ভারতে ভয়াবহ করোনা, আবার রেকর্ড

অন্য এক দিগন্ত | Apr 29, 2021 01:13 pm
ভারতে ভয়াবহ করোনা

ভারতে ভয়াবহ করোনা - ছবি : সংগৃহীত

 

ভারতে করোনাভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে। দেশটিতে ভয়াবহ সব রেকর্ড হচ্ছে প্রতিনিয়ত।

দৈনিক মৃত্যুও এই প্রথম বার সাড়ে তিন হাজার পেরিয়ে গেল মৃত্যু। করোনার দ্বিতীয় ঢেউইয়ে বিপর্যস্ত গোটা ভারত৷ দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন ৷ মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন৷

এক দিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা অতিমারি পর্বে ভারতে সর্বোচ্চ। গত বছর থেকে করোনাভাইরাস ২ লাখ ৪ হাজার ৮৩২ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৬ হাজার ১০৫ জন। সব মিলিয়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৮১৪।

এদিকে চলছে টিকাকরণও। গত ২৪ ঘণ্টায় ২১ লাখ ৯৩ হাজার ২৮১ জনকে কোভিডের টিকা দেয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি জানিয়েছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এক ডজনেরও বেশি দেশে ৷ অর্থাৎ ভারত থেকে করোনার এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে ৷

 মস্কো থেকে ভারতে এলো কোভিড যুদ্ধের সরঞ্জাম

করোনাভাইরাস অতিমারী সঙ্কটে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল রাশিয়া। সেই কথা রেখে মস্কোর পক্ষ থেকে বৃহস্পতিবার সকালেই দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছল দু’টি বিমান। অক্সিজেন কনসেনট্রেটর থেকে শুরু করে ভেন্টিলেটর, কোভিড যুদ্ধের নানা সরঞ্জামই সরবরাহ করছে রাশিয়া।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আজ সকালেই এসে পৌঁছল সাহায্য। বৃহস্পতিবার সকালে ভারতে এসে পৌঁছনো বিমান দু’টিতে রয়েছে ২০ টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০ টি বেডসাইড মনিটর ও ওষুধ। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ জানিয়েছেন, দু’দেশের মধ্যে যে বিশেষ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেদিকে লক্ষ্য রেখে কোভিড যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, বুধবারই কথা হয় মোদি–পুটিনের। সেই ফোনালাপ প্রসঙ্গে নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, ‘‌করোনা অতিমারীর আবহে পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া আমাদের সাহায্য করেছে। তার জন্য প্রেসিডেন্ট পুটিনকে আমি ধন্যবাদ জানিয়েছি।’‌

উল্লেখ্য, করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত দেশ। টিকাকে হাতিয়ার করেই লড়াই চালাচ্ছে ভারত। এবার সেই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে বন্ধু রাশিয়া। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ১ মে প্রথমবারের জন্য ভারতে আসছে রাশিয়ায় তৈরি করোনা টিকা স্পুটনিক ভি। তার আগে বৃহস্পতিবারই এসে পৌঁছল সাহায্য।

২০২০ সালে বিশ্বে করোনা টিকা হিসেবে প্রথম ছাড়পত্র পায় স্পুটনিক ভি। এই ভ্যাকসিন বিশ্বে বাজারজাত করছে ‘রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।’‌ ইতিমধ্যে পাঁচটি শীর্ষ ভারতীয় টিকা প্রস্তুতকারী সংগঠনের সঙ্গে চুক্তি করেছে রুশ সংস্থাটি। চুক্তি মতে প্রতিবছর তৈরি হবে ৮৫ কোটি ডোজ।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও আজকাল


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us