ট্রাম্পের পথেই হাঁটবেন বাইডেন!

অন্য এক দিগন্ত ডেস্ক | Mar 10, 2021 03:36 pm
ট্রাম্পের পথেই হাঁটবেন বাইডেন!

ট্রাম্পের পথেই হাঁটবেন বাইডেন! - ছবি সংগৃহীত

 

তবে কি ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন জো বাইডেন? ট্রাম্পের একটি মিশন ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াডকে শক্তিশালী করা। এই চার দেশের নেতারা শুক্রবার ‘কোয়াড' কাঠামোর প্রথম শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন৷ চীনের বেড়ে চলা আগ্রাসী মনোভাবের প্রেক্ষাপটে এই ভারচুয়াল আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে৷

বলা হচ্ছে যে প্রেসিডেন্ট শি চিনপিং-এর শাসনকালে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজস্ব ক্ষমতা জাহির করার যে ‘বেপরোয়া’ মনোভাব দেখিয়ে চলেছে, তার ফলে উদ্বিগ্ন একাধিক দেশ৷ চীনকে চাপে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে৷ ২০০৭ সালে গঠিত ‘কোয়াড’ বা চতুর্দেশীয় এক কাঠামোর আওতায় ভারত, জাপান ও অস্ট্রেলিয়া অ্যামেরিকার সঙ্গে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে এসেছে৷ এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই কাঠামোকে আরো মজবুত করতে এই প্রথম চার দেশের শীর্ষ বৈঠকের উদ্যোগ নিচ্ছেন৷ শুক্রবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভারচুয়াল পদ্ধতিতে আলোচনা করবেন৷

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট হবার পর জো বাইডেন যে সব আন্তর্জাতিক জোটকে সবার আগে গুরুত্ব দিচ্ছেন, তার মধ্যে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্তি প্রশাসনের অগ্রাধিকার স্পষ্ট করে দিচ্ছে৷ চলতি বছরেই চার নেতার মুখোমুখি বৈঠকের ইঙ্গিত দিচ্ছে মার্কিন প্রশাসন৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেন, বাইডেনের শীর্ষ বৈঠকের উদ্যোগের ফলে এই সহযোগিতা নতুন মাত্রা পাবে৷ তার মতে, এর মাধ্যমে সার্বভৌম ও স্বাধীন ‘ইন্ডো-প্যাসিফিক’ অঞ্চলের প্রতি এই চারটি দেশের সমর্থনের বার্তা আরও জোরালো হবে৷ ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ও একই সুরে বিবৃতি প্রকাশ করেছে৷

অনেকে মনে করছেন, চীনের বেড়ে চলা আগ্রাসী মনোভাব আলোচনায় বিশেষ গুরুত্ব পেলেও অ্যাজেন্ডায় করোনা সঙ্কট ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ও স্থান পাবে৷ অর্থাৎ শুধু চীনের বিরুদ্ধে একজোট হতেই এমন সহযোগিতার কাঠামো সৃষ্টি করা হয়েছে, এমন অভিযোগ খণ্ডন করতে চায় এই চার দেশ৷ ফেব্রুয়ারি মাসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায়ও সরাসরি চীনের বিরুদ্ধে কোনো মন্তব্য করা হয়নি৷ তবে বেইজিং এমন জোট সম্পর্কে অস্বস্তি গোপন করছে না৷ ভারতের উপকূলের কাছে চার দেশের বিশাল যৌথ সামরিক মহড়ার কড়া সমালোচনা করেছে চীন৷

ভারত-চীন নিয়ন্ত্রণ রেখায় লাগাতার উত্তেজনা ও সংঘর্ষ থেকে শুরু করে পূর্ব ও চীন সাগরের ওপর অধিকার কায়েম করতে চীনের একতরফা পদক্ষেপের মতো ‘বেপরোয়া' পদক্ষেপ সম্পর্কে গোটা অঞ্চলে অস্বস্তি বাড়ছে৷ চীনের শিনচিয়াং প্রদেশে উইগুর জনগোষ্ঠীর উপর নিপীড়ন এবং হংকং-এর মানুষের অধিকার সংকুচিত করার উদ্যোগও সমালোচনার মুখে পড়ছে৷ সম্প্রতি তাইওয়ানের প্রতি চীনের মনোভাব আরো কড়া হয়ে ওঠায় সামরিক হস্তক্ষেপের আশঙ্কা করছে কিছু মহল৷ চীনের প্রতি ট্রাম্প প্রশাসনের কড়া মনোভাব চালিয়ে যাবার ইঙ্গিত দিয়েছেন বাইডেন৷ তবে যেখানে সম্ভব সহযোগিতার সুযোগও কাজে লাগাতে চায় ওয়াশিংটন৷

সূত্র : ডয়চে ভেলে

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us