হিন্দুস্তানে সর্বপ্রথম ইসলামের আগমন

সাইফুল খান | Apr 01, 2021 04:40 pm
চেরামান জুম্মা মসজিদ মসজিদটি এখনো বর্তমান

চেরামান জুম্মা মসজিদ মসজিদটি এখনো বর্তমান - ছবি সংগৃহীত

 

দক্ষিণ ভারতের চেরা রাজবংশের উপাধি ছিল চেরামান পেরুমল। রাজা রবি বার্মা; যার পুরো নাম চেরামান পেরুমল রবি বার্মা। তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। তাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। এরকমই জনশ্রুতি আছে দক্ষিণ ভারতের কেরলে। পরে হাদিস ও ইতিহাসের সূত্র ধরে জানা যায় এই চেরামান পেরুমলই হলেন ভারতের প্রথম মুসলমান।

ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই হিন্দুস্তানে (ফার্সি শব্দ) আরব বণিকরা ব্যবসার কাজে আসা যাওয়া করতেন। মসলা, কাপড়, স্বর্ণ, সুগন্ধি ও অন্যান্য পণ্য বেচাকেনা তাদের প্রধানতম ব্যবসা ছিল। ইসলামের আবির্ভাব তথা রাসুল সা.-এর নবুয়তের পরে চাঁদ দিখণ্ডিত করার যে ঘটনা ঘটেছিল সেটা সারা দুনিয়া দেখেছিল। চেরামান পেরুমল তাদের মধ্যে একজন। তিনি তখন চেরা রাজবংশের রাজা। এই অভূতপূর্ব ঘটনা দেখার পরে তিনি অস্থির হয়ে যান, আসল ঘটনা জানতে উদগ্রীব হয়ে ওঠেন। এই ঘটনার অনেক পরে আরব বণিকদের মাধ্যমে হিন্দুস্তানি বনিকরা নবী সা.-এর এই মোজেজার ঘটনা জানতে পারেন। বিষয়টি তখন টক অব দ্য টাইম। এই তথ্য কেউ একজনের মাধ্যমে পৌঁছে যায় চেরামান পেরুমলের কাছে। তিনি নিজে আরব বণিকদের সাথে কথা বলেন এবং সিদ্ধান্ত নেন এই মহামানব রাসুল সা.-এর সাথে দেখা করবেন। খুব দ্রুততম সময়ের মধ্যে তার রাজ্যের ভার পরিবারের সদস্যদের ওপর দিয়ে তিনি আরবে যাত্রা করেন।

সাহাবী আবু সাঈদ খুদরি রা. থেকে প্রাপ্ত একটি হাদিসও রয়েছে। তিনি এক পূর্ণিমা রাতে চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেন। পরে কেরালায় আগত আরব বণিকদের থেকে নবী মুহাম্মদ সা. ও তার চন্দ্র দিখণ্ডিত করার মুজিযার কথা জানতে পেরে মুহাম্মদ সা.কে দেখতে উদগ্রীব হয়ে ওঠেন। অবশেষে নিজ রাজ্য ভাগ করে দিয়ে তিনি মক্কায় চলে যান।

আবু সাঈদ খুদরী রা.-এর বর্ণনায়, তিনি নবী মুহাম্মদ সা.কে দক্ষিণ ভারতের বিখ্যাত আদার আচার উপহার দেন। ভারতীয় এক বাদশাহর তৈরী ওই আচার-সংক্রান্ত একটি হাদিসও রয়েছে, যা প্রখ্যাত সাহাবী আবু খুদরি রা. হতে বর্ণিত এবং হাদিসটি হাকিম রা. তার 'মুস্তাদরাক' নামক কিতাবে সংকলন করেছেন।

চেরামান পেরুমল হযরত আবু বকর সিদ্দিক রা. এবং আরো অনেক প্রখ্যাত সাহাবার উপস্থিতিতে হজরত মুহাম্মদ সা.-এর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন, নবী তার নাম রাখেন তাজউদ্দিন। সতেরো দিন তিনি নবী মুহাম্মদের সা. এর সাথে থাকেন। সাহাবী মালিক বিন দীনার রা.-এর বোন রাজিয়াকে তিনি বিবাহ করেন। এরপর মালিক বিন দিনার রা.কে সাথে নিয়ে মাতৃভূমিতে ফেরার পথে ওমানে মৃত্যুবরণ করেন। তিনি সেখানেই সমাহিত হন। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী সাহাবী মালিক দীনার রা. ভারতে এসে চেরামান রাজার জন্মভূমি কেরালার মেথেলায় ভারতের প্রথম জামে মসজিদ, চেরামান জুমা মসজিদ নির্মাণ করেন, যা বহু কাল পর এখনো ঐতিহাসিক নিদর্শন হিসেবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে।

ধারণা করা হয়, এই মসজিদ রাসুল সা.-এর জীবদ্দশায় ৬২৯ সালে নির্মিত। অর্থাৎ মুহম্মদ বিন কাশিমের ভারত আগমনের প্রায় ৮০ বছর আগের ঘটনা এটি।

সূত্র : বিভিন্ন ব্লগ, উইকি, নোট


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us