করোনার হানায় ভয়াবহ বিপর্যয়ের দিকে ভারত
করোনার হানায় ভয়াবহ বিপর্যয়ের দিকে ভারত - ছবি : সংগৃহীত
দৈনিক করোনাভাইরাসের সংক্রমণের নিরিখে বিশ্বরেকর্ডের ধারা অব্যাহত রাখল ভারত। লাগাতার তিন দিন ভারতে তিন লাখের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়ল। শনিবার সংখ্যাটা প্রায় সাড়ে ৩ লাখে পৌঁছে গেল। যার জেরে স্রেফ তিন দিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল প্রায় ১০ লাখ। এর আগে কোনো দেশেই সংক্রমণের এ হেন ভয়াবহ ছবি চোখে পড়েনি। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাটাও। লাগাতার তিন দিন দৈনিক দু'হাজারের বেশি মানুষের মৃত্যুর পর শনিবার সংখ্যাটা পেরিয়ে গিয়েছে আড়াই হাজারের গণ্ডিও।
শনিবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১৪ হাজার বেশি। এই সংখ্যাটা ভারতের তো বটেই গোটা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ। আপাতত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক অনেক কম। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াল ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০ জন। ভারতে এখনো পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৯৯৭ জন। এখন পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৮৩২ জন। পরিস্থিতি মোকাবিলায় ভারতের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বহু সতর্কতামূলক ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। অন্য একাধিক রাজ্যের মতো আজ থেকে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ওড়িশাতে। এদিকে, দিল্লি এইমসে জরুরি পরিস্থিতির কথা ভেবে প্রবেশিকা পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন
করোনায় মৃত্যু ৩১ লাখ ছুঁই ছুঁই
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩১ লাখ ছুঁই ছুঁই করছে। এর মধ্যে মাত্র আট দিনেই করোনায় প্রাণ গেল প্রায় এক লাখ মানুষের। বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা ১৪ কোটি সাড়ে ৬২ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ আট লাখ ৯৬ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময় মারা গেছে ১৪ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানি নিয়ে ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সবশেষ তথ্যে এমনটাই জানা গেছে। এতে দেখা যায়, শনিবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ৫টা ১৯ মিনিট পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ১৪ হাজার ২২৮ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩০ লাখ ৯৯ হাজার ৬২৬ জনের। আট দিন আগে এই সংখ্যাটি ছিল ৩০ লাখ। অর্থাৎ গত আট দিনে মৃত্যু হয়েছে প্রায় এক লাখ মানুষের।
মৃত্যুর পরিসংখ্যানে পর্যায়ক্রমে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, ভারত ও ব্রিটেন। এ ছাড়াও এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এমন দেশ আছে তিনটি। দেশগুলো হচ্ছে ফ্রান্স, রাশিয়া ও ইতালি। বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল করোনায় আক্রান্ত হলেও মাত্র এই আটটি দেশেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ মানুষের, যা মোট মৃত্যুর অর্ধেকও বেশি।
বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়া। মাত্র এই পাঁচ দেশেই আক্রান্ত সংখ্যা সাড়ে সাত কোটি প্রায়, যা মোট আক্রান্তের অর্ধেক।
সর্বাধিক আক্রান্ত ও মৃত্যু তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ২৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে এক কোটি ৬৬ লাখ দুই হাজার ৪৫৬ জন, মৃত্যু হয়েছে এক লাখ ৮৯ হাজার ৫৪৯ জনের। আর মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৩৮ হাজারের বিশ। দেশটিতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ৪৬ হাজার ৬২৩ জন। সংক্রমণে চতুর্থ ও মৃত্যুর হিসেবে অষ্টম ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৫৪ লাখ ৪১ হাজার প্রায়। মৃত্যু হয়েছে এক লাখ আড়াই হাজারের কাছাকাছি। সংক্রমণে শীর্ষ তালিকার পঞ্চম দেশ রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৪৭ লাখ ৪৫ হাজার প্রায়। মৃত্যুর পরিসংখ্যানে সপ্তম স্থানে থাকা রাশিয়ায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ সাড়ে সাত হাজার মানুষের।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার