করোনার টিকা নেয়ার পর কী করতে হবে?
করোনার টিকা নেয়ার পর কী করতে হবে? - ছবি : সংগৃহীত
করোনাভাইরাসের টিকা নেয়ার পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এবং সেগুলো দুই একদিন থাকতে পারে।
এক্ষেত্রে যা করতে হবে তা হলো :
• ভ্যাকসিন নেয়ার পর টিকা কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করুন
• ভ্যাকসিন নেয়ার পর যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র/স্বাস্থ্যকর্মী/চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
• ভ্যাকসিন নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন যাপন করুন।
টিকা নেয়ার আগে কী কী জানা জরুরি?
ব্রিটেন ও আমেরিকায় যে টিকাগুলো অনুমোদন পেয়েছে সেখানে টিকা সম্পর্কে কিছু বিষয় জেনে নিতে বলা হচ্ছে।
যেমন কোনো কোনো সমস্যা থাকলে টিকা নেয়ার আগে সতর্ক থাকতে হবে সে বিষয়গুলো জানা থাকতে হবে।
টিকা নেয়ার আগে চিকিৎসককে জানাতে হবে যে আপনার কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা বা আপনি কোনো রোগের চিকিৎসা নিচ্ছেন কিনা।
যেমন, আগে কোন টিকায় তীব্র এলার্জি দেখা দেয়া, তীব্র জ্বরসহ অসুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, ক্যান্সারের চিকিৎসা চলা, রক্তপাত বা আঘাতের কোন সমস্যা থাকা, গুরুতর অসুস্থতা, গর্ভবতী বা শিশুকে বুকের দুধ পান করাচ্ছে কিনা- এ বিষয়গুলো জানা থাকতে হবে।
আর যে টিকা আপনি নিতে যাচ্ছেন সেগুলোর সাধারণ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা সে বিষয়টিও জেনে নেয়ার চেষ্টা করুন।
সুরক্ষা অ্যাপে যেভাবে নিবন্ধন করা যাবে
বাংলাদেশে টিকা নিতে হলে প্রথমেই নিবন্ধন করতে হবে। এজন 'সুরক্ষা' নামে স্মার্টফোনের জন্য অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ।
সেখানে প্রথমে নিজের পেশার ধরণ, পেশা বাছাই করার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে।
বাংলা ও ইংরেজি, উভয় ভাষায় এই ওয়েবসাইটে তথ্য পূরণ করা যাবে। ওয়েব অ্যাপলিকেশনে নিবন্ধন করতে হলে তাদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
নিবন্ধন করার সময় তার নাম, বয়স, পেশা, এনআইডি নম্বর, ঠিকানা (সিটি কর্পোরেশন/পৌরসভার ওয়ার্ড), যে কেন্দ্রে টিকা নিতে আগ্রহী - সেই কেন্দ্র নির্ধারণ করে দিতে হবে।
তবে এজন্য কোনো স্ক্যান করা কপি বা ছবি দিতে হবে না। নিবন্ধনের জন্য কোনো খরচ বা ফি নেই।
একটি এনআইডি নম্বর থেকে একবারই নিবন্ধন করা যাবে। যেকোনো ব্যক্তি তার কম্পিউটার ব্যবহার করে এই নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর একটি ভ্যাকসিন কার্ড আসবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। টিকা নেয়ার সময় এই কার্ডটি দরকার হবে।
সুরক্ষা অ্যাপ কিভাবে কাজ করবে?
করোনাভাইরাসের টিকা নিতে হলে এই অ্যাপে নিজেদের তথ্য দিয়ে তালিকাভুক্ত করতে হবে। সেখান থেকে সরকার টিকা গ্রহীতার সম্পর্কে যেমন সব তথ্য পাবেন, তেমনি যারা টিকা নেবেন, তারাও পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারবেন।
স্মার্ট মোবাইল ফোনে ডাউনলোডের পর ফোন নম্বর ও এনআইডি নম্বর দিয়ে ব্যবহারকারীরা অ্যাপে নিজেরা নিবন্ধন করবেন।
অ্যাপে নিবন্ধন করার সময় নাম, জন্মতারিখ, এনআইডি নম্বর, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা, পেশা ইত্যাদি বিস্তারিত তথ্য দিতে হবে।
অ্যান্ড্রয়েড ও অ্যাপল -উভয় স্টোরেই এই অ্যাপটি পাওয়া যাবে। স্মার্ট ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
একবার টিকা নিলে কত দিন সুরক্ষিত থাকা যাবে?
বিশেষজ্ঞরা বলছেন, কোনো টিকাই শতভাগ নিরাপত্তা দিতে পারে না। আর একবার টিকা নিলে কত দিন সুরক্ষা মিলবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আর তাই এখনো পরামর্শ হিসেবে বলা হচ্ছে যে, টিকা নিলেও যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটির প্রথম ডোজ নেয়ার চার থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজটি নিতে হবে।
কয় ডোজ টিকা নিতে হবে?
ফাইজার ও বায়োএনটেকের টিকার ক্ষেত্রে দেহে সুরক্ষা তৈরি হতে দুই ডোজ টিকা দরকার হয়। ফাইজারের টিকার ক্ষেত্রে দুই ডোজের মাঝে ২১ দিন বিরতি দেয়ার কথা বলা হয়।
আর মডার্নার ক্ষেত্রে ২৮ দিনের বিরতি নেয়া ভালো বলে জানাচ্ছে সিডিসি।
তবে সর্বোচ্চ কত দিন পর্যন্ত বিরতি নেয়া যাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায় না।
বিশেষজ্ঞরা বলছেন যে নির্ধারিত তিন সপ্তাহ বা এক মাসের মধ্যেই টিকার দ্বিতীয় ডোজটি নিয়ে ফেলা উচিত।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটির প্রথম ডোজ নেয়ার চার থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজটি নিতে হবে।
টিকা কাজ শুরু করতে কত দিন লাগে?
টিকা দেবার পর মানবদেহ করোনাভাইরাসের জেনেটিক উপাদানগুলো চিনে নিতে এবং এ্যান্টিবডি ও টি-সেল তৈরি করতে বেশ খানিকটা সময় নেয়।
তার পরই এগুলো ভাইরাসের দেহকোষে অনুপ্রবেশ ঠেকাতে বা আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলতে শুরু করে।
"টিকার পুরো কার্যকারিতা তৈরি হতে কমপক্ষে দু-সপ্তাহ বা সম্ভবত আরো বেশি সময় লাগে" - বলছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ইমিউনোলজিস্ট অধ্যাপক ড্যানি অল্টম্যান।
অন্য কোনো টিকা নেয়ার সময় কি কোভিডের টিকা নেয়া যাবে?
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা বলছে, আপনি যদি কোভিড-১৯ এর টিকা নিয়ে থাকেন তাহলে অন্য কোন টিকা নেয়ার আগে কমপক্ষে ১৪ দিন অপেক্ষা করতে হবে। তারপর টিকাটি নিতে হবে।
একইভাবে আপনি যদি অন্য কোনো টিকা নিয়ে থাকেন তাহলে কোভিডের টিকা নিতে শুরু করার জন্যও ১৪ দিন অপেক্ষা করতে হবে।
সূত্র : বিবিসি