টিকা নিলেও পরতে হবে মাস্ক!
টিকা নিলেও পরতে হবে মাস্ক! - ছবি : সংগৃহীত
আর হয়তো অল্প কয়েক দিনের অপেক্ষা। এত দিন যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে গোটা দুনিয়া, সেই করোনাভাইরাসের প্রতিষেধক হাতের নাগালের মধ্যে চলে এলো বলে। এখন, করোনার টিকা নিয়েই কি কোভিড-১৯-পূর্ববর্তী জীবনে ফিরে যাওয়া যাবে? আগে যেমন মাস্ক ছাড়া যেখানে সেখানে ভিড়ের মধ্যে ঢুকে পড়া যেত, সেসব কী করা যাবে? এর উত্তর হলো- না, একেবারেই না। এখন পর্যন্ত সবচেয়ে কার্যকরী হিসেবে যে সব প্রতিষেধকের খবর এসেছে তার সবগুলোই সংক্রমণ হলে শরীরে রোগ প্রতিরোধ করতে সক্ষম। টিকা নেয়া ব্যক্তি তা বহন করবেন না তা বলা হয়নি।
প্রতিষেধক নেয়া এক ব্যক্তি হয়তো অসুস্থ হয়ে পড়বেন না, বা তার কোনো লক্ষণ চোখে পড়বে না, কিন্তু তিনি নিঃশব্দে তা ছড়িয়ে দিতে পারেন। মাস্ক না পরলে এবং শারীরিক দূরত্ববিধি না মানলে তা বেশিমাত্রায় হবে, বলাই বাহুল্য। সেক্ষেত্রে টিকা না পাওয়া মানুষের জন্য আসবে মারাত্মক বিপদ। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি বিশেষজ্ঞ মিশাল টাল বলছেন, বহু মানুষের ধারণা, একবার টিকা নিলে আর মাস্ক পরার দরকার হবে না। কিন্তু তাদের জানা দরকার টিকা নেয়ার পরও মাস্ক পরা চালিয়ে যেতে হবে।
শ্বাসযন্ত্রের বেশির ভাগ সংক্রমণের ক্ষেত্রে প্রধান পথ নাক। নাকের মধ্যে জীবাণু খুব দ্রুত সংখ্যায় বৃদ্ধি পায়। একবার সেই সমস্যা থেকে সুস্থ হওয়ার পর ফের যখন একই ভাইরাস আক্রমণ করে তখন শরীরে তৎক্ষণাৎ অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। কিন্তু কোভিডের প্রতিষেধক সিরিঞ্জের মাধ্যমে মাংসপেশির গভীরে দেয়া হয়। এতে রোগ প্রতিরোধ করতে শরীরে নতুন অ্যান্টিবডির সৃষ্টি হয়। এই অ্যান্টিবডিগুলোর কিছু অংশ রক্তের মাধ্যমে বাহিত হয়ে নাকের মিউকোসায় প্রবেশ করে সেখানে পাহারা দেয়। কিন্তু অ্যান্টিবডির কতখানি অংশ নাকে আসবে এবং কত দ্রুত আসবে তা এখনো স্পষ্ট নয়। যদি দুটি প্রশ্নের উত্তর বেশি না হয়, তাহলে বিপদ।
সে ক্ষেত্রে নাকের মধ্যে ফের বংশবৃদ্ধি করবে কোভিড ভাইরাস ও হাঁচির মাধ্যমে বা নিঃশ্বাসের সঙ্গে বাহিত হয়ে অন্যের শরীরে ছড়িয়ে যাবে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইমিনোজিস্ট মারিয়ন পেপার বলছেন, ‘এটা একটা রেস। ভাইরাস আগে সংখ্যায় বাড়বে না প্রতিষেধক আগে তাকে কাবু করতে পারবে, তার ওপরেই সবটা নির্ভর করছে।’
এ কারণেই চিকিৎসা বিজ্ঞানীরা মাংসপেশিতে ইনজেকশনের চেয়ে নাকে দেয়া যায় এমন স্প্রে-র ওপর বেশি ভরসা করেন। ভবিষ্যতে হয়তো করোনার জন্যও এমন ন্যাসাল স্প্রে দেয়া প্রতিষেধক চলে আসতে পারে। তবে মোদ্দা কথা এই যে, টিকা নিয়েও মাস্ক খুলে ফেলা যাবে না, অন্তত গোটা বিশ্বের প্রত্যেকে যত দিন না প্রতিষেধক পাচ্ছে।
সূত্র : আজকাল