগ্রামের ফলাফল নিয়ে যা বললেন মমতা
নন্দীগ্রামের ফলাফল নিয়ে যা বললেন মমতা - ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনের দিকে যেমন সবার নজর ছিল, একই রকম ছিল নন্দীগ্রামের দিকে। এখানে সারা দিন ফলাফলের ব্যারোমিটার ওঠানামা করে। তবে দিন শেষে খবর আসে যে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা ব্যানার্জি। জয়ের ব্যবধান ১২০১ ভোট। কিন্তু কিছুক্ষণ বাদেই জানা যায়, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা ব্যানার্জি। বলা হলো, মমতা হেরে গেছেন ১,৯৫৩ ভোটে। নির্বাচন কমিশন অবশ্য এই ফলাফলের কথা এখনো জানায়নি। তবে ফলাফলটি উড়িয়ে দেয়ার মতোও নয়।
নন্দীগ্রামে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা। এই নিয়ে এদিন সংবাদ সম্মেলন করে তৃণমূলনেত্রী বলেছেন, 'কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব।'
নন্দীগ্রামে ফলের এই রদবদল নিয়ে এদিন সংবাদ সম্মেলন মমতা বলেন, 'আমরা দুশোর বেশি আসনে জিতেছি। একটা আসনে হারা জেতা বড় ব্যাপার নয়। ওরা একবার ঘোষণা করে দিয়েছিল যে আমি জিতে গিয়েছি। এখন বলছে হেরে গিয়েছি। এটা কী করে হয় জানি না। ওখানকার মানুষ যে রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি। ওখানে ভোটগণনা যাতে রিভিউ করা হয়, সেই দাবি জানাব। দরকার হলে আদালতে যাব।' এক সংবাদমাধ্যমে মমতা বলেন, 'নন্দীগ্রামে পনর্গণনার দাবি জানাব। অনেক EVM-এ কারচুপি হয়েছে। ২০২১ সালের নির্বাচনটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল।'
অন্যদিকে, শুভেন্দুর জয়ের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে টুইট করে দাবি করা হয়েছে, এখনও নন্দীগ্রামে গণনা শেষ হয়নি।
এদিকে, একুশের বাংলায় হ্যাটট্রিক করার পর কেন্দ্র সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি। 'সকল দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার আর্জি জানাচ্ছি কেন্দ্র সরকারের কাছে, তা না দিলে গান্ধী মূর্তির সামনে অহিংস আন্দোলন করব', জয়ের পর এ ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা ব্যানার্জি। এদিন মমতা আরও বলেন, 'এতটা পাব ভাবতেও পারিনি। খুব খুশি আমি। যাঁরা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাদের ধন্যবাদ। আমার জেতার টার্গেট ছিল ২২১। কারো মুখে কোনো কথা মানায় না। মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। কোভিড ঝড় সামলে নেব।' BJP-কে নিশানা করে মমতা বলেন, 'বিজেপির ধস নেমেছে, এই ধস যেন বজায় থাকে। বিজেপি গো হারা হেরে গিয়েছে।'
দলের জয়ের পর এদিন সংবাদ সম্মেলনে মমতা বলেন, 'আমার একটা টার্গেট করা ছিল ২২১। আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব। বাংলার জয় হয়েছে। বাংলার মা-বোনেদের জয় হয়েছে। সম্প্রীতি, সংহতির জয় হয়েছে। সারা ভারতবর্ষকে বাঁচিয়েছে'। তৃণমূলনেত্রী আরও বলেছেন, 'সত্যিই খেলা হয়েছে, আমরা জিতেছি। কোভিড কমে গেলে ব্রিগেডে বড় করে বিজয় মিছিল হবে।'মমতা বলেছেন, 'কোভিড পরিস্থিতিতে এখনই লকডাউন নিয়ে কথা বলব না।'
সূত্র : এই সময়