ব্যবধান আরো কমিয়ে আনলেন মমতা

অন্য এক দিগন্ত | May 02, 2021 12:11 pm
ব্যবধান আরো কমিয়ে আনলেন মমতা

ব্যবধান আরো কমিয়ে আনলেন মমতা - ছবি : সংগৃহীত

 

ভারতের পশ্চিমবঙ্গের বহুল আলোচিত নন্দিগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়িয়েছেন। পঞ্চম রাউন্ড শেষে আরো ব্যবধান কমালেন মমতা। শুভেন্দু অধিকারি এগিয়ে রয়েছে ৩১১০ ভোটে।

চতুর্থ রাউন্ড শেষে নন্দীগ্রামে ব্যবধান কমান মমতা। ৪০০০ ভোটে এগিয়ে থাকেন শুভেন্দু। তৃতীয় রাউন্ড শেষে সংখ্যাটি ছিল ৮০০০।

দুই-তৃতীয়াংশ আসন পাবে তৃণমূল!
দুই-তৃতীয়াংশ আসন দখল করে ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ শুধু তাই নয়, নন্দীগ্রামেও ফলে বদলাবে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিছুক্ষণ আগে কালীঘাট থেকে নিজের কর্মীদের উদ্দেশে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি৷ প্রসঙ্গত প্রথম দুই রাউন্ডের গণনার পর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে রয়েছেন মমতা ব্যানার্জি৷


নদিয়া
নদিয়ায় স্বপ্নভঙ্গ বিজেপির? আর আশার আলো তৃণমূলের ঘরে? ভোট গণনার (প্রাথমিক ট্রেন্ডে তৃণমূলেরই স্বপ্নপূরণ হতে চলেছে নদিয়ায়। পোস্টাল ব্যালট, প্রথম রাউন্ড গণনার শেষে নদিয়ায় অধিকাংশ আসনেই এগিয়ে তৃণমূল। কেবলমাত্র কৃষ্ণনগর উত্তর আসনে এগিয়ে রয়েছেন মুকুল রায়। তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় পিছিয়ে পড়েছেন। টানটান উত্তেজনায় মধ্যেই গণনা চলেছে। জানা গিয়েছে, প্রায় ৮০০০ মতো ভোটে এগিয়ে রয়েছেন মুকুল। কিন্তু জেলার অধিকাংশ আসনেই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা।

কয়েক বছরে পানি অনেক গড়িয়েছে বাংলায়। নানা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে রাজ্যে। বঙ্গে ISF, BJP-র মতো শক্তি মাথা চারা দিয়েছে। ২০১৬ সালের বিধানসভা ভোটে নদিয়া জেলার ১৭টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১৩টি আসন। কংগ্রেস জিতেছিল মাত্র ৩ টি আসনে। আর বামেরা পেয়েছিল মাত্র ১ টি আসন। যদিও কংগ্রেসের ৩ বিধায়কই পরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। তবে গত বিধানসভা ভোটের ফলের নিরিখে আশাবাদী ছিল সংযুক্ত মোর্চাও।

বিশেষ করে, জেলার মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে তারা ভালো ফলের আশা রাখছিল তারা। আইএসএফকে ৩টি আসন ছেড়ে দিয়েছিল বামেরা। অন্যদিকে, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্প বা দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সাফল্যের হাত ধরে লোকসভার তুলনায় ভালো ফলের আশাবাদী ছিল তৃণমূল। ট্রেন্ড বলছে, 'স্বপ্নপূরণের' পথেই হাঁটছে তৃণমূল। আর লোকসভার ফলের নিরিখে বিপর্যয়ের পথেই এগোচ্ছে বিজেপির ফলাফল।

করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, শান্তিপুর অধিকাংশ আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল। যা ঘাসফুল শিবিরকে অতিরিক্ত আত্মবিশ্বাস জোগাচ্ছে।


আসামে গেরুয়া ঝড়, কেরালা লালে লাল, তামিলনাড়ুতে অ্যাডভান্টেজ DMK
দেড় মাসের ভোটযুদ্ধ শেষে আজ ফলাফলের পালা। পশ্চিমবঙ্গ বাদে আরো চার রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা। কোথাও লালঝড় তো কোথায় হাতকে সরিয়ে মাথা তুলছে পদ্ম। বুথ ফেরত সমীক্ষার ট্রেন্ডকে সত্যি করে অসমে ম্যাজিক ফিগারের কাছাকাছি গেরুয়া শিবির। কেরালা জয়ের পথে বামেরা। প্রাথমিক গণনার ট্রেন্ড অনুযায়ী তামিলনাড়ুতে অ্যাডভান্টেজ DMK। AIADMK-BJP জোটকে পিছনে ফেলে এগিয়ে গেলেন স্ট্যালিন-উদয়নিধি।

গণনার প্রথম কয়েক রাউন্ডের পর ১২৬ আসনে অসম বিধানসভায় ৭০ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রসে এগিয়ে ৩৯ আসনে। অসমে ২০১৬-র নির্বাচনে BJP-র সঙ্গে লড়াই করেছিল বোরোল্যান্ড পিপলস পার্টি। তারা এবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস ৯০ আসনে ও শরিকরা বাকি ৩৬ আসনে লড়াই করছে।

অন্যদিকে,কেরালা বিধানসভায় ম্যাজিক ফিগার ৭১। কেরালায় ১৪০ আসনের LDF এগিয়ে ৮৮ আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৫০ এবং বিজেপি ৩টিতে এগিয়ে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ফের লাল ঝড় বইতে চলেছে ঈশ্বরের আপন দেশে। হাত-পদ্মকে উড়িয়ে প্রায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে মসনদে ফিরতে চলেছে পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকার। কেরালা বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল বলছে ৪০ বছরের মিথ ভেঙে ক্ষমতায় ফিরছে বামেরাই। এই প্রথম ধারা মেনে কেরালার মসনদে হবে না পালাবদল।

তামিলনাড়ুতে এডিএমকে ৯২ আসনে এবং ডিএমকে এগিয়ে ১১৯ আসনে। পুদুচেরিতে ম্যাজিক ফিগার ১৬। ৯ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৫ আসনে। পুদুচেরিতে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় কংগ্রেস সরকার। জারি হয় রাষ্ট্রপতি শাসন। তবে বুথ ফেরত সমীক্ষা বলছে পুদুচেরি হাতছাড়া হতে চলেছে হাতের।

সূত্র : জি নিউজ ও এই সময়


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us