এগিয়ে তৃণমূল, কিন্তু হেরে যাবেন মমতা!

অন্য এক দিগন্ত | May 02, 2021 11:37 am
এগিয়ে তৃণমূল, কিন্তু হেরে যাবেন মমতা!

এগিয়ে তৃণমূল, কিন্তু হেরে যাবেন মমতা! - ছবি : সংগৃহীত

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটগণনা শুরু হয়েছে। একেবারেই প্রাথমিক প্রবণতা হলো, তৃণমূল এগিয়ে গেছে, তবে পিছিয়ে পড়েছেন মমতা ব্যানার্জি।

পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ১৮৭টি কেন্দ্রে এগিয়ে, বিজেপি ১০০টি কেন্দ্রে এবং বাম জোট পাঁচটি কেন্দ্রে। প্রথম কয়েক রাউন্ডের গণনা থেকে কিছুই অনুমান করা যায় না। এখনো অনেক রাউন্ড গণনা বাকি। ফলে অনেক প্রাথমিক ফলই বদলে যেতে পারে। তবে তৃতীয় রাউন্ডের গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজারের বেশি ভোটে পিছিয়ে।

কেন্দ্রগুলিতে ১৪ থেকে ৩০ রাউন্ড পর্যন্ত গণনা হবে। ফলে এখনো অনেকটা সময় লাগবে। এবার করোনা পরিস্থিতিতে গণনা হচ্ছে বলে আগের থেকে অনেক বেশি সময় লাগতে পারে।


হুগলি, নদিয়া, মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় তৃণমূল খুবই ভালো ফল করেছে। প্রাথমিকভাবে তৃণমূল প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ ভোট। কংগ্রেস আড়াই ও সিপিএম সাড়ে তিন শতাংশ ভোট পেয়েছে।

প্রাথমিকভাবে ভিআইপি প্রার্থীদের মধ্য়ে এগিয়ে তৃণমূল নেতা সুব্রত মুখপাধ্য়ায়, ফিরহাদ হাকিম ও মলয় ঘটক, মানস ভুঁইঞা, বিজেপি নেতা অর্জুন সিংয়ের ছেলে, কংগ্রেস নেতা ইশা খান চৌধুরি। পুরুলিয়ার বাঘমুন্ডিতে বাম জোট এগিয়ে। পুরুলিয়ার বাকি অধিকাংশ কেন্দ্রে বিজেপি এগিয়ে।

কলকাতা থেকে ডিডাব্লিউর প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন, মোট ১০৮টি কেন্দ্রে গণনা হচ্ছে। সেকানে করোনা বিধি মানা হচ্ছে। করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে গণনাকেন্দ্রে ঢুকতে হচ্ছে। সেখানে একবার ঢুকলে আর বেরতে দেয়া হচ্ছে না।

পিছিয়ে মমতা
প্রাথমিক ট্রেন্ডে হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া বহুল আলোচিত প্রার্থী শুভেন্দু অধিকারী। পিছিয়ে মমতা ব্যানার্জি। প্রথম রাউন্ড শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে লিড বেড়ে দাঁড়ায় ৩৪৬০। এখনো ১৫ রাউন্ডের গণনা বাকি। সকাল থেকে পোস্টাল ব্যালটেও এগিয়ে ছিলেন শুভেন্দু। কিছুক্ষণের মধ্যে যদিও এগিয়ে যান মমতা ব্যানার্জি। তবে প্রথম রাউন্ড শেষে ফের উলটে যায় ফল। পরিসংখ্যান জানাচ্ছে, নন্দীগ্রাম ২ এ ১-২৬ নম্বর বুথে শুভেন্দু অধিকারীর স্ট্রং হোল্ড রয়েছে। ২৭-৯৬ নম্বর বুথে হবে শেয়ানে শেয়ানে টক্কর চলছে। ৯৭-১৭৭ নম্বর বুথ নন্দীগ্রাম ২-তে এগিয়ে রয়েছে বিজেপি। তবে জানা যাচ্ছে, নন্দীগ্রাম ১-এ অপেক্ষাকৃত ভালো অবস্থানে তৃণমূল।

জেলা সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার জন্য মোট ৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে হলদিয়ার গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে গণনা চলছে নন্দীগ্রাম, মহিষাদল এবং হলদিয়া বিধানসভা কেন্দ্রের। অপেক্ষায় বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা। পুলিশ তৎপরতায় সমস্ত কিছু চেকআপের পরে নিরাপত্তার সঙ্গে কাউন্টিং সেন্টারে প্রবেশ করানো হয়। অতিরিক্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই গণনাকেন্দ্র।

সূত্র : ডয়চে ভেল ও এই সময়

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us