পাকিস্তানকে অস্ত্র দেবে রাশিয়া
পাকিস্তানকে অস্ত্র দেবে রাশিয়া - ছবি সংগৃহীত
রাশিয়ার কাছ থেকে পাকিস্তান অস্ত্র পাবে বলে জানিরেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। পরিবর্তিত ভূ-কৌশলগত ও পাকিস্তান-ভারত উত্তেজনাকর সম্পর্কের প্রেক্ষাপটে তার এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। তাছাড়া পাকিস্তানকে করোনাভাইরাসের টিকাও সরবরাহ করার আশ্বাস দিয়েছে রাশিয়া।
দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির নিদর্শন হিসেবে রাশিয়ার প্রতিনিধিরা বুধবার পাকিস্তানে পৌঁছেছে। এ সময় রাশিয়ার পক্ষ থেকে সের্গেই ল্যাভরভ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে আরো শক্তি যোগাতে তারা প্রস্তুত। তারা পাকিস্তানকে শক্তিশালী করতে দেশটিকে সামরিক উপকরণ সরবারহ করবে। এছাড়া দু’দেশের মধ্যে আরো যৌথ সামরিক মহড়া হবার ঘোষণা দেন রাশিয়ার প্রতিনিধিরা।
এছাড়া রাশিয়ার পক্ষ থেকে পাকিস্তানকে আশ্বস্ত করা হয়েছে যে শিগগিরই আরো ১৫০,০০০ ডোস স্পুটনিক-ভি ভ্যাকসিন দেয়া হবে দেশটিকে। এ সময় উভয় পক্ষই পাকিস্তানে একটি ভ্যাকসিন তৈরির প্লান্ট স্থাপনের ব্যাপারে আলোচনা করেছে।
এ সময় পাকিস্তান ও ভারতের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এলে বুধবার তার সাথে আলোচনায় বসেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এ আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাথে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে বেঠক করেন সের্গেই ল্যাভরভ। এসব তথ্য একটি সংবাদ সম্মেলনে বিবৃত করা হয়েছে।
রাশিয়ার প্রতিনিধির সাথে আলোচনাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ২০১৯ সালে বিশবেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থায় পুতিনের সাথে তার মত-বিনিময়ের কথা স্মরণ করেন। এ আলোচনায় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে জোর দেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখায় রাশিয়ার প্রশংসা করেছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, দু’দেশের মধ্যেকার এ চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বয়িক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে। ল্যাভরভের সাথে আলোচনাকালে পাকিস্তানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান তার বৈদাশিক নীতিতে রাশিয়ার সাথে সুসম্পর্ক রাখার প্রতি গুরুত্ব দেয়। তিনি দু’দেশের মধ্যেকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। বানিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে গড়ে ওঠা এ দ্বিপক্ষীয় সম্পর্কেরও প্রশংসা করেন তিনি। এ সময় পাকিস্তান রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন আঞ্চলিক ইস্যু ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গণ-মাধ্যমকে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের শক্তি বৃদ্ধি করতে আমরা প্রস্তত। পাকিস্তানকে বিশেষ ধরনের সামরিক উপকরণ সরবারহ করা হবে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য। এর মাধ্যমে এ অঞ্চলের সকল দেশেরই কল্যাণ হবে।
রাশিয়ার প্রতিনিধিদের সাথে আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, রাশিয়ার সাথে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক স্থাপনকে পাকিস্তান খুব গুরুত্ব দেয়। পাকিস্তান বিশ্বাস করে এ শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বয়িক নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবে।
সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল