রাজামোহনের নতুন অ্যাসাইনমেন্ট ইসরাইল

গৌতম দাস | Dec 05, 2020 05:49 pm
রাজামোহন

রাজামোহন - ছবি সংগৃহীত

 

রাজামোহনের নতুন অ্যাসাইনমেন্ট ইসরাইল : সেই রাজামোহনকে এবার দেখা যাচ্ছে, আবার তৎপর হয়েছেন। তার এবারের অ্যাসাইনমেন্ট ‘ইসরাইল’। সরাসরি বললে, পাকিস্তান এবং সেই সূত্রে বাংলাদেশও যেন ইসরাইলকে স্বীকৃতি দেয়, এর পক্ষে ওকালতি করা। রাজামোহন এই স্বীকৃতি দেয়ার ‘ফায়দা’ বেচতে এসেছেন, তবে সাথে হুমকি-ভয়ও দেখাচ্ছেন।

রাজামোহন নিয়মিত ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস ইংরেজি দৈনিকে কলাম লিখেন। এর সর্বশেষ ভাষ্যে তিনি যে রচনাটা পাঠিয়েছেন এর শিরোনাম হলো, ‘পশ্চিম এশিয়ায় বদলে যাওয়া ভূরাজনীতি বাস্তবতাকে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশের অবশ্যই মোকাবিলা করতে হবে।’

তার লেখার এই শিরোনাম ঘোরতর চাতুরীতে পূর্ণ। এখানে ‘পশ্চিম এশিয়া’ মানে কী? তিনি ইরানের নাম না নিয়ে বলছেন, পশ্চিম এশিয়া। ইরান যেন তার ও ইসরাইলের ‘ভাসুর’! তা ছাড়া এমন কোনো কাজের এরিয়া আমরা দেখাতে পারব কি যেখানে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশের একই পলিসি গ্রহণের কোনো সুযোগ আছে? ইন্ডিয়া এমন কোনো কমন স্বার্থ-অবস্থানের ইস্যু বলে কিছু অবশিষ্ট রাখেনি; উগ্র হিন্দুত্ব মাখিয়ে তিতা করে ফেলেছে। কারণ ভারতের আচরণ হলো- মনে মনে দাবিও বলা যায়- যেন ভারত বলতে চায়, ‘আমেরিকা এখন আমার পিঠে হাত রেখেছে, কাজেই আমি অনেক উঁচুতে।’ ফলে সে তো বাংলাদেশ বা পাকিস্তানের ওপরে কোনো প্রভাব বিস্তারযোগ্য শাসক মনে করে নিজেকে। ভারত নিজেকে যখন থেকে এমনই এক ‘মুই কী হনু রে’ জায়গায় অনুভব করে সেদিন থেকে সম্পর্কটাই তো অসম, কাজেই কমন স্বার্থ বলে এখানে কিছুই আর অবশিষ্ট নেই। ফলে এ অবস্থায় রাজামোহনের তিন দেশকে এক নিঃশ্বাসে হাজির করাটাই সন্দেহজনক।

আসলে রাজামোহন এখন ‘ইসরাইলের এজেন্সি’ নিয়ে এসেছেন। তাই আকার ইঙ্গিত নয় একেবারে সরাসরি বলছেন, আমরা এই তিন দেশ যেন ইসরাইলকে স্বীকৃতি দেই যেটা ভারত ইতোমধ্যেই করে ফেলেছে, ইসরাইলের কোলে উঠে বসেছে।

কিন্তু এই কথাটা রাজমোহন তুলেছেন অত্যন্ত ধূর্ততায় ও অনৈতিকভাবে। তার লেখার প্রথম প্যারার অনুবাদ হলো এরকম- “তেহরান থেকে বাইরে গত সপ্তাহে ইরানি এক পরমাণু বিজ্ঞানীকে (মোহসেন ফখরিজাদে) নির্লজ্জ ও বেপরোয়া খুনের ঘটনা মধ্যপ্রাচ্যের এই পরিচিত রাজনৈতিক বয়ানকেই গুরুত্ব আরোপ করে যে, আপনি ভুল না সঠিক অবস্থানে তাতে কিছু যায় আসে না। বরং আপনি দুর্বল না শক্তিশালী, এটাতেই আসলে সবকিছু যায় আসে। ফখরিজাদের গুপ্তহত্যাটা প্রমাণ করে ইরানের বেড়ে চলা মারাত্মক ‘স্ট্রাটেজিক দুস্থ’ অবস্থা। এ অঞ্চলে ইরানকে উপেক্ষা করে কিছু আরব দেশ ও ইসরাইলের মধ্যে সম্পর্ক ধারাবাহিকভাবে স্বাভাবিকীকরণে পুনঃসজ্জিত করা চলছে- এ দিকটাই উল্লেখযোগ্য।”

