করোনা-টিকার পার্শ্বপ্রতিক্রিয়া : কোভিড আর্ম কী?

অন্য এক দিগন্ত | Mar 13, 2021 08:45 am
করোনা-টিকার পার্শ্বপ্রতিক্রিয়া : কোভিড আর্ম কী?

করোনা-টিকার পার্শ্বপ্রতিক্রিয়া : কোভিড আর্ম কী? - ছবি : সংগৃহীত

 

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ভ্যাকসিন দেয়ার প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গেছে। এখন চলছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ। কিন্তু, কোভিড ভ্যাকসিন চালু হওয়ার পরও মানুষের মনে ভয় কাটেনি, কারণ এর বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এর মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের সর্বাধিক দেখা পার্শ্ব প্রতিক্রিয়া হল 'কোভিড আর্ম'।

কোভিড আর্ম কী?
যদি আপনি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে থাকেন এবং আপনার হাতের যেখানে ইঞ্জেকশন দেয়া হয়েছে সেই অঞ্চলের চারপাশে ফোলাভাব ও ব়্যাশ হয়ে থাকে, তবে আপনার কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া 'কোভিড আর্ম' হতে পারে। যে জায়গায় করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়, সেখানে টিকা দেয়ার পরে তার পার্শ্ব-প্রতিক্রিয়ার লক্ষণ দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, কোভিড আর্মের কয়েকটি সাধারণ লক্ষণ হলো, হাতে লালচে ভাব, ফোলা এবং ভ্যাকসিনের জায়গার ত্বক আট বা তার বেশি দিন নরম হয়ে থাকা। ভয়ের কিছু নেই! গবেষকদের মতে, কোভিড আর্ম খুব বেশি সিরিয়াস সমস্যা নয় এবং এটি দীর্ঘমেয়াদি কোনো সমস্যা সৃষ্টি করে না।

এই সমস্যা সাধারণত ভ্যাকসিন লাগানোর পরে দেখা যায়, যা চার-পাঁচ দিনের মধ্যে ঠিকও হয়ে যায়। কোভিড আর্মের সমস্যা ক্ষতিকারক নয়।

কোভিড আর্ম-এর সমস্যা কাদের হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, কোভিড আর্মের সমস্যা তাদের মধ্যে দেখা যাচ্ছে যারা মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। এই ব়্যাশ ৪-১১ দিন থাকার পরে ঠিক হয়ে গিয়েছিল। বলা হচ্ছে যে প্রথম ডোজটিতে মোট ২৪৪ জনের মধ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়াটি দেখা গিয়েছিল, তারপরে দ্বিতীয় ডোজে এই সংখ্যাটি হ্রাস পেয়ে ৬৮ হয়েছিল। অন্যদিকে, Pfizer ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে এই সমস্যা খুব কমই দেখা গিয়েছে।

বলা হচ্ছে যে, কোভিড-১৯ ভ্যাকসিনের এই পার্শ্ব প্রতিক্রিয়া পুরুষদের তুলনায় নারীদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। কী সতর্কতা অবলম্বন করা উচিত? কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার আগে আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। যদি আপনার বয়স ৪৫ বছরের বেশি হয় এবং হাইপারটেনশন, ডায়াবেটিস-এর মতো সমস্যা থাকে তবে ভ্যাকসিন নেয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন। ভ্যাকসিন গ্রহণের পরে, যদি আপনার কোভিড আর্ম-এর লক্ষণগুলো দেখা যায়, তবে এই বিষয়ে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন। ভ্যাকসিন প্রয়োগের পরও আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে।

সূত্র : বোল্ডস্কাই

অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল এবার শিশুদের ওপর

শিশুদের দেহে অক্সফোর্ডের ভ্যাকসিন কতটা কার্যকর তা জানতে প্রথমবারের মতো ট্রায়াল শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। শিশু ও কিশোর-কিশোরীদের দেহে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কথা জানানো হয়েছে।


এর নাম দেয়া হয়েছে ‘মিড-স্টেজ ট্রায়াল।’ এক্ষেত্রে ৬ থেকে ১৭ বছরের শিশু ও কিশোর-কিশোরীদের তেহে এই ভ্যাকসিন কতটা কাজ করছে তা জানা সম্ভব হবে। পুরো প্রক্রিয়া শুরু হবে এ মাসেই। প্রাথমিকভাবে এই পরীক্ষা চালাতে ৩শ জনের নাম নথিভুক্ত করা হবে।

ইতোমধ্যেই নিরাপত্তা এবং সংরক্ষণের সুবিধা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন। শিশুদেরও ভ্যাকসিনের আওতায় আনতে তাই এবার ট্রায়ালের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

অক্সফোর্ডের ভ্যাকসিন গবেষণার প্রধান অ্যান্ড্রু পোলার্ড বলেন, ‘হয়তো বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তবুও তাদের শরীরে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করা প্রয়োজন। সামান্য হলেও শিশুদের এক অংশের এই ভ্যাকসিনের কারণে লাভও হতে পারে।’

শিশু ও কিশোর-কিশোরীদের শরীরে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রথমবার প্রয়োগ করা হলেও গত অক্টোবর থেকেই এই পরীক্ষা শুরু করে দিয়েছে ফাইজার। মডার্নাও গত বছরই শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে স্কুল খুলে যাচ্ছে। তাই সংক্রমণ আটকাতে এখন শিশু ও কিশোর-কিশোরীদেরও ভ্যাকসিন দেয়ার প্রয়োজন হয়ে পড়ছে। কিন্তু তাদের শরীরে ভ্যাকসিনের কার্যকারিতা কতটা, সেটা পরীক্ষা করে দেখা দরকার। অক্সফোর্ডের গবেষকরাও সেটাই মনে করছেন। সে কারণেই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে যাচ্ছে।

এদিকে, চলতি বছরের দ্বিতীয়ার্ধেই করোনাভাইরাসের নতুন ধরন মোকাবিলায় সক্ষম ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে জানিয়েছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা। ব্রিটিশ-সুইডিশ প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ধরন শনাক্তের পরপরই তারা এ নিয়ে কাজ শুরু করেছিল, আগামী ছয় থেকে নয় মাসের মধ্যেই এর সুফল পাওয়া যেতে পারে।

সূত্র : বিবিসি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us