ন্যাটোতে বড় ধরনের পরিবর্তন চাচ্ছেন বাইডেন!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন - ছবি সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বরাবর সামরিক জোট ন্যাটোর দুর্বলতা তুলে ধরে কড়া সমালোচনা করে গেছেন৷ বিশেষ করে প্রতিরক্ষা খাতে ইউরোপের দেশগুলোর ব্যয় বাড়ানোর জন্য প্রবল চাপ সৃষ্টি করেছিলেন তিনি৷ সৈন্য ও সামরিক শক্তির বণ্টন নিয়েও তার অভিযোগ ছিল৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই জোটকে একবার ‘ব্রেন ডেড' হিসেবে বর্ণনা করেছিলেন৷ গত শতাব্দীতে শীতল যুদ্ধ শেষ হবার পর থেকেই নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ন্যাটো৷ ওয়াশিংটনে জো বাইডেন ক্ষমতায় আসার পর এই জোট আবার অতীতের গৌরব ফিরে পাবে, এমনটা ভাবার কারণ নেই৷ তাই নতুন করে চাপ সৃষ্টি হবার আগে আমূল সংস্কারের ডাক দিচ্ছেন খোদ ন্যাটোরই শীর্ষ কর্মকর্তা৷
ন্যাটোর মহাসচিব হিসেবে ইয়েন্স স্টলটেনবার্গ বুধবার সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে প্রতিরক্ষা খাতে ব্যয় আরো বাড়ানোর আহ্বান জানাচ্ছেন৷ চলতি সপ্তাহে তিনি সংস্কারের রূপরেখার প্রস্তাবের আভাস দিয়েছেন৷ ন্যাটো সনদের পঞ্চম ধারা অনুযায়ী একে অপরের প্রতিরক্ষার অঙ্গীকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্টলটেনবার্গ বলেছেন, সবাই মিলে আরো ব্যয় করলে এই জোটের শক্তি আরো বেড়ে যাবে৷ বাড়তি অর্থ কাজে লাগিয়ে রাশিয়ার সীমান্তে প্রতিরক্ষা আরো মজবুত করার মতো বেশ কিছু পদক্ষেপের প্রস্তাব দিচ্ছেন তিনি৷ উল্লেখ্য, ন্যাটোর ব্যয়ের ক্ষেত্রে ৩০টি সদস্য দেশের মধ্যে ফারাক নিয়ে অতীতে বার বার উত্তেজনা দেখা গেছে৷ বিশেষ করে প্রতিরক্ষা খাতে জার্মানি যথেষ্ট ব্যয় না করায় যুক্তরাষ্ট্র কড়া সমালোচনা করে আসছে৷
সার্বিক ব্যয় বাড়ানো ও সদস্য দেশগুলোর মধ্যে ব্যয়ভার বণ্টন ছাড়াও বেশ কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাব পেশ করছেন ন্যাটোর মহাসচিব৷ বুধবার থেকে ওই বিষয়ে বিতর্ক চালিয়ে প্রতিরক্ষামন্ত্রীরা যদি ঐকমত্য অর্জন করতে পারেন, সে ক্ষেত্রে চলতি বছরের ন্যাটো শীর্ষ সম্মেলনে সংস্কারমূলক পদক্ষেপগুলো কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হতে পারে৷
বুধবার সার্বিক সংস্কার নিয়ে তর্কবিতর্কের পর বৃহস্পতিবার ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীরা ইরাক ও আফগানিস্তানে যৌথ অভিযানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন৷ ইরাকে তৎপরতা আরো বাড়ানোর বিষয়ে ঐকমত্য প্রায় নিশ্চিত হলেও আফগানিস্তানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি৷ বর্তমানে ওই দেশে ন্যাটোর প্রায় ৯,৬০০ সৈন্য মোতায়েন রয়েছে৷ ট্রাম্প প্রশাসনের সঙ্গে তালিবানের বোঝাপড়া অনুযায়ী এপ্রিল মাসের মধ্যে সে দেশ থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করার কথা৷ সহযোগীদের সঙ্গে বোঝাপড়া ছাড়াই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু ন্যাটো এখনই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে চাইছে না৷ বাইডেন প্রশাসনও সেই চুক্তি লঙ্ঘন করতে পারে৷ সে ক্ষেত্রে তালেবানের সঙ্গে সংঘাতের ঝুঁকি থেকে যাবে৷ তবে তালেবানও চুক্তির শর্ত লঙ্ঘন করে হামলা চালিয়ে যাওয়ায় বোঝাপড়ার ভিত্তি আগেই দুর্বল হয়ে পড়েছে৷
বাইডেন প্রশাসন ট্রাম্প আমলের অনেক সিদ্ধান্ত বাতিল করে নিজস্ব নীতি গ্রহণ করছেন৷ চলতি সপ্তাহের শেষে জি-সেভেন শীর্ষ সম্মেলন ও মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অ্যামেরিকার নতুন পররাষ্ট্র নীতি সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন বলে ধরে নেয়া হচ্ছে৷ ন্যাটো নিজস্ব উদ্যোগে সংস্কারের পথ বেছে নিলে তাকে আর আলাদা করে ব্যয়ভার বণ্টনের জন্য বেশি চাপ সৃষ্টি করতে হবে না৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রে এক লেখায় ন্যাটোর সঙ্গে আবার নিবিড় সহযোগিতার অঙ্গীকার করেছেন৷
সূত্র : ডয়চে ভেলে