এখন লক্ষণীয়, শুরুতে তিনি ফখরিজাদের গুপ্তহত্যাকে বর্ণনা করতে ইংরেজিতে ‘ব্রাজেন’ (brazen) বলে একটা শব্দ ব্যবহার করেছেন; যার অর্থ নির্লজ্জ ও বেপরোয়াভাবে যে কাজ করা হয়- অর্থাৎ নিন্দাসূচক কাজ এটা; তিনি তাই বলছেন। অথচ পরের বাক্যে গুপ্তহত্যার পক্ষে সাফাই দিয়ে বলছেন, এসব কাজকে ঠিক-বেঠিক দিয়ে বুঝা যাবে না; বুঝতে হবে আপনি দুর্বল না শক্তিশালী সেটাই গুরুত্বপূর্ণ। পরের বাক্যে এবার তিনি খোলাখুলি বলছেন, “ফখরিজাদের গুপ্তহত্যাটা প্রমাণ করে, ইরানের বেড়ে চলা মারাত্মক ‘স্ট্রাটেজিক দুস্থ’ অবস্থা।”

ফখরিজাদে খুন হয়েছেন মানে ইরানের স্ট্রাটেজিক দুরবস্থা প্রমাণিত হয়েছে, কাজেই এখন দল বেঁধে ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে- এমন কথা যিনি বলেন তিনি তো নিম্ন শ্রেণীর কোনো দালালের চেয়েও অধম!
এক কথায় রাজামোহন বলতে চাচ্ছেন, ইসরাইল যেহেতু ‘শক্তিশালী’ এবং ‘এটাই ম্যাটার করে’ অতএব ইসরাইলের ‘পা’চাটতে হবে’ আমাদের। আসলে এ ধরণের লোকের মধ্যে সমস্ত মনুষ্যগুণ লোপ পেয়েছে। তাদের ন্যূনতম কোনো নৈতিকতা আর অবশিষ্ট নেই।

আচ্ছা কালকে যদি ইরান প্রতিশোধমূলক কোনো অ্যাকশন নেয় যেটা সে প্রতিজ্ঞা করেছে এবং যেটা সে ট্রাম্পের ক্ষমতা ত্যাগের পরে নেবে বলে অনুমান করা হচ্ছে- তাহলে কী হবে?

আসলে এখন রাজামোহনের প্রথম কাজ হতে হবে পড়াশোনায় ফেরত যাওয়া। আর ‘ক্ষমতা’- এই ইস্যুটা নিয়ে তিনি যেন আবার পড়াশোনা শুরু করেন। তাতে তিনি দেখবেন, ক্ষমতা নেয়াই যায়, এটা বড় ঘটনা নয়। বড় দিকটা হলো, ক্ষমতার সপক্ষে একটা নৈতিকতা, একটা সাফাই হাজির করে দেখাতে পারা। এটা না পারলে ওই ক্ষমতা তাকে সবসময় পীড়া দিতেই থাকবে। আর সাফাই হাজির করতে না পারলে ওই ক্ষমতা তার হাত থেকে চলে যাবে এবং তারই বিরুদ্ধে হাজির হতে থাকবে। চাই কি, যাওয়ার আগে তাকেই মেরে ফেলে দিয়ে যেতে পারে।

ইসরাইল সম্পর্কে কেবল একটা কথা বলব। যেদিন আমেরিকা গ্লোবাল নেতৃত্ব হারিয়ে ফেলবে, সেদিন ইসরাইল রাষ্ট্র একই কারণে- নৈতিকতা বা সাফাইহীন ক্ষমতা খাড়া করার কারণে নিজ অস্তিত্ব টেকানোর সঙ্কটে পড়বে। তবে এসবের আগেই এখন আমরা যেদিকে চোখ রাখতে পারি তা হলো, চীন-ইরানের ২৫ বছরের হবু চুক্তি।

