করোনার নতুন রূপ : সাবধান হবেন যেসব উপসর্গে

অন্য এক দিগন্ত | Apr 20, 2021 01:02 pm
করোনার নতুন রূপ : সাবধান হবেন যেসব উপসর্গে

করোনার নতুন রূপ : সাবধান হবেন যেসব উপসর্গে - ছবি : সংগৃহীত

 

আরো ভয়ানক হতে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। সংক্রমণ ও মৃত্যু উভয়টিই বাড়ছে। এর হাত থেকে বাঁচতে একমাত্র সতর্কতাকেই ভরসা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাস্ক, স্যানিটাইজারকে সবসময়ের সঙ্গী করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সহজেই তাদের কাবু করছে কোভিড-১৯।

এ যাবৎ ভারতে আক্রান্তদের শরীরে মূলত তিনটি বিদেশি প্রজাতি পাওয়া গেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি ব্রিটেন স্টেনের। এ ছাড়া পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল প্রজাতি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বলছে যে এই নতুন ডাবল মিউটেন্ট বিশাল পরিমাণে বেড়ে চলেছে। যার ফলে সারা দেশে সংক্রমণের ঘটনা বাড়ছে। সংক্রমণের সময়েও ভারতের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব স্পষ্ট। অতিমারির বিষয়ে গা ঢিলে ভাব, মাস্ক না পরা, ভিড় করায় খামতি নেই। এই মনোভাব নিয়ে চললে অতিমারির ভয়ঙ্কর আকার নিতে বেশি সময় লাগবে না বলে মনে করছেন বিশেষজ্ঞদের। আবার, কোভিড -১৯ আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন উপসর্গ থাকতে পারে, যাঁদেরই কোভিড পজিটিভ ধরা পড়েছে তাঁদের ক্ষেত্রে এগুলি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সেই লক্ষণগুলি কী কী জেনে নিন।

গলা ব্যথা : গলা ব্যথা কোভিডের নতুন উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গলা ফোলা, চুলকানির মতো সমস্যা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। COVID-এ যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৫২ ভাগের বেশি রোগীদের এই সমস্যা দেখা গেছে। কেউ কেউ আবার হালকা জ্বালা অনুভব করছেন। খাবার বা তরল পানীয় খাওয়া সময় ঢোক গিলতে সমস্যা হচ্ছে। কখনো কখনো আবার গলার স্বর পরিবর্তন দেখা দিচ্ছে।

ক্লান্তি : জ্বরজ্বর ভাব, গলা ব্যথা রয়েছে কি না, আগে খেয়াল রাখতে বলছিলেন চিকিৎসকেরা। এ বার আরো অনেক অচেনা উপসর্গ দেখা যাচ্ছে। যেগুলোর কিছুই গত বার ছিল না। যেমন কোভিড আক্রান্ত অনেকেই বলছেন, রোজ কাজের শেষে সন্ধ্যার দিকে একটু ক্লান্তি লাগে যা অনেকেরই হয়। বেশির ভাগেই মনে করেন কাজের চাপে এমনটা হচ্ছে। কিন্তু তা-ও আসলে কোভিডের উপসর্গ।

পেশীতে ব্যথা : পেশীতে ব্যথা হচ্ছে। দিন কয়েক তেমন চলার পরে তা হয়তো একটু বাড়ল। ব্যস, ওইটুকুই। প্রথম দিকে তাদের কারোর মনেই হচ্ছিল না করোনা পরীক্ষার করার কথা।পরে দেখা গেল পেশীর ব্যথার কারণ এই সংক্রমণই।

বমি বমি ভাব : বেশিরভাগ ক্ষেত্রেই সবাই জানে, করোনাভাইরাস শ্বাসযন্ত্রে আক্রমণ করে । কিন্তু বমি বমি ভাবও হতে পারে করোনার লক্ষণ। সম্প্রতি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। তাই সামান্য গ্যাসের সমস্যা ভেবে রোগকে অবহেলা করবেন না।

চোখ লাল হয়ে যাওয়া : অনেক সময় চোখ লাল দেখে ইনফেকশনের কথা বলেই ক্ষান্ত হন রোগী। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় কনজাংটিভাইটিস। সামান্য এই লাল চোখই হতে পারে আপনার করোনার উপসর্গ। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে।

সূত্র : এই সময়


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us