গলা ভাঙা কি করোনার উপসর্গ?

অন্য এক দিগন্ত | May 01, 2021 08:14 am
গলা ভাঙা কি করোনার উপসর্গ?

গলা ভাঙা কি করোনার উপসর্গ? - ছবি : সংগৃহীত

 

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার সাথে সাথে, এর উপসর্গতেও পরিবর্তন দেখা দিচ্ছে এবং কমপ্লিকেশনও বেড়েছে। এটি কেবলমাত্র দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষকেই প্রভাবিত করছে না, পাশাপাশি যুবসমাজের উপরও প্রভাব ফেলেছে। তাই এই পরিস্থিতিতে সর্বদা নিজেদের শারীরিক লক্ষণগুলির দিকে নজর রাখতে হবে, যাতে সহজেই বুঝতে পারেন যে আপনি ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা।


সাধারণত জ্বর, কাশি, ক্লান্তি, স্বাদ-গন্ধ চলে যাওয়াই করোনার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখন ভাইরাসের রূপ পরিবর্তনের পর এর উপসর্গেও পরিবর্তন দেখা দিচ্ছে। আর এর মধ্যে গলা ভাঙা অন্যতম উপসর্গ।

গবেষণা কী বলছে?
গবেষণা অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণগুলো হলো জ্বর, কাশি, স্বাদ-গন্ধ চলে যাওয়া, কিন্তু অনেক ক্ষেত্রে নতুন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। বিশেষ করে, রূপ পরিবর্তিত ভাইরাসের ক্ষেত্রে। অনেক কোভিড রোগী জানিয়েছেন, তাদের গলা ভেঙে গিয়েছে বা গলে বসে কণ্ঠস্বর বদলে গিয়েছে।

গবেষকদের মতে, গলার স্বর পাল্টে যাওয়া কোভিডের একটি অস্বাভাবিক লক্ষণ, তবে এটি একেবারেই এড়িয়ে যাওয়া যায় না।

কখন চিন্তিত হবেন
ঠান্ডা পানি বা ঠান্ডা কিছু খাওয়া, এসিতে থাকা, অসময়ে গোসল করা, ইত্যাদি অনেক কারণে গলা ভাঙতে বা স্বর পরিবর্তন হতে পারে। কিন্তু হঠাৎ বিনা কারণে গলা ভাঙলে সেটা চিন্তার বিষয়। আর কোভিড মূলত শ্বাসনালীর রোগ, আপনার স্বরযন্ত্রও তারই অংশ। তাই গলার স্বরে বদল হলে তা কোভিডের উপসর্গ হতেই পারে।

ভয়েসে প্রভাব পড়ার কারণ
গবেষকদের মতে, "আমরা সকলেই জানি যে কোভিড-১৯ ভাইরাস আমাদের শ্বসনতন্ত্রের টিস্যুগুলোকে প্রভাবিত করে, যার মধ্যে ভয়েস বক্সও এর একটি অংশ।" সম্ভবত এই কারণেই কিছুজন করোনা সংক্রমণের সময় স্বর পরিবর্তন অনুভব করে। গবেষকরা জানিয়েছেন যে, যদি কোনও ব্যক্তির গলার স্বর অস্পষ্ট বা কর্কশ হয় তাহলে তার কোভিড পরীক্ষা করা উচিত।

কী করবেন
যদি এই লক্ষণটি কিছুতেই না কমে কিংবা গলার অবস্থা আরো খারাপ হয় এবং এর পাশাপাশি কোভিডের অন্যান্য উপসর্গগুলোও অনুভব করেন, তবে আপনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত নিজেকে বিচ্ছিন্ন করুন এবং কারুর সংস্পর্শে আসবেন না। মাস্ক পরে থাকুন। মাস্কের ফিটিং ঠিক আছে কি না দেখে নিন।

এছাড়াও, হালকা গরম পানি দিয়ে দিনে তিন-চার বার গার্গল করুন এবং ঠান্ডা জিনিস সেবন করবেন না। নিজেকে হাইড্রেট রাখুন এবং গলার ব্যথা কমাতে ভেষজ জিনিস ব্যবহার করুন, যেমন- চা, কাড়া, ইত্যাদি।

অন্যান্য লক্ষণ
কোভিডের অস্বাভাবিক লক্ষণগুলো ছাড়াও, এখানে এর কয়েকটি সাধারণ লক্ষণ দেওয় হলো, যেগুলো আপনার খেয়াল করা উচিত- জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা, সর্দি বা নাক বসে যাওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি, গ্যাস্ট্রোইনটেস্টিনাল সংক্রমণ, ইত্যাদি।

সূত্র : বোল্ডস্কাই


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us