সৌদি আরবের বাদশাহরাষ্ট্র হিসেবে আবির্ভাব ও টিকে থাকা আমেরিকার সাথে সৌদিদের সম্পর্কের সমান বয়সী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক-নির্ধারক আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট আর সৌদি বাদশাহর চুক্তি (১৪ ফেব্রুয়ারি ১৯৪৫) হয়েছিল। সৌদি আরবের এখনো মধ্যপ্রাচ্যের কেন্দ্র হয়ে থাকার ভিত্তি সেটাই; যদিও তা এখন শেষ বয়সের দিকে পৌঁছাচ্ছে বলে অনুমান করা হয়। চীনের গ্লোবাল নেতৃত্ব নেয়া আর চীন-ইরানের ২৫ বছরের চুক্তি কার্যকর হওয়া- হবু এসব ঘটনারই সোজা পরিণতি হবে, আজকের সৌদি অবস্থানটা তখন নেবে ইরান। মধ্যপ্রাচ্য বা জিসিসির প্রতিটি আমিরাতের অস্তিত্ব সঙ্কটাপন্ন হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সৌদি আরব আর ইউএই (দুবাই, আবুধাবি ইত্যাদি)। তবে আমিরাত হওয়া সত্ত্বে¡ও সবচেয়ে ভালো অবস্থানে যাবে কাতার। এক ধরনের ব্যাপক ওলটপালট ঘটে যাবে। সবচেয়ে বড় কথা, রাজতন্ত্র টেকানোই মুশকিল হয়ে যেতে পারে। এ ছাড়া আরো বড় সঙ্কট সবার জন্য (আমাদেরসহ) অপেক্ষা করছে। সেটা হলো- ২০৩০ সালের পরে মাটির নিচের তেলভিত্তিক শিল্পসভ্যতা আর থাকছে না। জ্বালানির উৎস বদলে যাবে পরিবেশসম্মত জ্বালানিতে। এর প্রভাবে আয়-ইনকামের সঙ্কট যেটা দেখা দেবে, এর বিকল্প যা এত দিনে বাদশাহদের তৈরি করে ফেলা দরকার ছিল, বলতে গেলে এর কিছুই হয়নি।

২০২৫ সাল থেকেই এই সঙ্কট দৃশ্যমান হতে থাকবে। মধ্যপ্রাচ্যে কষ্টকর শরীর-ঘাম বেচে আয় করা বৈদেশিক মুদ্রার যে আরামে আমরা এখন আছি, ৪২ বিলিয়ন রিজার্ভের গরম অনুভব করছি, এসব বদলে যাবে। বসে বসে মাটির নিচের তেল বেচে আয়েশ করার দিন শেষ হয়ে যাবে। বরং এবার শিল্পভিত্তির ওপরে অর্থনীতিকে দাঁড় করানোর প্রতিযোগিতায় ইরান প্রতিটি রাজতন্ত্রকে হয়তো বুঝিয়ে দেবে কে কতটা যোগ্য!
আর চীন মধ্যপ্রাচ্যের এসব ওলটপালটকে সক্রিয় সমর্থন দিয়ে যাবে। কারণ চীনকে সেসময়ের মধ্যপ্রাচ্যের লেনদেন-বিনিময় বাণিজ্যের শীর্ষ মুদ্রার ভূমিকায় ডলারের বদলে ইউয়ানকে বসাতে হবে। এ কারণে সব ওলটপালট ঢেলে সাজানোতে চীনের প্রবল সক্রিয় সমর্থন থাকবে। আজো চীনের সাথে ইসরাইলের কোনো প্রত্যক্ষ বিরাট স্বার্থবিরোধ নেই। কিন্তু তা না থাকলেও, এখন থেকে নতুন বা হবু মধ্যপ্রাচ্যে ইসরাইল চীনের স্বার্থের বিরোধী। কারণ ইসরাইল মধ্যপ্রাচ্যে ওলটপালট ঢেলে সাজানোতে, রাজতন্ত্রগুলোকে টিকিয়ে রাখতে ভূমিকা নেবে যা চীনের জন্য বাধা। এ কারণেই প্রকাশ্যে বা গোপনে আমিরাতগুলো ইসরাইলকে স্বীকৃতি দিয়ে রাখতে চায় যাতে ইসরাইল তাদের প্রটেক্ট করে, নিরাপত্তা দেয়। অতএব চীন কিছুই চিন্তা না করে কেবল ইরানের সাথেই গাঁটছড়া বাঁধেনি বা ২৫ বছরের স্ট্রাটেজিক অ্যালায়েন্স গড়েনি, এটা বুঝতে হবে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us