ইরানি ড্রোন আর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

অন্য এক দিগন্ত | Apr 28, 2021 07:59 pm
ইরানি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র

ইরানি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র - ছবি : সংগৃহীত

 

ইরানের ড্রোন আর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একসাথে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে নতুন যে সমীকরণের সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষাপটে ওই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইরানের ড্রোন ও নির্ভুলভাবে হামলা করতে সক্ষম ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং সেগুলো মধ্যপ্রচ্যে তার অনুগতদের সরবরাহ করার ফলে যে হুমকি সৃষ্টি হয়েছে, তা মোকাবিলার জন্য একটি যৌথ ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

ওয়াশিংটনে এক আলোচনা বৈঠকের মাধ্যমে এ নতুন ওয়ার্কিং গ্রুপটি গঠন করতে সম্মত হয় এ দু’দেশ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও ইসরাইলের নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন সাব্বাত এ আলোচনা বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনার স্বচ্ছতা নিয়ে ইসরাইল প্রশ্ন তুললে এবং এ আলোচনা নিয়ে তেল আবিবের মধ্যে তীব্র উদ্বেগ প্রকাশের প্রেক্ষাপটে ওই ইসরাইলকে চিঠি দিয়ে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান জ্যাক সুলিভান।

২০১৫ সালের পরমাণু চুক্তির পর, আবারো এ পরমাণু ইস্যু নিয়ে নতুন চুক্তি করার জন্য ওয়াশিংটন ও তেহরান তাদের তৃতীয় দফা পরোক্ষ আলোচনা শুরু করতে যাচ্ছে। ২০১৫ সালের ওই পরমাণু চুক্তিটি ট্রাম্প বাতিল করে দিয়েছিলেন।

মঙ্গলবারের ওই আলোচনার পর হোয়ইট হাউজের পক্ষ থেকে বলা হয়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যেকার এ আলোচনায় সাম্প্রতিক বছরগুলোতে পরমাণু কর্মসূচিতে ইরানের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় ভিয়েনার পরমাণু আলোচনার বিভিন্ন বিষয় সম্পর্কে ইসরাইলকে জানায় যুক্তরাষ্ট্র। আর ইসরাইলের সাথে এ পরমাণু বিষয় নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার করা হয়।

ইরানের এ হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকর্তারা বিভিন্ন এজেন্সির সমন্বয়ে একটি কর্যকরী ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করার ব্যাপারে সম্মত হয়েছেন। ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্ভাব্য হুমকি মোকাবেলায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ যৌথ জোট গঠন করতে যাচ্ছে। ইরান যে সব ড্রোন ও নির্ভুলভাবে হামলা করতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, আবার ওই সামরিক সরঞ্জামগুলো মধ্যপ্রচ্যে তার অনুগতদের দিচ্ছে তার বিষয়ে এ যৌথ ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

এদিকে ইরানের অনুগতরা ও তাদের বিভিন্ন সশস্ত্র বাহিনী যেমন লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ প্রতিনিয়ত ইসরাইলকে হুমকি দিচ্ছে। আবার তারা প্রতিজ্ঞা করছে ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলার।

একারণে, ইসরাইল বলছে, তারা ইসরাইলের স্বার্থবিরোধী কোনো মার্কিন-ইরান পরমাণু চুক্তি বরদাস্ত করবে না।

এ বিষয়ে হোয়ইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে যে মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা ইসরাইলের কর্মকর্তাদেরকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সব সময় ইসরাইলের নিজেকে রক্ষা করার অধিকারকে সমর্থন করে।

সূত্র : আল-আরাবিয়া নিউজ


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us