বিদায় ২০২০

অন্য এক দিগন্ত ডেস্ক | Dec 30, 2020 08:17 am
বিদায় ২০২০

বিদায় ২০২০ - ছবি : সংগৃহীত

 

প্রেসিডেন্ট নির্বাচন

মহামারী আবহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত পরাজিত হলেন ডোনাল্ড ট্রাম্প। তবে হার স্বীকার করেননি রিপাবলিকান এই নেতা। করোনা মোকাবিলায় ব্যর্থতা, বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে আন্দোলন, শ্বেতাঙ্গদের আস্ফালন, বেহাল অর্থনীতি ট্রাম্পের দম্ভ চূর্ণ করে দিয়েছে। যদিও, ৭৪ বছর বয়সী বিদায়ী প্রেসিডেন্ট অবশ্য ‘ভোট কারচুপির’ উপর দায় চাপিয়েছেন। তার অভিযোগ, মহামারীর সুযোগে ডাকযোগে যে বিপুল সংখ্যক ভোট পড়েছে, তাতে জালিয়াতি হয়েছে। সেই ভোট গণনার পরেই ট্রাম্পের পরাস্ত হন। তার বিরুদ্ধে আদালতেও যান ট্রাম্প। সেখানেও কোনো সুরাহা হয়নি।

জর্জ ফ্লয়েডের মৃত্যু
‘আমি শ্বাস নিতে পারছি না।’ আটক হওয়ার পর গলায় শ্বেতাঙ্গ পুলিসকর্তার হাঁটুর চাপ সহ্য করতে না পেরে এমনই বলেছিলেন কৃষ্ণাঙ্গ মার্কিন জর্জ ফ্লয়েড। এ বছরের মাঝামাঝি তার করুণ মৃত্যু শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। প্রকাশ্যে চলে আসে মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গদের উপর অহরহ পুলিশি নির্যাতনের ঘটনা। মিনিয়াপোলিসে ফ্লয়েডের মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের নতুন ঢেউয়ের সূচনা করে। আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ হিংসাত্মক আকায় নেয়।

প্যাকেজনির্ভর অর্থনীতি
করোনা মহামারী আতঙ্কে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে পড়ায় বছরের গোড়াতেই মন্দার কালো মেঘ ঘনিয়ে আসে বিশ্ব অর্থনীতিতে। বিভিন্ন দেশে লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ। এপ্রিলে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার জানায়, মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ সঙ্কুচিত হয়ে পড়তে পারে। ১৯৩০ সালের মন্দার পর এমনটা আর হয়নি। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশ একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করে। আমেরিকায় এই প্যাকেজ ছাড়িয়ে যায় ট্রিলিয়ন ডলার। ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি পুনরুদ্ধার করতে ৭৫০ বিলিয়ন ইউরোর তহবিল তৈরিতে একমত হন ইউরোপের নেতারা। নরেন্দ্র মোদি সরকারও ভারতের জন্য লক্ষ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছেন। গড়েছেন সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর জন্য বিশেষ তহবিল।

অযোধ্যায় রামমন্দির
৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তারপরেই শুরু হয় মন্দির নির্মাণের কাজ। ৪০ কেজির রুপার ইট ভিত্তি প্রস্তর হিসেবে বসানো হয়। ২০১৯ সালেই সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছিল। ১৯৯১ সাল থেকে বিজেপির নির্বাচনী হাতিয়ার ছিল রাম মন্দির। মন্দির নির্মাণে ৩৬-৪০ মাস সময় লাগবে। তারপর সেখানে রামলালাকে স্থাপন করা হবে। এছাড়া এ বছরই বাবরি ধ্বংসের মামলায় একাধিক বিজেপি নেতাসহ অভিযুক্ত ৩২ জনকেই খালাস করেছে আদালত।

