মোবাইলের ক্যামেরা গোল, কিন্তু তাহলে চার কোণা ছবি ওঠে কেন?
মোবাইলের ক্যামেরা গোল, কিন্তু তাহলে চার কোণা ছবি ওঠে কেন? - ছবি সংগৃহীত
আমরা সবাই ছবি তুলতে পছন্দ করি, সেটা স্মার্টফোনের ক্যামেরা হাক বা অন্য যেকোনো ক্যামেরা হোক। কিন্তু ছবি তোলার সময় একটা অদ্ভুত জিনিস কি আপনি কোনো দিন লক্ষ্য করেছেন? আপনি যে ক্যামেরাটি দিয়ে ছবি তুলছেন, সেটির লেন্সের আকার কী এবং এই লেন্স দিয়ে যে ছবিটি তোলা হচ্ছে, সেটির আকার কী? ঠিক ধরেছেন! ক্যামেরার লেন্সটি গোল, কিন্তু ছবির আয়তাকার। কিন্তু এটা কীভাবে হয়?
এই আগ্রহের উত্তর পেতে হলে আগে বোঝা দরকার যে ক্যামেরা আসলে কীভাবে ছবি তোলে। ক্যামেরার লেন্স আসলে সরাসরি ছবি তোলে না। বরং ছবি তোলার জন্য লেন্সের সঙ্গে ক্যামেরার আরেকটি গুরুত্বপূর্ণ অংশের দরকার হয়। পুরোনো দিনের ক্যামেরাগুলোতে এই গুরুত্বপূর্ণ অংশটির নাম ছিল ‘ফিল্ম’ আর আধুনিক ডিজিটাল ক্যামেরায় এটির নাম ‘ইমেজ সেন্সর’।
আমরা যে বস্তুটির ছবি তুলতে চাই, সেটি থেকে প্রতিফলিত আলো ক্যামেরার লন্সের মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করে। লেন্স তারপর সেই আলোকে প্রতিফলিত করে ইমেজ সেন্সরে ফোকাস করে।
প্রথম দিকের ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দ্রুতই বুঝতে পেরেছিল যে গোলাকার লেস্ন দিয়ে ইমেজ সেন্সর বা ফিল্মে ফোকাস করাটা সবচেয়ে সহজ ও নিখুঁত। কিন্তু লেন্স কি অন্য কোনো আকারের হতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু ক্যামেরা তৈরীর কারিগরেরা বুঝতে পেরেছিলেন যে গোলাকার লেন্স দিয়ে যে কাজ হয়, অন্য কোনো আকৃতির লেন্স দিয়ে একই কাজ সম্ভব নয়।
এখন কথা হচ্ছে, লেন্স গোল, কিন্তু ফিল্ম বা ইমেজ সেন্সর কেন আয়তাকার ছবি তোলে? প্রথম দিকের ক্যামেরার প্রস্তুতকারকেরা কয়েকটি কারণে আয়তাকার ফিল্ম বাছাই করেছিলেন।
প্রথম কারণটি হচ্ছে- কমন সেন্স। আমরা যত ছবি, পেইন্টিং কিংবা পোস্টার দেখি, তার প্রায় সবই হয় আয়তাকার অথবা বর্গাকার। এই প্রবণতা আগেও একই রকম ছিল। মানুষ যখন কোনো পেইন্টিং দেয়ালে টানাতো, তখন সেগুলো বেশিরভাগ সময়ই হয় আয়তাকার, নয়তো বর্গাকৃতির হতো। যখন ছবি তোলা বা ফ্রেমিংয়ের ব্যাপারটি সামনে এলো, তখনও সবাই চেয়েছেন মানুষ যেভাবে ছবি দেখে অভ্যস্ত, সেই ঐতিহ্যটা ধরে রাখতে। আয়তাকার বা বর্গাকৃতির ছবি ডিসপ্লে করাটা যেমন সহজ, দেখাটাও তেমনি আরামদায়ক। এটি ছাড়াও আরেকটি উল্লেখযোগ্য কারণ আছে।
পুরোনো ক্যামেরার ফিল্ম যারা দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন ফিল্মগুলো একটা দীর্ঘ স্ট্রিপে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগানো থাকে। সেসব ক্যামেরাগুলোতে আয়তাকার ফিল্ম রাখা গোলাকার বা অন্য আকারের ফিল্ম রাখার তুলনায় বেশি সহজ। অর্থাৎ, ক্যামেরায় আয়তাকার ফিল্ম ব্যবহার করাটা অন্যান্য আকারের ফিল্মের তুলনায় বেশি সহজ। ক্যামেরার প্রযুক্তি এখন অনেক আধুনিক হয়েছে, কিন্তু ফিল্মের (আধুনিক ক্যামেরায় এটির নাম ইমেজ সেন্সর) আকার এখনো সেই পুরোনেরাটাই রয়ে গেছে, কারণ আয়তাকার ইমেজ সেন্সর দিয়ে সবচেয়ে ভালো কোয়ালিটির ছবি তোলা সম্ভব।