কোভিড থেকে সেরে উঠতেই কি ফের হতে পারে সংক্রমণ?

অন্য এক দিগন্ত | May 01, 2021 03:07 pm
কোভিড থেকে সেরে উঠতেই কি ফের হতে পারে সংক্রমণ?

কোভিড থেকে সেরে উঠতেই কি ফের হতে পারে সংক্রমণ? - ছবি : সংগৃহীত

 

ভারতে করোনাভাইরাস ভয়াবহভাবে তাণ্ডব চালাচ্ছে। বিশ্বে করোনাকেন্দ্র হয়ে পড়েছে ভারত। সারা দুনিয়ার নজর এখন ভারতের দিকে। এর মধ্যে আবার নতুন একটি শঙ্কা দেখা দিয়েছে। একবার করোনা থেকে সুস্থ হতে না হতেই আবার সংক্রমিত হওয়ার ঘটনা দেখা যাচ্ছে।

একবার কোভিডে আক্রান্ত হলে, আবার হতে পারেন সংক্রমিত। দ্বিতীয় বার সংক্রমণের সংখ্যাও ক্রমশ বাড়ছে। কিন্তু একবার কোভিড থেকে সেরে উঠতে উঠতেই কি আবার হতে পারে সংক্রমণ? এই প্রশ্ন বেশি করে করছেন সেই সব আক্রান্তেরা, যারা হাসপাতালে নিজেদের চিকিৎসা করাচ্ছেন। কারণ তাদের চার পাশে রয়েছেন প্রচুর আক্রান্ত।

চিকিৎসকেরা বলছেন, এক মাসের মধ্যে আবার সংক্রমিত হওয়ার উদাহরণ খুব একটা নেই। তবে এই ভাইরাসটি অতি দ্রুত নিজের রূপ বদলাচ্ছে। করোনার প্রথম ঢেউ আর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বেশ কয়েকটি পার্থক্য দেখা গিয়েছে। দু’টি ক্ষেত্রে ভাইরাসটির চরিত্রগত পরিবর্তনও উঠে এসেছে বহু সমীক্ষায়। সে ক্ষেত্রে দ্বিতীয় বার সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকতেই পারে। সেই সংক্রমণ কখন কোন মাত্রায় হবে, তাও খুব নিশ্চিত করে বলা সম্ভব নয়।

যারা হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন, তারা সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর কোভিডের যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর একবার সংক্রমিত হলে একমাস পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করতেও নিষেধ করছেন তারা। কারণ সে ক্ষেত্রে আক্রান্তের থেকে নতুন করে সংক্রমিত হতে পারেন অন্যরাও।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১৮ জনের মৃত্যু
-ভারতের গুজরাটে শনিবার ভোরে কোভিড হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এমন সময় এই ঘটনাটি ঘটল যখন ভারতে টানা নয় দিন তিন লাখের বেশি করোনা রোগী সংক্রমণের পর গত ২৪ ঘণ্টায় চার লাখের বেশি সংক্রমিত হয়েছে।

রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ভরুচ-জামবুসা হাইওয়ের কাছে ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানা গেছে।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্মকর্তারা জানিয়েছেন, মৃত ১৮ জনের মধ্যে ১৬ জন কোভিড-১৯ রোগী যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য দু'জন হাসপাতালের কর্মী।

ভরুচ জেলা প্রশাসক এমডি মোদিয়া গণমাধ্যমকে বলেন, ‘আগুনে হাসপাতালের দুই কর্মচারীসহ মোট ১৮ জন মারা গেছেন। বাকি ৫০ জন রোগীকে নিরাপদে পাশের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’

স্থানীয় টিভি চ্যানেলগুলোতে হাসপাতাল থেকে মৃতদেহগুলো বের করে আনার ফুটেজ দেখা গেছে।

এই ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

গত দেড় মাসে ভারতে এটি দ্বিতীয় ভয়াবহ হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা।

২৬ মার্চ ভারতের মুম্বাইয়ের একটি করোনাভাইরাস হাসপাতালে ভয়াবহ আগুনে প্রায় ১০ কোভিড রোগী মারা গিয়েছিল।

সূত্র : ইউএনবি

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us