ভারত-চীন সংঘর্ষ
বিশ্বের সবথেকে বড় অমীমাংসিত সীমান্ত ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’। সেই এলএসি এ বছর দেখল ভারত ও চীনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। লাদাখের গলওয়ান সীমান্তে পাথর, রড নিয়ে ভারতীয় বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে লালফৌজ। আক্রমণে প্রাণ হারান ভারতের ২০ জন সেনা-জওয়ান। অন্যদিকে, এই সংঘর্ষে ৪৩ জন চীনা সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছিল ভারতীয় বাহিনী। এরপর সীমান্তে উত্তেজনা প্রশমন করতে দু’পক্ষ বেশ কয়েক দফা বৈঠক করলেও পরিস্থিতি ঠাণ্ডা হয়নি। তবে শুধু লাদাখেই নয়, সীমান্তের আরও কিছু অংশে চলতি বছর দু’পক্ষের সেনাকে মুখোমুখি দাঁড়াতে দেখা গিয়েছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই অচলাবস্থায় দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি হয়েছে।

হ্যারি-মেগান
রাজপরিবার ছাড়লেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান মার্কল। দায়িত্বের পাশাপাশি রাজকীয় উপাধিও ত্যাগ করেছেন তারা। ঘর বেঁধেছেন ক্যালিফোর্নিয়ায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হ্যারি ও মেগান এই সিদ্ধান্ত জানানোর আগে রানি বা যুবরাজ চার্লসের সঙ্গে কোনো আলোচনা করেননি। তার জেরে অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় বাকিংহাম প্যালেস। হ্যারি ও মেগান গত অক্টোবরে বলেছিলেন, রাজ পরিবারের সদস্য হিসেবে সারাক্ষণ গণমাধ্যমের নজরে থাকতে হয় বলে ব্যক্তিগত জীবন কঠিন হয়ে যাচ্ছে। তার তিন মাসের মাথায় তারা নিজেদের ইনস্টাগ্রামে রাজ পরিবার ছাড়ার ঘোষণা করেন তারা। বিবৃতিতে হ্যারি-মেগান লেখেন, দীর্ঘ চিন্তাভাবনা আর আলোচনা করেই এই সিদ্ধান্ত।

ভারতের জিডিপি
২০২০ সালের এপ্রিল-জুন ত্রৈমাসে জিডিপি ২৩.৯ শতাংশ কমেছে। কঠোর লকডাউন অর্থনীতির উপর বিশাল এক চাপ সৃষ্টি করেছে। কৃষিকাজ বাদে সমস্ত ক্ষেত্রই ব্যাপক ক্ষতি হয়েছে। উৎপাদন খাতে স্থিত মূল্য সংযোজন বৃদ্ধি (জিভিএ) ৩৯.৩ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে নির্মাণ, বাণিজ্য, ভ্রমণ ও আতিথেয়তা ইত্যাদি ক্ষেত্রে চরম ক্ষতিগ্রস্ত।

ভারত-পাকিস্তান সম্পর্ক
দ্বিপক্ষীয় সম্পর্কের আরো অবনতির সাক্ষী ২০২০! ঘটনার শুরু ২০১৯ সালের পুলওয়ামা উগ্রবাদী হানা থেকে। তারপর জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। তখন থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের বরফ গলার কোনো সুযোগ নেই।

নাগরিকত্ব বিক্ষোভ
২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতীয় পার্লামেন্টে পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল (সিএএ)। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় অবস্থান বিক্ষোভ শুরু করে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বড় অংশের মানুষেরা। দিল্লির শাহিনবাগের হাত ধরেই ক্রমেই বাড়তে থাকে সিএএ বিরোধী আন্দোলনের ঝাঁঝ। এই আন্দোলনের মাঝেই সাম্প্রদায়িক হিংসার কবলে পড়ে দিল্লি। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি প্রথমে সিএএপন্থী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তারপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় রাজধানী। সরকারি হিসেব অনুযায়ী ঘটনায় মারা হারান প্রায় ৫৩ জন। জখম দুই শতাধিক।

সূত্র : বর্তমান

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us