গোলাপি বলের টেস্ট চায় না ভারতও!
গোলাপি বলের টেস্ট চায় না ভারতও! - ছবি : সংগৃহীত
আহমদাবাদে দিন-রাতের টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে স্বচ্ছন্দে জিতেছে ভারত। কিন্তু এরপরেই গোলাপি বলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। জানা গেছে, বিরাট কোহালির দলের একাধিক ক্রিকেটার গোলাপি বলে খেলা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে। ভারতীয় বোর্ডের খবর, এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আহমদাবাদ টেস্টে যে ৩০টি উইকেট পড়েছে, তার মধ্যে ২৮টিই নিয়েছেন স্পিনাররা। বেশিরভাগ আউটই হয়েছে সোজা বলে, যা পিচে পড়ে পিছলে গেছে। এতেই আপত্তি ভারতীয় ক্রিকেটারদের। পাশাপাশি, গোলাপি বলের দৃশ্যমানতা নিয়েও সমস্যা রয়েছে ক্রিকেটারদের।
ভারতীয় বোর্ডের এক সদস্য সংবাদ মাধ্যমে বলেছেন, “লাল বলের তুলনায় গোলাপি বল অনেক বেশি পিছলে যায়। ব্যাটসম্যানদের মাথায় আগে থেকেই থাকে যে, পিচে পড়ার পর কত দ্রুত বল ব্যাটে আসবে। কিন্তু গোলাপি বলের ক্ষেত্রে ওই হিসেব খাটে না। কারণ বল অনেক দ্রুত ব্যাটে আসে। এটা সব থেকে বড় কারণ। ” উল্লেখ্য, তৃতীয় টেস্টের পর গোলাপি বলের এই সমস্যার কথা শোনা গিয়েছিল রোহিত শর্মা ও অক্ষর প্যাটেলের মুখে।
পাশাপাশি, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় ক্রিকেটার বলেছেন, “আমদাবাদের পিচ চেন্নাইয়ের মতোই ছিল। যদি সেখানে আমরা লাল বলে খেলতাম তাহলে ম্যাচ অবশ্যই চার দিন গড়াত।” আহমদাবাদে পিচের চরিত্র আগেই বুঝে নিয়ে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। ইংল্যান্ড সেখানে খেলায় শুধু জ্যাক লিচকে। দেখা যায়, বল হাতে অখ্যাত জো রুট প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে টপকে যান লিচকে।
খারাপ পিচের জন্য পয়েন্ট বাদ! অনিশ্চিত ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল?
ইংল্যান্ডকে ২ দিনে হারতে হলো যে পিচে, সেই পিচই ঘাতক হতে চলেছে ভারতের? খারাপ পিচের তকমা পেলে পয়েন্ট কাটা হতে পারে ভারতের। পয়েন্ট বাদ যাওয়া মানেই আশঙ্কা থাকবে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে। আইসিসি-র নিয়ম কী? জেনে নেয়া যাক।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সিরিজের শেষ ম্যাচ ড্র করলেও চলবে বিরাট কোহালিদের। আইসিসি-র নিয়ম অনুযায়ী খারাপ পিচ হলে ৩ পয়েন্ট কাটা হয়। তবে তা আয়োজক দেশের থেকে নয়, পয়েন্ট কাটা হয় সেই মাঠের থেকে। এখন পর্যন্ত মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিরুদ্ধে আইসিসি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা যায়নি। তাই ভারতীয় সমর্থকরা নিশ্চিন্ত থাকতে পারেন। পয়েন্ট কাটা হলেও বিরাটদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা আটকাবে না।
৪ মার্চ থেকে মোতেরাতেই ভারত নামবে সিরিজের শেষ টেস্ট খেলতে। ওই ম্যাচের পিচ কেমন সেই নিয়ে আগ্রহ রয়েছে সকলেরই। গোলাপি বলের টেস্ট ২ দিনে শেষ হয়ে যাওয়ার পর, ফের ঘূর্ণি পিচই তৈরি করবে ভারত? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ৪ মার্চ পর্যন্ত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা