বরখাস্তের মুখে পদত্যাগ ট্রাম্পের!
ট্রাম্প - ছবি সংগৃহীত
বরখাস্ত করা হতে পারে, এমন আশঙ্কার মুখে পদত্যাগই করে বসলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি একের পর এক বিপর্যয়ের শিকার হচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি আরো একটি বিপর্যয়ে পড়লেন।তিনি দৃশ্যত প্রায় সব স্থানেই বোঝায় পরিণত হয়েছেন।
খবরে প্রকাশ, স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট (SAG-AFTRA)-এর সদস্যপদ থেকে ইস্তফা দিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প SAG-AFTRA-কে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জানান, তিনি আর এই সংগঠনের সদস্য থাকতে চান না।
পদত্যাগ না করলে সংগঠনের ডিসিপ্লিনারি কমিটি ট্রাম্পের সদস্যপদ বাতিল করতে পারে, তৈরি হয়েছিল এমনই আশঙ্কা। এরপরেই স্বভঙ্গিমায় ট্রাম্প লিখেছেন, তিনি বিষয়টির পরোয়া করেন না ('হু কেয়ারর্স')। প্রসঙ্গত, আমেরিকার প্রায় ১ লাখ ৬০ হাজার টেলিভিশন অভিনেতা, সাংবাদিক, ফ্যাশন মডেল, ভয়েস আর্টিস্ট SAG-AFTRA-র সঙ্গে যুক্ত।
নিজের পদত্যাগপত্রে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চিঠিতে লিখেছেন,'আমি আর আপনাদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে চাই না। তাই অবিলম্বে SAG-AFTRA থেকে পদত্যাগ করার জন্য এই চিঠি লিখছি। সংগঠন আমার জন্য কিছু করেনি।' নিজের পদত্যাগপত্রজুড়ে ক্ষোভের পাশাপাশি অভিমান প্রকাশ করেছেন ট্রাম্প। কিছু দিন ধরেই জোর জল্পনা চলছিল, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্টের সদস্যপদ খারিজ করতে পারে SAG-AFTRA-র শৃঙ্খলা রক্ষা কমিটি। কিন্তু তার আগে নিজে থেকেই পদত্যাগ করেন ট্রাম্প। সংগঠনের অভিযোগ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থকদের হামলার শিকার হয়েছিলেন বেশ কয়েকজন SAG-AFTRA-র সদস্যও। ফলে ট্রাম্প আদৌ এই সংগঠনের সদস্য থাকতে পারবেন কিনা, তা খতিয়ে দেখবে শৃঙ্খলা রক্ষা কমিটি।
SAG-AFTRA-র সভাপতি গ্যাব্রিয়েল কার্টেরিসকে দেয়া চিঠিতে প্রেসিডন্ট থাকাকালীন সংশ্লিষ্ট সংগঠনের জন্য নিজের কাজের একটি দীর্ঘ তালিকা যোগ করেন ট্রাম্প। তিনি লেখেন,'আমি কেবল নিউজ টেলিভিশন ব্যবসা ক্ষেত্রকে বিশেষভাবে সাহায্য করেছি। CNN, MSDNC-তে আমার জন্য, একাধিক চাকরি তৈরি হয়েছে।' ট্রাম্পের চিঠির প্রতিটি পরতে ছিল শ্লেষের সুর। প্রসঙ্গত, ১৯৮৯ সাল থেকে এই সংগঠনের সদস্য ছিলেন ট্রাম্প।
ট্রাম্প চিঠিতে সংগঠনটিকে তীব্র আক্রমণ করে লেখেন, 'আপনার সংগঠন সদস্যদের জন্য সামান্য কাজ করেছে এবং আমার জন্য কিছুই করেনি। শুধুমাত্র কিছু রাজনীতি এবং চিন্তাভাবনাকে প্রোমোট করেছে, যা আমেরিকার নয়। সংগঠনের সদস্যদের বেকারত্ব দেখলেই বোঝা যায় সংগঠনের অবস্থা।' কেন সংগঠন তার জন্য লড়াই করছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।
অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদত্যাগপত্রের সংক্ষিপ্ত জবাব দিয়েছে SAG-AFTRA। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, সংগঠনের পক্ষ থেকে ট্রাম্পকে শুধু 'ধন্যবাদ' জানানো হয়েছে।
সূত্র : আজকাল