টিকা নেয়া লোকেরা কি ভাইরাস ছড়াতে পারে?

অন্য এক দিগন্ত | Jan 27, 2021 08:12 am
টিকা নেয়া লোকেরা কি ভাইরাস ছড়াতে পারে?

টিকা নেয়া লোকেরা কি ভাইরাস ছড়াতে পারে? - ছবি : সংগৃহীত

 

করোনাভাইরাসের টিকা নেয়া লোকেরা কি ভাইরাস ছড়াতে পারে? এটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু বাস্তবতা হচ্ছে এ ব্যাপারে কেউ নিশ্চিত নন- জানাচ্ছেন বিবিসির বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা ডেভিড শুকম্যান।

এর কারণ হলো, টিকার ট্রায়ালগুলোতে দু'টি জিনিস দেখা হয়েছে।

একটি হলো- টিকাটি নিরাপদ কিনা, এবং অপরটি হলো- তা করোনাভাইরাস আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে পড়া কতখানি ঠেকাতে পারে।

দুটি ক্ষেত্রেই ভালো ফল পাওয়া গেছে।

কিন্তু ভ্যাকসিন নিলেও একজন থেকে আরেকজনে করোনাভাইরাস ছড়াতে পারে কিনা- তার অনুসন্ধান করা হয়নি।

ফলে যারা টিকা নিয়েছেন তারা অন্যদের মধ্যে ভাইরাস ছড়াতে পারেন কিনা- এটা অজানা।

টিকা নেয়ার কারণে কি কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে?
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, টিকা নেয়ার কারণে কেউ কোভিডে আক্রান্ত হবে না। কারণ এ পর্যন্ত যে টিকাগুলোকে অনুমোদন দেয়া হয়েছে তাদের কোনটিতেই জীবন্ত ভাইরাস নেই। যার থেকে কোভিড হওয়ার সম্ভাবনা রয়েছে।

যে ভ্যাকসিন বা টিকা নিয়ে কাজ করা হচ্ছে সেগুলো মানুষের দেহকে করোনাভাইরাস শনাক্ত করতে এবং সেটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শেখায়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সাময়িকভাবে জ্বরের মতো উপসর্গ থাকতে পারে।

তবে এর মানে হচ্ছে যে, কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে শুরু করেছে দেহ।

তবে এই সুরক্ষা তৈরি হতে যেহেতু কয়েক সপ্তাহ সময় লাগে, তাই টিকা দেয়ার পর পরই কেউ কোভিডে আক্রান্ত হতে পারেন। এর মানে হচ্ছে যে, সুরক্ষা তৈরি করার মতো পর্যাপ্ত সময় পায়নি টিকাটি।

আক্রান্তদেরও কি টিকা নিতে হবে?

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, কোভিড আক্রান্ত হয়ে সেরে ওঠার পরও টিকা নিতে হবে।

সংস্থাটি বলছে, যেহেতু কোভিডের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং দ্বিতীয়বার আক্রান্ত হওয়ারও ঝুঁকি রয়েছে তাই আক্রান্ত হোন আর না হোন, টিকা নেয়া উচিৎ।

তবে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা খুবই কম। আর একবার সেরে ওঠার পর ৯০ দিনের মধ্যে আক্রান্ত হওয়ার উদাহরণও আরো কম।

তবে একবার কোভিড আক্রান্ত হওয়ার পর টিকা নিতে ৯০ দিন অপেক্ষা করা উচিৎ। এ বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

একবার কোভিড আক্রান্ত হওয়ার পর কতদিন রোগটি থেকে সুরক্ষা পাওয়া যায় সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর কোভিড আক্রান্ত হওয়ার কারণে প্রাকৃতিকভাবেই যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা ব্যক্তিভেদে ভিন্ন হয়।

গর্ভবতী নারীরা কি টিকা নিতে পারবেন?
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গর্ভবতী নারীরা করোনাভাইরাসের টিকা নিতে পারবেন না।

কারণ কোভিড প্রতিরোধে যে টিকাটি দেয়া হচ্ছে তা গর্ভবতী নারীদের উপর ট্রায়াল করা হয়নি।

তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, গর্ভবতী কোন নারী যদি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারিতে থেকে থাকে, যেমন : চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী তাহলে তাদের টিকা নেয়া উচিৎ। তবে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কারা টিকা নিতে পারবেন না?
করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)।

সংস্থাটি বলছে, অতীতে যাদের কোন টিকা নেয়ার পর বড় ধরনের অ্যালার্জি হয়েছে বা কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, তাদের টিকা নিতে হলে বিশেষ সতর্কতা নিতে হবে। বিশেষ করে তাদের অবশ্যই টিকা নেয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে।

তবে যাদের খাবার বা পরিবেশে বা মুখে খাবার ওষুধে অ্যালার্জি রয়েছে, তাদের টিকা নিতে কোন সমস্যা নেই।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, যাদের বয়স ১৮ বছরের নিচে তারাও টিকা নিতে পারবেন না।

টিকা নেয়ার পর কী করতে হবে?
টিকা নেয়ার পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এবং সেগুলো দুই একদিন থাকতে পারে।

এক্ষেত্রে যা করতে হবে তা হলো :

• ভ্যাকসিন নেয়ার পর টিকা কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করুন

• ভ্যাকসিন নেয়ার পর যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র/স্বাস্থ্যকর্মী/চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

• ভ্যাকসিন নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন যাপন করুন।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us