সোনার দামে বিক্রি হচ্ছে গাধার গোশত!

অন্য এক দিগন্ত | Mar 05, 2021 01:12 pm
সোনার দামে বিক্রি হচ্ছে গাধার গোশত!

সোনার দামে বিক্রি হচ্ছে গাধার গোশত! - ছবি : সংগৃহীত

 

ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে হঠাৎ গাধার গোশতের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। চাহিদা হঠাৎ করে এত বেড়ে গেছে যে সরবরাহ করে কুলিয়ে ওঠা যাচ্ছে না। আর হঠাৎ করে বিপুলসংখ্যক গাধা ছুরির নিচে যেতে থাকায় প্রাণিটির অস্তিত্বই হুমকির মুখে পড়েছে।
রিপোর্ট অনুযায়ী, এক কেজি গাধার গোশতের দাম ৬০০ রুপি। একটি সম্পূর্ণ গাধা বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার রুপিতে। অনেকেই খেতেন না। এক কথায় গাধার গোশত ছিল শুধুই ডেলিকেসি। কিন্তু এখন সেই গোশতই সাধারণের চাহিদার তালিকার প্রায় শীর্ষে উঠে এসেছে। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। ঝড়ের গতিতে কমে যাচ্ছে গাধার সংখ্যা। তাই গাধার গোশত খাওয়া রোধের জন্য রীতিমতো ময়দানে নেমে লড়তে হচ্ছে কর্মকর্তাদের।

কিন্তু হঠাৎ কেন এই চাহিদা? অন্ধ্রপ্রদেশে গুন্টুর জেলার প্রকাশম, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী এলাকার বাসিন্দাদের বিশ্বাস গাধার গোশত পিঠ এবং কোমরের ব্যথা কমাতে অব্যর্থ। এই গোশত খেলে কমে শ্বাসকষ্টের মতো দীর্ঘদিন শরীরে বাসা বেঁধে থাকা রোগ। সর্বোপরি– গাধার গোশত কামোত্তেজনা বাড়ায় চড়চড় করে।

স্থানীয় প্রশাসনের দাবি, এভাবে গাধার গোশতের চাহিদা বাড়ার ফলে কমে যাচ্ছে গাধার সংখ্যা। পরিস্থিতি রীতিমতো ভয়ংকর জায়গায় পৌঁছে গিয়েছে। যদিও ২০০১ সাল থেকে গাধা জবাই নিষিদ্ধ। তারপরেও হুঁশ ফেরেনি অসাধু ব্যবসায়ীদের।

অ্যানিম্যাল রাইট অ্যাক্টিভিস্টদের মতে, এভাবে গাধার গোশত বিক্রি করার একটি অসাধু চক্র রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যারা কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, থেকে গাধা এনে সেগুলো জবাই করে তার গোশত স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিক্রি করছে।


মাদরাসায় পড়াতে হবে রামায়ণ, গীতা! প্রস্তুতি শুরু করল ভারত সরকার
ভারতের মাদরাসায় পড়াতে হবে বেদ, গীতা, রামায়ণ! প্রস্তুতি শুরু করল ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস) প্রাচীন ভারতীয় জ্ঞান আর ঐতিহ্যকে পড়ুয়াদের অবগত করানোর জন্য ১০০ টি মাদরাসায় নতুন পাঠ্যক্রম শুরু করতে চলেছে। এই পাঠ্যক্রম নতুন শিক্ষানীতির অংশ। এনআইওএস প্রাচীন ভারতীয় জ্ঞান নিয়ে প্রায় ১৫টি কোর্স প্রস্তুত করেছে। নতুন পাঠ্যক্রমে বেদ, যোগা, বিজ্ঞান– সংস্কৃত ভাষা, রামায়ণ, গীতা সমেত অন্য বিষয়ও থাকবে। এই কোর্স সমস্ত ৩– ৫ আর অষ্টম শ্রেণির প্রাথমিক শিক্ষার সমান।

এই বিষয়ে এনআইওএস-এর চেয়ারম্যান সরোজ শর্মা জানান, ‘এই কার্যক্রম প্রথমে ১০০টি মাদরাসায় চালু করা হবে। ভবিষ্যতে এই পাঠ্যক্রম ৫০০টি মাদরাসায় চালু করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল মঙ্গলবার নয়ডার এনআইওএস-এর হেড অফিসে স্টাডি ম্যাটিরিয়াল জারি করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভারত প্রাচীন ভাষা বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি আর ঐতিহ্যের ভাণ্ডার। এবার দেশ নিজেদের প্রাচীন ঐতিহ্যকে পুনর্জীবিত করে জ্ঞানের ক্ষেত্রে সুপার হওয়ার জন্য তৈরি। আমরা এই কোর্সের লাভ মাদরাসা আর বিশ্বতে থাকা প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছে দেব।

সূত্র : পুবের কলম


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us