হেরে এমন রেগে গেলেন কোহলি!

অন্য এক দিগন্ত ডেস্ক | Feb 10, 2021 03:05 pm
কোহলি

কোহলি - ছবি সংগৃহীত

 

করোনাভাইরাসের লকডাউনের সময় কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি সিদ্ধান্ত নেয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল নির্ধারিত হবে প্রাপ্ত পয়েন্টের শতকরা হিসাবে। সেই হিসাবেই কোহলিরা নেমে গেছে চতুর্থ স্থানে।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ২২৭ রানে বড়সড় হার হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। চেন্নাইয়ে প্রথম টেস্টে হারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিষয়েও কঠিন সমীকরণ হাজির হয়েছে টিম ইন্ডিয়ার সামনে। ক্রমতালিকায় ভারত চতুর্থ স্থানে নেমে এসেছে। অন্যদিকে, এই জয়ে হঠাৎ শাহেনশাহ ইংল্যান্ড। সরাসরি শীর্ষে চলে গেছে ইংরেজরা।

এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতকে বাকি সবকটি ম্যাচ জিততে হবে নাহলে অন্তত দুটি ম্যাচ জেতার সঙ্গে একটিতে ড্র রাখতেই হবে। আর হেরে এমন সমীকরণের মুখোমুখি হওয়ার পর কোহলি সংবাদ সম্মেলনে সরাসরি আইসিসির প্রতি বিরক্তি উগরে দিয়েছেন।

গত বছর কোভিড লকডাউনের সময় অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি সিদ্ধান্ত নেয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল নির্ধারিত হবে প্রাপ্ত পয়েন্টের শতকরা হিসাবে। সেই হিসাবেই টিম কোহলি নেমে গিয়েছে চতুর্থ স্থানে।

এরপরেই কোহলি বলে দিয়েছেন, “আমাদের কিছুই পরিবর্তন হয়নি। লকডাউনে যখন সবাই বাড়িতে বসে তখন যদি হঠাৎ নিয়ম বদলে যায়, তাহলে আমাদের কিছুই করার নেই। মাঠে নেমে খেলাই কেবলমাত্র আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বাকি অন্যকিছু আমাদের হাতে নেই।”

তিনি যে ক্রুদ্ধ তা প্রকাশ করে দিয়েই বলে দেন, “আমরা পয়েন্ট তালিকা কিংবা মাঠের বাইরে কী হচ্ছে- তা নিয়ে একদমই ভাবিত নই। কিছু বিষয়ের কোনো যুক্তিই থাকে না। অন্যরা আলোচনার পর আলোচনা করতে পারে এই বিষয় নিয়ে। তবে আমাদের মাথায় রয়েছে একমাত্র ভালো ক্রিকেট খেলা। তাই পয়েন্ট তালিকার শীর্ষে কে, তা না দেখেই আমাদের ফোকাস শুধুই ক্রিকেটে।”

পয়েন্ট তালিকায় ভারতের মোট প্রাপ্ত পয়েন্ট ৪৩০। শীর্ষে থাকা ইংল্যান্ডের পরেই (৪৪২)। পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকলেও শতকরা হিসাবে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। কোহলি স্পষ্ট করে দিয়েছেন, পয়েন্ট তালিকার কথা মাথায় রেখে পরের টেস্টে নামবে না ভারত, “এই পয়েন্ট টেবিল বারবার পরিবর্তন হতেই থাকে। এমন জিনিসে লক্ষ্য রেখে আমরা খেলি না। আমাদের একমাত্র ফোকাস কঠোর পরিশ্রম করে প্রস্তুত হওয়া। সেই কাজে আমরা তৈরি হচ্ছি।”

সরাসরি নালিশ আম্পায়ারের কাছে

রেগে গেলেন কোহলি। সরাসরি ক্ষোভ উগরে সকলের সামনেই আম্পায়ারকে বললেন, “এসব কী হচ্ছে!” চেন্নাইয়ের প্ৰথম টেস্ট এমনই ঘটনার সাক্ষী থাকল। পুরোনো রাগী কোহলিকে যেন ফিরে পাওয়া গেল চিপকে।

ঘটনা ম্যাচের চতুর্থ দিনের। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন এই কাণ্ড ঘটল। যার রেশ ম্যাচ শেষের পরেও রয়ে গিয়েছে। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংস চলাকালীন ক্ষত তৈরি করার উদ্দেশ্যে পিচের মাঝখান দিয়ে দৌড়ানোর রণকৌশল নিয়েছিল। ক্ষত তৈরি হলে ইংরেজ স্পিনাররা তা থেকে ফায়দা তুলতে পারবেন, এমনই ছিল ভাবনা। যা কার্যত নিয়মবিরুদ্ধ।

কোহলি সেই ঘটনা বুঝতে পারার পরেই রাগে ফেটে পড়েন। এই ঘটনা আম্পায়ারের নজরে আনার জন্য কোহলি ম্যাচ আম্পায়ার নীতিন মেননকে ডাকেন। স্ট্যাম্প মাইকে ধরা পড়ে যায় কীভাবে কোহলি আম্পায়ার মেননকে অভিযোগ জানাচ্ছেন।

শোনা যায় কোহলি বলছেন, “ওয়ে মেনন, সোজা রানও পিচের মাঝখান দিয়ে ছুটছে। এটা কী হচ্ছে!” ম্যাচ শেষের এক দিন পরে ওই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us