অস্ট্রেলিয়ায় করোনা বিধি লঙ্ঘন : এবার বিপাকে কোহলি, পাণ্ডিয়া

অন্য এক দিগন্ত ডেস্ক | Jan 04, 2021 08:43 am
অস্ট্রেলিয়ায় করোনা বিধি লঙ্ঘন : এবার বিপাকে কোহলি, পাণ্ডিয়া

অস্ট্রেলিয়ায় করোনা বিধি লঙ্ঘন : এবার বিপাকে কোহলি, পাণ্ডিয়া - ছবি : সংগৃহীত

 

নতুন বছরের প্রথম দিনে ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার মেলবোর্নের রেস্তোরাঁয় লাঞ্চ সারতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছেন। রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমান গিল, পৃথ্বী শ ও নভদীপ সাইনি- এই পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে প্রথমে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙার অভিযোগ তুলেছে অজি মিডিয়া। অজি মিডিয়া ব্যাপারটার পিছনে আদা-পানি খেয়ে লেগে পড়ে। তারা আবার সেখানে গরুর গোশত খেয়েছেন, এমন খবর প্রচারিত হওয়ার পর ভারতেও তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এই খবরে হইচই পড়তে না পড়তেই কোভিড বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ উঠল ভারত অধিনায়ক বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে। ভারতে ফিরে আসার আগে সিরিজ চলাকালীন ডিসেম্বর মাসের গোড়ার দিকে না কি ডনের দেশে কোভিড প্রোটোকল ভেঙেছেন বিরাট-হার্দিক! এমনই তথ্য সামনে আনছে smh.com.au ।

smh.com.au-এর রিপোর্ট অনুযায়ী ৭ ডিসেম্বর, ২০২০ মাস্ক ছাড়া একটি বেবি শপে দেখা যায় বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়াকে। জানুয়ারি মাসেই বিরাট-অনুষ্কার সংসারে আসছে নতুন অতিথি। অন্যদিকে আইপিএলের আগেই বাবা হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এই ছবি প্রকাশ্যে আসতেই বিরাট কোহলি- হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে কোভিড প্রোটোকল ভঙ্গের বড়সড়় অভিযোগ সামনে উঠে আসছে। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরে এসেছেন হার্দিক পাণ্ডিয়া। অন্যদিকে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি।

সূত্র : জি নিউজ

গরুর গোশত খেয়ে বিপাকে ভারতের ৪ ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটাররা যদি কোভিড বিধি পুরোপুরি লঙ্ঘন করেছেন, এমনটা যদি প্রমাণিত হয়, তাহলে তার ফলাফল মারাত্মক হতে পারে। এদিকে আবার রেস্তোরাঁয় গরুর গোশত খেয়ে দেশেই রোষানলে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা।

বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট বিতর্ক নিয়ে যাত্রা করেছিল। বর্ষবরণের রাতে রোহিতরা সিডনির এক রেস্তোরাঁয় গিয়ে ডিনার সারার পরেই অত্যুৎসাহী এক ক্রিকেট ভক্ত সেই ভিডিও শেয়ার করে দেন। তারপরেই বায়ো বাবল বিধি টিম ইন্ডিয়া ভঙ্গ করেছে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে যায়।

এই বিষয়ে রোহিত শর্মা, নভদীপ সাইনি, ঋষভ পন্থ ও শুভমান গিলদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে দুই দেশের ক্রিকেট বোর্ড। যদিও ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট পুরোপুরি পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের।

তবে এই ঘটনার বাইরেও নয়া বিতর্কের সঙ্গী হয়ে গেলেন রোহিতরা। রেস্তোরাঁয় গিয়ে গরুর গোশত কীভাবে ভক্ষণ করলেন তারকা ক্রিকেটাররা তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে ভারতের ক্রিকেট জনতা।

রোহিতদের রেস্তোরাঁয় খাবার বিষয়টি নজরে আসে এক ক্রিকেট ফ্যানের। তিনি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন। সেই সমর্থকের দাবি, তিনি ক্রিকেটারদের বিল মিটিয়েছেন।

ঘটনাটি ঘটে চ্যাডস্টোন শপিং সেন্টারের সিক্রেট কিচেন চাইনিজ রেস্তোরাঁয়। নভলদীপ সিং নামের সেই ফ্যানের দাবি ক্রিকেটারদের ১১০ ডলার বিল মেটানোর পাশাপাশি তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, ফটো তুলেছেন। এমনকি পন্থ তাকে আলিঙ্গনও করেছেন।

শুধু বিল মেটানো নয়। ভারতীয় ক্রিকেটারদের রেস্তোরাঁর বিলও তিনি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন। সেখানেই দেখা গেছে, পর্ক, প্রনের সঙ্গে ফ্রায়েড বিফও খেয়েছেন ক্রিকেটাররা। এতেই ক্ষোভ বাড়ে সমর্থকদের।

সোশ্যাল মিডিয়ায় তারপরেই ব্যারাকিংয়ের শিকার হন রোহিত শর্মা এন্ড কোং।

ঘটনা যাই হোক, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সরাসরি রোহিতদের এই আউটিংকে ডিফেন্ড করে এই বিষয়ে পিটিআইকে জানানো হয়েছে, “রেস্তোরাঁর বাইরে রোহিতরা অপেক্ষা করছিলেন। হালকা বৃষ্টির জন্য রেস্তোরাঁর ভিতরে যায় তারা। দলের প্রত্যেকেই বায়ো সিকিউর প্রোটোকল বিষয়ে ওয়াকিবহাল। তারা ইচ্ছামতো ট্রেনিং করতে পারে নিয়ম মেনে। সেটাই তারা করছে। এটা আসলে এক শ্রেণির অস্ট্রেলীয় মিডিয়া খারাপ উদ্দেশে প্রচার করছে। যদি এভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া চায় ভারতীয় ক্রিকেটারদের মনোবল নষ্ট করে দেবে, তাহলে একদমই ভুল করছে।”

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us