বসনিয়ায় রুশ হস্তক্ষেপ : যা বললেন ইজেতবেগোভিচ
বাকির ইজেতবেগোভিচ - ছবি সংগৃহীত
বসনিয়া-হার্জেগোভিনার আভ্যন্তরীণ ইস্যুতে মৌলিকভাবে হস্তক্ষেপ করছে রাশিয়া। বুধবার এমন অভিযোগ করলেন বসনিয়ার মুসলিমদের (বসনিয়াক) সবচেয়ে বড় দলটির নেতা।
গত সোম ও মঙ্গলবারে বসনিয়াতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বিতর্কিত সরকারি সফরকে এভাবেই মূল্যায়ন করেন পার্টি অভ ডেমোক্রেটিক এ্যাকশনের (এসডিএ) সভাপতি বাকির ইজেতবেগোভিচ।
তিনি জোর দিয়ে বলেন, সার্ব-অধ্যুষিত দেশটির অর্ধাংশ রিপাব্লিকা শ্রাপস্কার (আরএস) নেতারা যাই করুক না কেন রাশিয়া মূলত বেছে বেছে তাদেরকেই সমর্থন দিচ্ছে।
‘লাভারভের ভুলটি হলো বসনিয়া-হার্জেগোভিনার প্রতীক ও আইনকে সম্মান না করা। এই আচরণের দ্বারা তিনি জাফেরোভিচ এবং কমসিককে খেপিয়ে তুলেছেন,’ দেশটির তিন সদস্যের রাষ্ট্রপতি পদে বসনিয়ার মুসলিম ও ক্রোট প্রতিনিধিদের কথা উল্লেখ করে রাজধানী সারাজেভোতে এ কথা বলেন ইজেতবেগোভিচ।
লাভারভ সোমবার বসনিয়াতে এসে প্রথমে পূর্ব সারাজেভোর রিপাব্লিকা শ্রাপস্কা সফর করেন এবং সার্বিয়ান নেতাদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে বসনিয়া-হার্জেগোভিনার কোন পতাকা দেখা যায়নি।
মস্কোর শীর্ষ কুটনীতিকের প্রতি তিরস্কার হিসেবে বসনিয়া-হার্জেগোভিনার রাষ্ট্রপতি পরিষদের বসনিয়াক সদস্য সেফিক জাফেরোভিচ এবং ক্রোট সদস্য জেলজকো কমসিক মঙ্গলবার লাভরভের একটি সভা বর্জন করেন।
সভা বর্জনের কারণ হিসেবে তারা যা বলেছেন তা হলো দেশের প্রতি লাভরভের ‘অসম্মান’।
তারা বলেন, লাভরভের উচিত ছিল সোমবার দেশটির সার্বীয় অর্ধ-স্বায়ত্তশাসিত অংশের সার্বীয় প্রেসিডেন্ট মিলোরাদ ডডিকের সাথে প্রথম সাক্ষাতের পরিবর্তে বসনিয়া-হার্জেগোভিনার রাজধানী থেকে তার সরকারি সফর শুরু করা।
কট্টর রুশপন্থী অবস্থানের জন্য খ্যাতিমান ডডিক বসনিয়ার সার্বদের বসনিয়া-হার্জেগোভিনা থেকে আলাদা হয়ে প্রতিবেশী সার্বিয়ায় সাথে যোগ দেওয়ার পক্ষে ওকালতি করছিলেন। যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে বসনিয়া-হার্জেগোভিনার বিচ্ছেদকে সমর্থন করে না, তবে প্রকাশ্যে ডডিকের বিচ্ছিন্নতাবাদী রাজনীতির সমালোচনাও কখনো করেনি।
কমসিক বলেছেন, বৈঠকটি প্রত্যাখ্যান করা হয়েছে কারণ লাভারভ সোমবারের সংবাদ সম্মেলনে বসনিয়া-হার্জেগোভিনার প্রতি অসম্মান দেখিয়েছে যেখানে বসনিয়ার কোনও পতাকা ছিল না। সেখানে তিনি ডডিকের ‘বসনিয়া-হার্জেগোভিনা সামরিকভাবে নিরপেক্ষ থাকবে এবং কখনও ন্যাটোতে যোগ দেবে’ এই মন্তব্যটির প্রশংসা করেছেন।
‘লাভারভ জানেন যে রাষ্ট্রই কেবল এই জাতীয় সিদ্ধান্ত নিতে পারে,’ জাফেরোভিচের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমসিক।
‘রাশিয়ান ফেডারেশনকে একটি বড় এবং শক্তিশালী দেশ হিসাবে শ্রদ্ধা করি। তবে আমরা বলকান অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশসমূহ বা ন্যাটো সদস্য দেশগুলোর সাথে রাশিয়ার বিরোধ ও খেলার গুটি হতে রাজী নই। আমরা আশা করি তারা বিষয়টি বুঝবে এবং সহযোগিতা করবে,’ কমসিক বলছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ডেটন শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তির সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফর মিলে যায়। ডেটন চুক্তির ১৯৯০ এর দশকের বসনিয়া-হার্জেগোভিনায় চার বছরের যুদ্ধকে সমাপ্ত করেছিল।
যদিও এই চুক্তি রক্তপাতের অবসান ঘটিয়েছে, তবে এটি দেশটিকে অনেকাংশে অচল করে ফেলেছে এবং সার্ব-অধ্যুষিত রিপাব্লিকা শ্রাপস্কা এবং মুসলিম-ক্রোট ফেডারেশনে দ্বিখণ্ডিত করে ফেলেছে।
সূত্র : ডেইলি সাবাহ, আনাদোলু এজেন্সি