করোর বিলিতি স্ট্রেইন নিয়ে আতঙ্কে জাপান
করোর বিলিতি স্ট্রেইন নিয়ে আতঙ্কে জাপান - ছবি সংগৃহীত
এবার করোনাভাইরাসের নয়া বিলিতি স্ট্রেনের তিনটি ভেরিয়ান্ট পাওয়া গেল তিন জাপানি ব্যক্তির শরীরে। টোকিও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ওই রোগীদের শরীরে নয়া স্ট্রেনের তিনটি ভেরিয়ান্ট পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জাপানে। জানা গেছে, এই তিনজনের কেউই দেশের বাইরে যাননি। কিন্তু জাপানে এদের শরীর থেকে ভাইরাস ছড়িয়েছে বলে আশঙ্কা।
সূত্রের খবর, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয় ওই করোনা রোগীদের। তিনজনেরই উপসর্গ দেখা গিয়েছিল। নয়া ব্রিটিশ করোনা স্ট্রেনের এর আগে বিমানবন্দরের কোয়ারেন্টাইন অঞ্চলের বাইরে সন্ধান মেলেনি। আগের মাসেই ব্রাজিল থেকে আসা এক ব্যক্তির শরীরে নয়া স্ট্রেনের সন্ধান মেলে। ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার এক স্ট্রেন মেলে এক ব্যক্তির শরীরে।
বছরের শুরুতেই জাপানে ফের সংক্রমণের মাত্রা বেড়েছে। রাজধানী টোকিওতে প্রতিদিন গড়ে ১০০০ করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত আপৎকালীন অবস্থা জারি হয়েছে। হিরাওকি তাকেউচি নামে একটি গবেষণা সংস্থা জানিয়েছে, দেশের সীমান্ত এলাকায় কড়াকড়ি বাড়াতে যাতে বাইরে থেকে করোনার নয়া স্ট্রেন নিয়ে কেউ প্রবেশ করতে না পারে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, ভ্যাকসিন সাইট ‘সাময়িক’ বন্ধ
কয়েক ডজন ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভে শনিবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম একটি ভ্যাকসিন দেয়ার সাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ সতর্কতা হিসাবে দুপুর ২টার দিকে ডজার স্টেডিয়ামের টিকা কেন্দ্রের প্রবেশপথটি বন্ধ করে দেয়।
টাইমস জানায়, বিক্ষোভকারীরা ভ্যাকসিন বিরোধী এবং ফার-রাইট গ্রুপের সদস্য ছিল। তাদের মধ্যে কয়েকজন কোভিড-১৯ ভ্যাকসিন লক্ষণ ছিল এবং লোকজন যাতে ভ্যাকসিনের ডোজ না নেয়, সেজন্য চিৎকার করছিল। তবে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি বলে টাইমস জানায়।
ভ্যাকসিন নিতে লা ভার্নে থেকে আসা জার্মান জাকেজ, যিনি স্টেডিয়ামের গেটগুলো বন্ধ হয়ে যাওয়ার পর ভ্যাকসিন নেয়ার জন্য এক ঘণ্টা অপেক্ষা করেন।
তিনি বলেন, এটি সম্পূর্ণরূপে ভুল, কয়েকজন বিক্ষোভকারী সাধারণ লোকজনকে লাইনে বলছিলেন করোনাভাইরাস বাস্তব নয় এবং ভ্যাকসিনটি বিপজ্জনক।
এক কর্মকর্তা জানান, দমকল বিভাগ স্থানীয় সময় ৩টার দিকে ভ্যাকসিন দেয়ার কেন্দ্রটি আবার চালু করার পরিকল্পনা করে। সাইটটি সাধারণত সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই বিক্ষোভকে ‘স্ক্যামডেমিক প্রোটেস্ট / মার্চ’ হিসাবে বর্ণনা করে।
বিশ্বে করোনা আক্রান্ত ১০ কোটি ২৫ লাখ ছাড়াল
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৮০১ জনে।
এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ১৭ হাজার ৭৪৬ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৩৯ হাজার ৪২০ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
এদিকে মহামারি করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মেক্সিকো। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৯ জনে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৭ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৪৫ জনের।
সূত্র : ইউএনবি