কুলদীপের টুঁটি চিপে ধরলেন সিরাজ!
কুলদীপের টুঁটি চিপে ধরলেন সিরাজ! - ছবি সংগৃহীত
ভারতীয় জাতীয় দলের দুই তরুণ তুর্কিকে চেন্নাই টেস্টের প্রথম একাদশে রাখা হয়নি। অস্ট্রেলিয়ায় পেস ব্যাটারির ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ কি সুস্থ রয়েছে? সোশ্যাল মিডিয়া এমনই প্রশ্নে সয়লাপ। কারণ আর কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কুলদীপ যাদবকে হঠাৎ টুঁটি চেপে ধরছেন মোহম্মদ সিরাজ। তারপরেই সেই ক্লিপ ভাইরাল।
চেন্নাইয়ে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে এমনই ঘটনা ঘটল। ঘটনার সময় সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা আসলে ড্রেসিংরুমে ফোকাস করেছিল কোচ রবি শাস্ত্রীকে। ব্যাকগ্রাউন্ডে ছিলেন কুলদীপ এবং মোহম্মদ সিরাজ।
রবি শাস্ত্রীকে ক্যামেরা ফলো করলেও সিরাজের কীর্তি নজর এড়ায়নি ক্রিকেটপ্রেমীদের। হঠাৎ করেই রাগের বশে গলা চেপে ধরেন কুলদীপের। তারপরে ক্যামেরা সরিয়ে নেয়া হয় আগুয়ান শাস্ত্রীর দিকে।
লাইভ ব্রডকাস্টের সেই ভিডিও ক্লিপ শেয়ার করে বিরাট কোহলির একটি ফ্যান পেজ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, “সিরাজ কুলদীপকে কেন এমন করল?” কেন সিরাজ এমন করলেন, তা নিয়ে সংশয় থাকলেও, অনেক নেটিজেনদের ধারণা, এই বিষয় নিয়ে বেশি পানিঘোলা করার প্রয়োজন নেই। কারণ, সিরাজ এবং কুলদীপ দুজনেই ভালো বন্ধু। হয়ত ঠাট্টার ছলে এমনটা সিরাজ করে থাকতে পারেন।
জাতীয় দলের দুই তরুণ তুর্কিকে চেন্নাই টেস্টের প্রথম একাদশে রাখা হয়নি। অস্ট্রেলিয়ায় পেস ব্যাটারির ক্যাপ্টেনের ভূমিকা দারুণভাবে সামলেছিলেন সিরাজ। তার পারফরম্যান্স ক্রিকেট বিশ্বের প্রশংসা আদায় করে নেয়। চোট সরিয়ে অভিজ্ঞ ইশান্ত শর্মা ফিরে আসার জন্য রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে সিরাজকে। অন্যদিকে, রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে কুলদীপকে বসিয়ে শাহবাজ নাদিমকে খেলানো হচ্ছে। কুলদীপকে সুযোগ না দেওয়ায় এমনিতেই দল গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
এদিকে, প্রথম ইনিংসে ইংল্যান্ড থামে ৫৭৮ রানে। আর ভারত শেষ পর্যন্ত ৬ উইকেটে করেছে ৬ উইকেটে ২৫৭ রান। তারা ইংল্যান্ডের চেয়ে এখনো ৩২১ রানে পিছিয়ে আছে।
গম্ভীরের ক্ষোভ
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে সোচ্চার সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে চূড়ান্ত একাদশে দেখতে না পেয়ে ভীষণভাবে হতাশ হন তিনি। এক বিবৃতিতে জানিয়েছেন, 'এটা কুলদীপের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার। ওকে মূলত ইংল্যান্ডের সিরিজের জন্য ভাবা হয়েছিল। একজন বাঁ হাতি রিস্ট স্পিনার সব সময়ই চমকে দিতে পারে। টিমের সঙ্গে থাকলেও বহু দিন টেস্ট ম্যাচ খেলেনি কুলদীপ। ও কিন্তু টিমের বড় সম্পদ হতে পারত।'
অন্যদিকে, দলে ইশান্ত শর্মার অন্তর্ভুক্তিতেও অবাক হয়েছেন গৌতম গম্ভীর। কারণ ভারতীয় টেস্ট দলে অনেকদিন ছিলেন না ইশান্ত।
ভারতের আর এক সাবেক ক্রিকেটার মোহম্মদ কাইফের টুইটেও কুলদীপকে না নেয়া নিয়ে বিস্ময়। তিনি লিখেছেন, 'দু'বছর আগেও কুলদীপ টেস্টে উপরের সারির স্পিনার ছিল।'
টিম ইন্ডিয়ায় প্রথম এগারোয় কুলদীপকে না রাখা 'হাস্যকর সিদ্ধান্ত' বলে মন্তব্য করেছেন প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন মাইকেল ভন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'কুলদীপকে না খেলানো ভারতের হাস্যকর সিদ্ধান্ত। যদি ওকে দেশের মাঠেই না খেলায়, তা হলে কি চোট থাকা অবস্থায় অন্য কোথাও খেলানোর পরিকল্পনা রয়েছে?'
কুলদীপকে সুযোগ না দিয়ে যাদের সুযোগ দেয়া হয়েছে সেই নাদিম, ওয়াশিংটনরা ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ। অন্য বোলাররাও তেমন নজর কাড়তে পারেননি।
কোহলির ক্যাপ্টেনসি নিয়ে তোপ গম্ভীরের
একইসঙ্গে চেন্নাই টেস্টে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। উল্লেখ্য, কিছু দিন আগে টি-২০ ফর্ম্যাটে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন গৌতম গম্ভীর। তিনি বলেছিলেন,'টি-২০ ফর্ম্যাটে কোহলির অধিনায়কত্ব নিয়ে আমার প্রথম থেকেই প্রশ্ন ছিল। এই ফর্ম্যাটে অধিনায়ক কোহলিকে একেবারেই সেরা ফর্মে বা স্বচ্ছন্দে দেখি না। বাইরে থেকে দেখে মনে হয় সবসময় চাপের মধ্যে রয়েছেন তিনি।'
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও এই সময়