একনজরে রমজান
রমজান - ছবি : সংগৃহীত
১. রমজান মাসের একটি নফল আদায় অন্য মাসের একটি ফরজ আদায়ের সমান (বায়হাকি)
২. রমজান মাসে একটি ফরজ আদায় অন্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সমান (বায়হাকি)
৩. রমজান সবরের মাস, আর সবরের বিনিময় জান্নাত (বায়হাকি)
৪. রমজান পারস্পরিক সহানুভূতি প্রকাশের মাস (বায়হাকি)
৫. রমজান মাসে মুমিনের রিজিক বৃদ্ধি পায় (বায়হাকি)
৬. রোজাদারকে ইফতার করালে সমান পরিমাণ সওয়াব পাওয়া যাবে অথচ রোজাদারের সওয়াব কাটা হবে না (বায়হাকি)
৭. রোজাদারকে তৃপ্তিসহকারে খাওয়ালে হাউজে কাউসারের পানি পান করতে পারবে এবং জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পিপাসা লাগবে না
৮. রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি লাভের ৯. জান্নাতে আটটি গেটের মধ্যে একটির নাম রাইয়ান, যে গেট দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। (বুখারি ও মুসলিম)
১০. ঈমান ও আত্মসমালোচনার সাথে (নেকি লাভের আশায়) ইবাদত করলে পূর্বের গুনাহ খাতা মাফ হয়ে যাবে (বুখারি ও মুসলিম)
১১. রোজাদারের জন্য দুটি সময় খুশির- একটি হলো ইফতার করার সময়, অন্যটি আল্লাহর সাথে সাক্ষাতের সময় (বুখারি ও মুসলিম) ১
২. রোজা সুপারিশ করে বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও প্রবৃত্তির দাবি পূরণে বাধা দিয়েছি, তার জন্য আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, হে আল্লাহ আমি তাকে রাতের ঘুম থেকে বাধা দিয়েছি, তার জন্য আমার সুপারিশ কবুল করুন (বায়হাকি)
১৩. রোজাদার ইফতার না করা পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে
১৪. এ মাসে বড় বড় শয়তানদের শিকল দিয়ে বাঁধা হয়।
১৫. রমজানের প্রতি রাতে রোজাদারদের মুক্তি দেয়া হয়
১৬. রমজান মাস বেশি দান সাদকা করার মাস
১৭. রমজান মাস কুরআন নাজিলের মাস
১৮. রমজান মাস কুরআন বিজয়ের মাস
১৯. রমজান মাসের ওমরা একটি হজের সমান।
২০. রোজাদার ব্যক্তি শ্রমিকদের মতোই শেষ রমজানে পারিশ্রমিক লাভ করে
২১. শাওয়ালের মাসের ৬ নফল রোজা রাখলে পূর্ণ বছরের সওয়াব পাওয়া যায়
২২. শেষ রাতের সেহরি (খাবার) বরকতময়
২৩. তারাবিহ ও তাহাজ্জুদ-এর কিয়াম দ্বারা অতীতের গুনাহ মাফ হয়ে যায়
২৪. রোজার ত্রুটিমুক্ত করার জন্য ফিতরা আদায় করা হয়
২৫. রমজানে শারীরিক রোগ-ব্যাধি দূর হয়ে যায়
২৬. রোজা রাখলে নিন্দা গিবত চর্চা বন্ধ হয়ে যায়
২৭. রমজানে তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়
২৮. রমজানে ক্ষুধা-পিপাসার ব্যথা অনুভবে মমত্ব ভ্রাতৃত্ব সৃষ্টি হয়
২৯. রমজানের রোজার পুরস্কার আল্লাহ তায়ালা ঈদের দিনে দিয়ে খুশি করেন
৩০. সমুদ্রের মাছও রোজাদারের জন্য দোয়া করে
৩১. রমজানে জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টি হয়।
লেখক : কবি, সাবেক শিক্ষক, অর্কিড স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা