করোনার টিকায় পিরিয়ডের সমস্যা?
করোনার টিকায় পিরিয়ডের সমস্যা? - ছবি : সংগৃহীত
ফের ভয়াবহ হয়ে উঠেছে মারণ সংক্রমণ! করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ইতিমধ্যেই বেশামাল গোটা প্রায় পুরো বিশ্ব! তবে যে কয়েকটি দেশের অবস্থা খুবই খারাপ তাদের মধ্যে ভারত অন্যতম। ভারতজুড়ে চলছে টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়। গত বছর লকডাউনের পর কোভিড -১৯ কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু এখন এর নতুন রূপটি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। করোনার টিকা নেয়ার পর জ্বর, মাথা ব্যথা, পেশীতে ব্যথা-সহ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, মহিলাদের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা গিয়েছে। আর তা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি।
ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা
ভারতে সম্প্রতি ভ্যাকসিন নেয়ার পর মহিলাদের মধ্যে বেশকিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। ফেব্রুয়ারিতে JAMA মেডিসিন দ্বারা পরিচালিত এক সংস্থার গবেষণা থেকে জানা গেছে যে ভ্যাকসিনের ডোজ নেয়ার পরে মহিলাদের পিরিয়ডসের সমস্যা দেখা গেছে। গবেষণার জন্য ১২ মিলিয়ন মানুষের ওপর সমীক্ষা করে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। যাতে ৬৯৯৪ জন ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছেন। এর মধ্যে ১৯.১ শতাংশ মহিলা যারা ভ্যাকসিন গ্রহণের পরে সমস্যা তৈরি হয়েছে। তবে বিজ্ঞানীরা সত্যিই জানেন না যে মহিলাদের মধ্যে এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কীভাবে দেখা হচ্ছে।
সমীক্ষা কী বলছে?
পিরিয়ডের সময় মহিলারা কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াও অনুভব করতে পারে। ভ্যাকসিন গ্রহণের পরে, তাদের অন্যান্য দিনের তুলনায় বেশি ফ্লো হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নেয়ার পরে অনেক মহিলা এই নিয়ে আলোচনা করছেন। তবে, এটি ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয় বলে মনে করছেন বিজ্ঞানীরা।
কয়েকজন বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। যা দেহের ভিতরে থাকা প্লেটলেট ক্লটকে ধ্বংস করে দেয়, এর ফলে মহিলাদের পিরিয়ডসের সময় বেশি ফ্লো তৈরি হয়। এই সময় পেট ব্যথাও তীব্র হতে পারে। তবে, এটি সবার সঙ্গে ঘটবে এমন কিছু নয়। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এখনো অনেক গবেষণা প্রয়োজন। কিছু মহিলা জানিয়েছেন, ভ্যাকসিনের পর তাদের ঋতুস্রাবের সময়ও পরিবর্তন হয়েছে।
মহিলাদের প্রতিরোধ ক্ষমতার প্রক্রিয়া দ্রুত শুরু হয়
বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন গ্রহণের পর মহিলাদের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়ে ওঠে। যার ফলে মহিলারা তাদের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো পুরুষদের তুলনায় বেশি হয়। এটাও বলা হচ্ছে যে, অনাক্রম্যতা ব্যবস্থায় পুরুষ ও মহিলাদের মধ্যে পার্থক্যও থাকতে পারে। কিছু গবেষণায় আরো জানা গেছে যে পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে ভ্যাকসিন প্রয়োগের পরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরো অ্যান্টিবডি তৈরি হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুসারে, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় সকলেরই হতে পারে, তবে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি দেখা যায়।
তথ্য সৌজন্য : নব ভারত টাইমস