ভারত সরকারকে চাপে ফেলে দিয়েছেন থুনবার্গরা

অন্য এক দিগন্ত | Feb 04, 2021 08:35 am
ভারত সরকারকে চাপে ফেলে দিয়েছেন থুনবার্গরা

ভারত সরকারকে চাপে ফেলে দিয়েছেন থুনবার্গরা - ছবি : সংগৃহীত

 

দিল্লির কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলে আলোড়ন পড়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে ভারতের মোদি সরকার। বস্তুত ২৪ ঘন্টার মধ্যেই কৃষক আন্দোলন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। হলিউডের পপস্টার রিহানার একটি ট্যুইটকে কেন্দ্র করে আন্তর্জাতিক সেলেব্রিটিদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিহানার দেখানো পথেই এরপর লাগাতার কখনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিস, কখনো আবার বিশ্বে সাড়া জাগানো পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনকে সমর্থন করে ট্যুইট করতে শুরু করেছেন। এরপরই ভারত সরকার বেনজিরভাবে পাল্টা বিবৃতি দিয়ে ওই সমালোচনাকে দায়িত্বজ্ঞানহীন ও অজ্ঞানতার উদাহরণ বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গোটা বিষয়টি অবগত না হয়ে এভাবে উত্তেজনা ছড়ানোর এই প্রবণতা নিন্দাযোগ্য। সোমবার সন্ধ্যায় নিষ্ক্রিয় করে দেয়া প্রায় ২৫০টি খুলে দিয়েছিল ট্যুইটার কর্তৃপক্ষ। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশিকা সত্ত্বেও কেন তা করা হল, এই মর্মে ট্যুইটার কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে মোদি সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, যে কৃষক আন্দোলনের কথা প্রচার করা হচ্ছে সেখানে ভারতের অতি ক্ষুদ্র অংশের কৃষক যুক্ত। আন্তর্জাতিক মহলের এই নজিরবিহীন সমালোচনা রীতিমতো ঝড় তুলেছে বিভিন্ন দেশে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে হাজার হাজার প্রতিক্রিয়া আছড়ে পড়েছে। ভারত সরকার যে এই হঠাৎ শুরু হওয়া আন্তর্জাতিক আলোড়নে যথেষ্ট উদ্বিগ্ন, তার প্রমাণ বুধবার শুধুই পররাষ্ট্র মন্ত্রণালয়ই নয়, প্রায় গোটা মন্ত্রিসভা দিনভর ওই প্রতিক্রিয়াকে উদ্দেশ্যমূলক প্রচার ও সচেতনতার অভাব হিসেবে পাল্টা আক্রমণ করেছে।

মঙ্গলবার রাতে রিহানা একটি ট্যুইট করেন। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের দাবি এবং ওই আন্দোলনের জেরে সরকারের ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয়ার সিদ্ধান্ত নিয়ে সিএনএন ওয়েবসাইটে একটি সংবাদ প্রকাশিত হয়। রিহানা কৃষকদের ছবিসহ সিএনএনের ওই সংবাদটি শেয়ার করে প্রশ্ন করেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি না কেন? মুহূর্তের মধ্যে ওই ট্যুইট ভাইরাল হয়। এরপর থুনবার্গ এই একই ইস্যুতে প্রতিবাদ করে কৃষকদের সমর্থন জানান। কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিস একটি ছবি শেয়ার করেন যেখানে পোস্টার রয়েছে স্টপ কিলিং ফার্মার্স।

গোটা বিষয়টি ভারত সরকারকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে। বিদেশমন্ত্রক বুধবার কড়া ভাষায় প্রতিবাদ করেছে এই প্রবণতার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা’ হ্যাশট্যাগ ব্যবহার করে বলেছে, কৃষি বিল সম্পর্কে অবহিত না হয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। এই আইন কৃষকদের উপকারই করবে। কিন্তু স্বার্থান্বেষী একটি চক্র কৃষকদের বিভ্রান্ত করছে। সেই চক্রই আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছে।

সূত্র : বর্তমান


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us