সিরিয়া, লিবিয়ায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে তুর্কি ড্রোন
রায়রাখতার টিবি-২ - ছবি : সংগৃহীত
তুরস্কের তৈরী “রায়রাখতার টিবি-২” নামের মানুষ্যবিহীন উড়োযান বা ড্রোন সিরিয়া, লিবিয়া ও অন্যান্য স্থানে কয়েক শ' আর্মড ভ্যাহিকেল এমনকি বিমান নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি বেল ওয়লেস। শুক্রবার আরইউএসআই নামের একটি ব্রিটিশ নিরাপত্তা থিংক ট্যাংক কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনাতে তিনি এ কথা বলেছেন বলে তুরস্কের আনাদুলু এজেন্সিকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে মিডলইস্ট মনিটর।
বেন বলেন, ‘এসব ড্রোনের প্রধান অংশ তুরস্কের তৈরী। এদের মধ্যে বিদেশি রাষ্ট্রের সূক্ষ্ম প্রগ্রামের প্রবেশ ঠেকাতে তারা (তুরস্ক) আমাদের মতো করে খুব ভালভাবে এটা তৈরী করেছে।’ তুরস্কের তৈরী এসব ড্রোন ‘শত্রুকে প্রকৃত চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম’ বলেও মন্তব্য করেন ব্রিটিশ অভিজ্ঞ এ অস্ত্র বিশেষজ্ঞ।
তিনি বলেন, ‘টিবি-২ এবং এর সাথে থাকা অস্ত্রভাণ্ডারের সমন্বয়ে এটা এমন এক কৌশলগত সক্ষমতা তৈরী হয়, যা এর কমান্ডারকে শত্রুকে চ্যালেঞ্জ করার সময় কিছুটা বিপদ সহ্য করারও সক্ষমতা প্রদান করে।’ এসময় বেন বৈশ্বিক সংঘাতের ভৌগলিক পরিবর্তন নিয়ে এবং বর্তমানে যুক্তরাজ্যের হুমকি নিয়ে বিশদ আলোচনা করেন।
তিনি ব্যাখ্যা করে বলেন, আমাদের পশ্চিমাদের মধ্যে একধরণের প্রবণতা রয়েছে যে, আমরা ওয়াফাইট (গুলিবর্ষণ করা) এবং সাব-শারহোল্ড (গুলির শুরুর আগের সকল কার্যক্রম)-কে আলাদা করে দেখি। তবে বর্তমানে আসল ব্যাপার হলো এটা প্রতীকী অর্থে হয়তো সংঘাত না তবে সন্দেতীতভাবে এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড। এই বিভক্তি হয়তো আমাদেরকে “আইনের শাসনের” সান্তনা দেয়, কিন্তু এটা আমাদেরকে একটি নিশ্চিত যুদ্ধের দিকে ধাবিত করে এবং শান্তি বিনষ্ট করে।’ ব্রিটিশ প্রতিপক্ষদের নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ পছন্দের পদক্ষেপে হতাশা ব্যক্ত করেন তিনি।
ব্রিটিশ এ কর্মকর্তা বলেন, ‘এসব পদক্ষেপ যুক্তরাজ্যের শক্তি ও দুর্বলতা নিয়ে গবেষণার ফসল। তারা পরিবর্তনশীল আর আমরা স্থির। তাদের উদ্ভাবন, অবস্থানের মাধ্যমে তারা যখন প্রস্তুতি নিচ্ছে তখন আমাদের অবস্থা একদমই স্থির এবং আমাদের প্রক্রিয়া পুরোপুরি অনুমানযোগ্য। সত্যিকথা বলতে তারা যুদ্ধপূর্ব কর্মকাণ্ডে সুনিপুণ দক্ষ আর আমরা পরস্পরবিরোধী আইন, নিজেরেদের আরোপ করা ঝুঁকি এবং অনেকটা আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে বসে আছি।’
সূত্র : মিডল ইস্ট মনিটর
‘তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন চলমান থাকবে’
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তুরস্কের প্রতিরক্ষা শিল্প তার উন্নয়ন অব্যাহত রাখবে বলে মঙ্গলবার জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের (এসএসবি) প্রধান ইসমাইল দেমির।
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা যন্ত্রাংশ কেনার কারণে ওয়াশিংটনের দেয়া অবরোধের প্রেক্ষিতে ইসমাইল দেমির বলেন, ‘দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন চলমান থাকবে এবং তা আগের চেয়ে আরো দ্রুত গতিতে। বরং এ পদক্ষেপটি জ্বলে উঠা ও সতর্কতা হিসেবে প্রতিফলিত হবে।
পার্লামেন্টে দেয়া বাজেট বক্তৃতার পর সাংবাদিকদের দেমির আরো বলেন, ‘আমরা আশা করবো, এতে আমাদের সম্পর্কে খুব বেশি প্রভাব পড়বে না।’
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ গত সোমবার রাশিয়া থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের উপর অবরোধ আরোপ করে।
দিমির ও অপর তিনজন কর্মকর্তাসহ এসএসবিকে লক্ষ করে কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভারসারিজ থ্রু স্যাঙ্কশনস অ্যাক্টের (সিএএটিএসএ) আওতায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ন্যাটো সদস্যপদের কথা উল্লেখ করে দেমির বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আঙ্কারার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। উভয় পক্ষই এ সম্পর্ক ধরে রাখার ব্যাপারে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দীর্ঘ চেষ্টার পর ব্যর্থ হয়ে ২০১৭ সালের এপ্রিলে তুরস্ক এস-৪০০ কেনার জন্যে রাশিয়ার সাথে চুক্তি করে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের বিরোধিতা করছেন এই বলে যে, এটা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার সাথে মানানসই না। এর ফলে পরবর্তী প্রজন্মের এফ-৩৫ জেটের অনেক কিছু রাশিয়ার কাছে চলে যাবে।
তবে তুরস্ক বলছে, এস-৪০০ ন্যাটো ব্যবস্থার সাথে সমন্বিত হবে না, এবং এটা ওই জোট ও তার অস্ত্রশস্ত্রের জন্য কোনো হুমকি হবে না।
সূত্র : ইয়েনি সাফাক